কোহলি-রাহুলের জোড়া শতকে রানপাহাড়ে ভারত
১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
রোহিত শর্মা আর শুবমান গিল গড়ে দিয়ে গিয়েছিলেন ভিত। তার উপর দাঁড়িয়ে চোট কাটিয়ে দলে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন লোকেশ রাহুল। পাকিস্তান বোলারদের তুলোধুনা করে ঝড়ো শতক হাঁকালেন বিরাট কোহলিও। ভারতও পেল রানের বিশাল সংগ্রহ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তুলেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে যা ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। জিততে হলে পাকিস্তানকেও করতে হবে রান তাড়ার রেকর্ড।
এদিন ভারতের কোনো উইকেটই নিতে পারেননি পাকিস্তানের বোলাররা। বাবর আজমের কোনো পরিকল্পনাই কাজে লাগেনি।
ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তার ১০৬ বলে ১১১ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও দুটি ছক্কার মার। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে গড়েন ১৯৪ বলে ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি।
কোহলি ক্যারিয়ারের ৪৭তম শতক পূর্ণ করেন ৮৪ বলে। শচীর টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডের আরও কাছে চলে গেলেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কোহলির এটি টানা চতুর্থ সেঞ্চুরি। এক মাঠে টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ড আছে কোহলি ছাড়া শুধু হাশিম আমলার (সেঞ্চুরিয়নে)।
এদিন দ্রুততম ব্যক্তি হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রানও পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। এজন্য তার লেগেছে ২৬৭ ইনিংস। ৩২১ ইনিংস লেগেছিল টেন্ডুলকারের। ৯৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন এই স্টাইলিশ ব্যাটার।
১০ ওভারে শাহিন শাহ আফ্রিদি দিয়েছেন ৭৯ রান। ১০ ওভারে ৭৪ রান দিয়েছেন ফাহিম আশরাফ। ওভার প্রতি সাতের নিচে রান দিয়েছেন কেবল নাসিম শাহ ও হারিস রউফ।
সাইড স্ট্রেইন চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি হারিস। পাকিস্তানের জন্য যা বড় ধাক্কা হয়ে আসে। গতকাল ৫ ওভার বল করেছিলেন এই পেসার। তাঁর জায়গায় বোলিং করা ইফতিখার আহমেদের প্রথম ৫ ওভারেই আসে ৪৬ রান। ম্যাচের মাঝেও ধাক্কা খায় পাকিস্তান। ৪৯তম ওভারে প্রথম ২ বল করে চোট পেয়ে উঠে যান নাসিম শাহও।
বৃষ্টি আর ভিজে মাঠের কারণে এদিনও খেলা শুরু হয় ১ ঘণ্টা ৪০ মিনিট পর। পাকিস্তানের ইনিংসেও হানা দিতে পারে বৃষ্টি। বিষয়টি মাথায় রেখেই খেলতে হবে বারব-রিজওয়ানদের। ম্যাচ ২০ ওভারে নেমে এলে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৮৭ রান।
কোহলি ৮ আর রাহুল ১৭ রান নিয়ে দিন শুরু করেন। ভারতের রান ছিল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭। আগের দিন রোহিত-গিলের ওপেনিং জুটি থেকে আসে ১২১ রান। দুজনেই আউট হন ফিফটি করেই। ২৫.৫ ওভারে আজ ২০৯ রান তোলে ভারত। ভারতের ইনিংসে চার ৩৭টি, আর ছক্কার মার ৯টি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৬/২ (রোহিত ৫৬, গিল ৫৮, কোহলি ১২২*, রাহুল ১১১*, অতিরিক্ত ৯; শাহিন ১০-০-৭৯-১, নাসিম ৯.২-১-৫৩-০, ফাহিম ১০-০-৭৪-০, হারিস ৫-০-২৭-০, শাদাব ১০-১-৭১-১, ইফতিখার ৫.৪-০-৫২-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা