ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেপাল
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
বৃষ্টির কারণে সতীর্থরা যখন সবাই দল বেধে মাঠ ছাড়ছেন, রোহিত শর্মাকে তখন দেখালো বেশ চিন্তিত। চিন্তা করার মতো যথেষ্ঠ কারণও অবশ্য আছে। বৃষ্টির কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচ বাতিল হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচেও একই শঙ্কা। ভারত অধিনায়কের চিন্তার আরেকটি কারণ হতে পারে দলের ফিল্ডিং। বিশ্বকাপের আগে দলের এমন ছন্নছাড়া ফিল্ডিং যে কোনো দলের জন্যই চিন্তার কারণ হতে বাধ্য।
বোলিং নিয়েও চিন্তার সুযোগ রয়েছে রোহিত শর্মার। অপেক্ষাকৃত খর্বশক্তির নেপালকে অলআউট করতে ৪৯ ওভার পর্যন্ত বোলিং করতে হয়েছে ভারতকে। মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা দলটি স্কোরবোর্ডে জমা করেছে ২৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে লক্ষ্যটা ছোট মনে হতেই পারে। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পা হড়কানোর মতো জায়গাও রয়েছে ঢের।
পাল্লেকেলেতে এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারতের দ্বিতীয় ও শেষ ম্যাচেও হানা দেয় বৃষ্টি। ম্যাচের বয়স তখন ৩৭.৫ ওভার। নেপালের সংগ্রহে তখন ৬ উইকেটে ১৭৮ রান। পুরো মাঠ ঢেকে রাখা হয় কভার দিয়ে। বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও কাটা হয়নি কোনো ওভার।
শক্তির বিচারে বলতে গেলে নেপালকে আরও আগেই গুটিয়ে দেওয়া উচিত ছিল ভারতের। এ নিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে ভারত অধিনায়কেরও। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া দলটির শুরুটাই ছিল নড়বড়ে।
ভারতের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ার সুযোগ নিয়ে ঝড়ো শুরু করে নেপাল। দশ ওভারেই তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ৬৫ রান। ৫ ওভারের মধ্যে তিনবার ক্যাচ ছাড়েন ভারতীয় ফিল্ডাররা। সবগুলোই একেবারে সহজ ক্যাচ বলা যায়।
মোহাম্মাদ শামির করা প্রথম ওভারের শেষ বলে প্রথম স্লিপে কুশাল ভুর্তেলের সহজ ক্যাচ ছাড়েন শ্রেয়াস আয়ার। পরের ওভারের প্রথম বলে শর্ট কভারে আসিফ শেইখের আরও সহজ ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। বোলার মোহাম্মাদ সিরাজ বিশ্বাসই করতে পারছিলেন না। বিষ্ময় প্রকাশ করেন দলের অন্য খেলোয়াড়রাও। আর পঞ্চম ওভারে কিপার ইশান কিষানও ভুর্তেলের সহজতম ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি।
এরপর ভারতীয় বোলারদের উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চার-ছক্কা মারতে থাকেন ভুর্তেল। ভারতের মাথাভ্যথার কারণ হয়ে ওঠা এই ওপেনারকে ফেরান শার্দুল ঠাকুর কটবিহাউন্ডের মাধ্যমে। ২৫ বলে দুটি ছক্কা ও তিন চারে ৩৮ রান করেন ভুর্তেল।
শুরুর জুটি ভাঙার পর দ্রুত তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ম্যাচে ফেরে ভারত। এরপর বড় জুটি গড়তে না পারলেও ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে নেপাল।
এরপর ত্রিশোর্ধো জুটি এসেছে তিনটি। ৫৬ বলে ৫০ রান আসে সপ্তম উইকেটে সোম্পাল কামি ও দিপেন্দ্র সিং আইরির জুটি থেকে। শেষদিকে দারুণ ব্যাটিং করছিলেন সোম্পাল। শামির বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৫৬ বলে একটি চার ও দুই ছক্কায় করেন ৪৮ রান।
ওপেনার আসিফ শেইখ করেন সর্বোচ্চ ৫৮ রান। তার লড়াকু ইনিংসে রয়েছে ৮টি বাউন্ডারির মার।
একসময় মনে হচ্ছিল নেপালের সংগ্রহ আড়াইশ স্পর্শ করবে। কিন্তু ২ রানে শেষ ৩ উইকেট হারানোয় তা আর হয়ে ওঠেনি।
৪০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার জাদেজা। ৬১ রানে ৩ শিকার ধরেছেন মোহাম্মাদ সিরাজও।
পাকিস্তানের বিপক্ষে ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নেপাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে ২৩৮ রানের বিশাল ব্যবধানে।
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে যাবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ৪৮.২ ওভারে ২৩০ (ভুর্তেল ৩৮, আসিফ ৫৮, শার্কি ৭, রোহিত ৫, কুশাল মাল্লা ২, গুলশান ২৩, দিপেন্দ্র ২৯, সোম্পাল ৪৮, লামিছানে ৯, কারান ২*, রাজবানসি ০; অতিরিক্ত ৯; শামি ৭-০-২৯-১, সিরাজ ৯.২-১-৬১-৩, পান্ডিয়া ৮-৩-৩৪-১, ঠাকুর ৪-০-২৬-১, জাদেজা ১০-০-৪০-৩, কুলদিপ ১০-২-৩৪-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন
টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ
লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও হার্ট ফাউন্ডেশনের কর্মশালা
বাফেদার ৩১তম এজিএম অনুষ্ঠিত
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
মাগুরায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতে বাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স