ভেল্লালাগে-আসালাঙ্কায় গুটিয়ে ভারতের বিরল ইতিহাস
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে উড়তে থাকা ভারতীয় ব্যাটারদের মাটিতে নামালেন শ্রীলঙ্কান স্পিনাররা। দুনিথ ভেল্লালাগে আর চারিথা আসালাঙ্কার স্পিন রহস্য ভেদ করতেই পারল না বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫ বল বাকি থাকতে ভারতকে ২১৩ রানে গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এই প্রথম দলটির সব উইকেট নিলেন প্রতিপক্ষের স্পিনাররা। আর এ নিয়ে টানা ১৪ বারের মতো প্রতিপক্ষকে অল আউট করল শ্রীলঙ্কা।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন ভেল্লালাগে। আসালাঙ্কার শিকার ১৮ রানে ৪ উইকেট। এই ব্যাটিং অলরাউন্ডার এর আগে কোনো ম্যাচে ২ উইকেটও পাননি।
৪৭ ওভার পর বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টা খেলা চন্ধ ছিল।
টস জেতা ভারত এদিনও রোহিত শর্মা আর শুবমান গিলের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে। ১১ ওভারেই তারা স্কোরবোর্ডে জমা করে ৮০ রান। ভেল্লালাগে বোলিংয়ে এসেই পাল্টে দেন ম্যাচের চিত্র। নিজের টানা তিন ওভারে একে একে তুলে নেন গিল, বিরাট কোহলি ও রোহিতের উইকেট।
প্রথমে গিলকে বোল্ড করেন এই রহস্য স্পিনার। নিজের পরের ওভারে স্কয়ার লেগে পাকিস্তান ম্যাচের নায়ক কোহলিকে ক্যাচ বানান। এরপর ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করা রোহিতকেও বোল্ড করে দেন ভেল্লালাগে। এই ইনিংস দিয়েই বিশ্বের ১৫তম ও ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ানডেতে দশ হাজারী ক্লাবে যোগ দেন রোহিত।
বিনা উইকেটে ৮০ থেকে ভারতের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৯১। চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করেন পাকিস্তান ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ও ইশান কিষান। রাহুলকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন ভেল্লালাগেই। খানিক পর আসালাঙ্কার বলে শর্ট এক্সট্রা কাভার থেকে অনেকটা লাফিয়ে কিষানের ক্যাচ নেন ভেল্লালাগে। পরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে কট বিহাইন্ড করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পান এই ২০ বছর বয়সী।
রাহুল করেছেন ৪৪ বলে ৩৯। কিষান ফিরেছেন ৬১ বলে ৩৩ রান করে। ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় ভারত। শেষ উইকেটে অক্ষর ফ্যাটেল আর মোহাম্মদ সিরাজ যোগ করেন মহামূল্যবার ২৭ রান। অক্ষরকে লং অনে ক্যাচ বানান থিকসানা।
১৯৯৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে কোনো দলের স্পিনাররা নিলেন ৯ উইকেট। সেবারও এই একই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৯.১ ওভারে ২১৩ (রোহিত ৫৩, গিল ১৯, কোহলি ৩, কিষান ৩৩, রাহুল ৩৯, পান্ডিয়া ৫, জাদেজা ৪, প্যাটেল ২৬, বুমরাহ ৫, কুলদিপ ০, সিরাজ ৫*; অতিরিক্ত ২১; রাজিথা ৪-০-৩০-০, থিকশানা ৯.১-০-৪১-১, শানাকা ৩-০-২৪-০, পাথিরানা ৪-০-৩১-০, ভেল্লালাগে ১০-১-৪০-৫, ধনাঞ্জজয়া ১০-০-২৮-০, আসালাঙ্কা ৯-১-১৮-৪)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

দুইশ’র আগেই শেষ বাংলাদেশের ইনিংস

দীর্ঘ প্রতিক্ষিত বৃষ্টি বরিশালের জনজীবনে স্বস্তি দিলেও মাঠে থাকা ফসল অতিবর্ষণের ঝুকিতে

নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট ক্রোক

মার্কিন ডলারের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ব?

বরিশালে ফয়জুল করিমকে মেয়র ঘোঘনার দাবিতে আদালতের সামনে অবস্থান কর্মসূচী

গণহত্যার বিচার-সংস্কার ব্যতীত নির্বাচন হবে অতীতের মতো পাতানো : ড. মাসুদ

মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

ভাঙ্গা থেকে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার

একমাত্র ঘরটি ভেঙে দিলে আমি যাবো কোথায়--প্রতিবন্ধী নজরুল

ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেলেন মোহাম্মদ সুফিউর রহমান

বেরসিক চোর !

মুক্তিযুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগকারী এখন মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ

নসরুল হামিদের ৪ অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

রাবি প্রেসক্লাবে মাহিন-মিশন নেতৃত্বে নতুন যুগের সূচনা

বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির

ফ্যাসিবাদ পতনের পরও বদলায়নি পুলিশ একাডেমির চিত্র: নিয়োগে আওয়ামীপন্থী আধিপত্য, ক্ষুব্ধ অন্য শিক্ষকরা

বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ: আমেরিকায় রয়া চৌধুরীর অনন্য সম্মাননা

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরলেন নাসার প্রবীণতম মহাকাশচারী ডন পেটিট