আফ্রিদি-হারিসদের নিয়ে সতর্ক, তবে ভীত নয় বাংলাদেশ
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
গত ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। কিন্তু জ্বরে পড়ে লিটন দলের সঙ্গে যেতে পারেননি। তার সুস্থ হওয়ার অপেক্ষা করা হয়। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় তাকে রুলড আউট করে পাঠানো হয় এনামুল হক বিজয়কে। তখনই জানা যায়, সুপার ফোর নিশ্চিত হলে শ্রীলঙ্কায় যেতে বাকি ম্যাচগুলো খেলতে পারেন লিটন। অবশেষে হয়েছে তাই। ভাইরাস জ্বর থেকে সেরে উঠে আজই বাংলাদেশের স্কোয়াডে যোগ দিচ্ছেন এই কিপার-ব্যাটার। বিসিবি সূত্রে জানা, গেছে গতকাল রাত ৯টায় কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে কাতারের দোহা হয়ে লাহোর পৌঁছেছেন লিটন। আজই দলের সঙ্গে যুক্ত হবেন এই তারকা।
আফগানিস্তানকে গুঁড়িয়ে গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশের সুপার ফোর এখন কার্যত নিশ্চিত। সেখানে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে আছে লড়াই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সকালে জানিয়েছেন, দলে আরও কিছু চোট সমস্যা আছে। সব মিলিয়ে লিটনকে পাঠানো নিয়ে আলাপ করছেন তারা, ‘লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। কারণ ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।’
তবে বিস্ময়কর এক খবর দিয়েছেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতির ভাষ্যমতে, লিটনের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে কিছু জানেন না তিনি, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কী। ও যে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’ নির্বাচকরাও লিটনের এশিয়া কাপে যাওয়ার বিষয়ে কিছু তাকে বলেননি বলে দাবি করেন বোর্ড প্রধান, ‘যাচ্ছে? এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো... (কিছু বলেনি)। অধিনায়ক (সাকিব আল হাসান), কোচ (চন্ডিকা হাথুরুসিংহে), ওখানে (নির্বাচক আব্দুর) রাজ্জাক আছে, (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) জালাল (ইউনুস) ভাই আছে, আমার সঙ্গে আজকে ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা নতুন কিছু।’
এই টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় পাল্টাতে অনুমোদন লাগবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তার আগে সবুজ সংকেত লাগবে বিসিবি সভাপতিরও। সব মিলিয়ে অবাক পাপন, ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা... আমার কাছে একদম... (বিস্ময়কর)।’
সুপার ফোর নিশ্চিত হওয়ার পর লাহোরেই আরেকটি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। তবে এবার প্রতিপক্ষ আরও কঠিন, পরীক্ষা আরও বড়। স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে হবে সাকিব আল হাসানদের। সব কিছু ঠিক থাকলে সুপার ফোরে আগামীকাল লাহোরে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে পাপন যাই বলুক, এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে লিটনের যোগ দেয়াতে। ওপেনিংয়ে নামলে মেহেদী হাসান মিরাজকে সামলাতে হবে শাহিন আফ্রিদিকে। তবে তা নিয়ে একদমই চিন্তিত না আফগান ম্যাচের নায়ক।
আফগানিস্তানের বিপক্ষে গতপরশু বাঁচা-মরার ম্যাচে ১১২ রানের স্মরণীয় ইনিংস খেলেন মিরাজ। তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেন ১০৪ রান। যাতে করে ৩৩৪ রান করে প্রতিপক্ষকে ৮৯ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ, শঙ্কা উড়িয়ে নিশ্চিত করে ফেলে সুপার ফোর। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা মিরাজকে ঘিরে ধরেন পাকিস্তানের সাংবাদিকরা। বাংলাদেশের কোন সাংবাদিক উপস্থিত না থাকায় সব প্রশ্নই হয় ইংরেজিতে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পরের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান প্রসঙ্গ। এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ সামলাতে কতটা প্রস্তুত তারা। মিরাজ জানান যেকোনো বোলারকেই সামলাতে তৈরি আছেন তিনি নিজে, ‘আমি সব সময় যেকোনো বোলারদের সামলাতে প্রস্তুত। এটা আমার জন্য নতুন যাত্রা (ওপেনিংয়ে)। যদি টিম ম্যানেজমেন্ট যদি সুযোগ দেয় আমি সেখানে খেলার জন্য সামর্থ্য রাখি পরের ম্যাচে।’
পরে আরেকজন নির্দিষ্ট করে জিজ্ঞেস করেন শাহিন আফ্রিদির কথা। নতুন বলে নিয়মিত উইকেট পান পাকিস্তানের বাঁহাতি পেসার। তিনি কতটা ভয়ঙ্কয় হয়ে দেখা দিতে পারেন? মিরাজ জানান তাকে কেন কাউকে নিয়েই চিন্তা নেই তার, ‘আমি কোন বোলারকে নিয়ে চিন্তিত না (শাহিন আফ্রিদির সম্পর্কে) । আমি ক্রিজে গিয়ে ভালো খেলতে চাই। এটা আমার জন্য দারুণ সুযোগ পরের ম্যাচেও। ওপেনিং না হলেও হয়ত টপ অর্ডারে খেলতে পারি। ওপেন করতে পারলে টপ অর্ডারেও খেলতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন