রিজার্ভ ডে না পেয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কাও
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
বৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-ভারত ম্যাচের জন্য রাখা হয়ছে রিজার্ভ ডে। বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও। অথচ এই দুই দেশের ম্যাচের জন্য রাখা হয়নি কোনও রিজার্ভ ডে। পাশাপাশি দুই দেশের সঙ্গে কোনও রকম কোনও আলোচনাও হয়নি বিষয়টি নিয়ে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই দেশের প্রধান কোচ।
রোববার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এই দিনই কলম্বোয় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। এর আগের দিন শনিবারও একই মাঠে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন একই মাঠে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, “সত্যি বলছি আমি কিছুটা হলেও অবাক হয়েছি (একমাত্র ভারত বনাম পাকিস্তান ম্যাচেই রিজার্ভ ডে থাকায়)। আমি যখন প্রথম বিষয়টি শুনি আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম আমি ঠিক শুনছি তো! তবে আমরা তো আর টু্র্নামেন্টের আয়োজক নয়। আমরা খেলতে এসেছি। তাই আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি কিছুই করে উঠতে পারব না। সত্যি বলছি এই বিষয়টি কাউকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার সমান। এটা তখন সমস্যার কারণ হবে যদি এই সুবিধা কাজে লাগিয়ে কোনও একটি দল পয়েন্ট তুলে নেয় এবং পরবর্তীতে বিষয়টি আমাদের ফলাফলের উপর প্রভাব ফেলে।”
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, “আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনও কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ সিদ্ধান্ত নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত যা নেওয়ার তা নিয়ে নিয়েছে। এটাকে বদলানোর ক্ষমতা আমাদের নেই।”
শ্রীলঙ্কান এই কোচ আরও বলেন, “যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আসলে খুব বেশি কিছু বলার থাকে না। যদি আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হতো বিষয়টি নিয়ে তাহলে আমরা কিছু একটা বলার জায়গায় থাকতাম। অবশ্যই বলতে পছন্দ করতাম। যেহেতু ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাই আমি খুব বেশি চিন্তা করছি না। আমরা শুধু সেটাই করব, যা করতে বলা হবে। আমি এরকম কিছু অন্য টুর্নামেন্টে আগে দেখিনি। এটা প্রথমবার অভিজ্ঞতা হল। টুর্নামেন্টের মাঝখানে এমন নিয়ম বদলে ফেলা আমার কাছে নতুন।”
কলম্বো থেকে ম্যাচ সরানোর দাবি জানিয়েছিল টুর্নামেন্টটির প্রকৃত আয়োজক পাকিস্তান। সেই সম্ভাবনার কথা শোনাও যাচ্ছিল। কিন্তু সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচ আয়োজনের কথা জানিয়ে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এর আগে পাল্লেকেলেতে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ভারত-নেপাল ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। ম্যাচে বৃষ্টি আইনে জেতে ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেঃমির্জা ফখরুল ইসলাম
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু