বৃষ্টির জন্য কলম্বো থেকে ম্যাচ সরানো হতে পারে
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
বৃষ্টির কারণে ফের বাঁধাগ্রস্ত হতে পারে এশিয়া কাপের সূচি। তাই কলম্বো থেকে টুর্নামেন্টের সুপার ফোর পর্বের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনায় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তারা শ্রীলঙ্কায় অপেক্ষাকৃত শুস্ক আবহাওয়ার পুর্বাভাস আছে এমন বিকল্প ভেন্যুর সন্ধান করছে বলে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কার ক্রিকেট (এসএলসি) কর্মকর্তারা। বৃষ্টির কারণে এশিা কাপের সুপার ফোর ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ বিঘিœত হতে পারে বলে আশংকা রয়েছে। তাই এমন চিন্তা-ভাবনা।
বর্তমানে শ্রীলঙ্কায় বর্ষা মৌসুম না হলেও কলম্বোতে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার ফলে শহরটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এই ঘটনা এবং গত শনিবার পাল্লেকেলেতে ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সম্প্রচারক ডিজনি স্টার ও এসিসির মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাসে কলম্বোতে বৃষ্টি হয়না। অক্টোবরেই এখানে সচরাচর শুরু হয় উত্তরপুর্বাঞ্চলিয় বর্ষা মৌসুম। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত খেত্তারামা স্টেডিয়ামে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে ৫টি টি-টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারণে শুধুমাত্র দু’টি ম্যাচের পরিধি কমানো হয়েছিল। বাকী সবগুলো ম্যাচ সম্পুর্নভাবে সম্পন্ন হয়েছে। এখানেই চলতি মাসের ৬ থেকে ১৭ তারিখের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচসহ সুপার ফোর পর্বের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে টুর্নামেন্টের আয়োজকরা লঙ্কান আবহাওয়াবিদদের কাছ থেকে কতটুকু পরামর্শ নিয়েছে তা নিশ্চিত নয়। আগামী সপ্তাহে সেখানে কেমন আবহাওয়া বিরাজ করতে পারে তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে ক্রিকইনফো। এর নিরিখেই ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার আশংকা করা হয়েছিল। যদি ম্যাচগুলো যদি কলম্বো থেকে সরিয়ে নিতে হয়, তাহলে বিকল্প ভেন্যু কোনটা হবে তাও চিন্তার বিষয়। যদিও ডাম্বুলাকে একটি বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। তবে সেখানকার হোটেল ও আবাসন ব্যবস্থা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ভারত। যদিও লঙ্কান ক্রিকেট কর্মকতাদের দাবী এই স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ চলছে। এটি দীর্ঘ দিনের একটি সমস্যা হলেও বোর্ড সঠিকভাবে তা মেরামত করেনি।
শ্রীলঙ্কার শুষ্ক অঞ্চলে ডাম্বুলার অবস্থান। বছরের এই সময়টিতে সেখানে ক্যান্ডি ও কলম্বোর চেয়ে বৃষ্টি অনেকটাই কম হয়। হাম্বানটোটার অবস্থান ভেজা ও শুষ্ক জোনের সীমান্তে। যে কারণে এটিও হতে পারে আরেকটি বিকল্প ভেন্যু। তবে স্থানটি বনাঞ্চলের বেশ কাছে। যার কাছাকাছি কোনো আবাসন ব্যবস্থা নেই। সেখানে ম্যাচের আয়োজন করতে হলে যাতায়াত সংক্রান্ত জটিলতায় পড়তে হবে লঙ্কানদের।
এদিকে ম্যাচগুলো দুই ভেন্যুতে ভাগ করে আয়োজনের বিপক্ষে সম্প্রচারকরা। কারণ সেক্ষেত্রে তাদেরকে যন্ত্রপাতি পরিবহনে বাড়তি ঝামেলা পোহাতে হবে, অন্যথায় শ্রীলঙ্কায় দু’টি আলাদা সম্প্রচার কাঠামো স্থাপন করতে হবে। ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে নিলে সূতির জটিলতাসহ আরো অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আয়োজকদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দেয়ার ঘোষণা বেস্ট হোল্ডিংস লিমিটেডের
এনআরবিসি ব্যাংকের বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
১৭ দিন মৃত সন্তানকে বহন করেছিল, ফের মা হল সেই ওরকা তিমি