অস্টেলিয়া দলে ফিরলেন স্মিথ-ম্যাক্সওয়েল
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ এএম
বিশ্বকাপ অভিযানে নামার আগে স্বাগতিক ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এজন্য দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)। দলে ফিরেছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
চোটের কারণে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে ছিটকে যান এই তিন তারকা । চোটের কারণে ট্র্যাভিস হেডের বদলে ম্যাথু শর্টকে টপ অর্ডারে আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে বাঁ হাতের হাড় ভেঙে যাওয়ায় বিশ্বকাপে ট্র্যাভিস হেডের অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
চোটের কারণে হয়ত বিশ্বকাপের প্রথম দিকে হেডকে দলে পাবে না অস্নেট্রলিয়া। তেমন ইঙ্গিত দিলেন দলটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। রোববার প্রটিয়াদের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের সঙ্গে সিরিজও ৩-২ ব্যবধানে হারের পর ম্যাকডোনাল্ড বলেন, “(হেড কবে ফিরতে পারবে) এই মুহূর্তে পরিষ্কার নয়। ভালো খবর হচ্ছে, ওর অস্ত্রোপচার লাগছে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে (বিশ্বকাপের) প্রথমার্ধে ওকে পাওয়া যাচ্ছে না। যে কারণে ১৫ জনের মধ্যে রাখা হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে।’
তার জায়গায় সুযোগ পাওয়া শর্টের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টিতে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটারের। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০ বলে ম্যাচজয়ী ৬৬ রান করেন তিনি। তারপর ব্রিসবেনে নিউ জিল্যান্ড এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের হয়ে দুই ম্যাচের একটিতে করেন হাফ সেঞ্চুরি।
স্মিথ, ম্যাক্সওয়েল এবং স্টার্ক দলে ফিরে আসায়, অ্যারন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসারের দলে কোন জায়গা হয়নি। টিম ও ডেভিডের ওয়ানডে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকা সফরে। পিতৃত্বকালীন ছুটিতে থাকা অ্যাস্টন অ্যাগারও ভারত সিরিজ মিস করবেন।
স্টার্কের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে যোগ দেওয়া বাঁহাতি পেসার স্পেন্সর জনসনও দলে থাকবেন। মার্নাস লাবুশানও দলে রয়েছেন। তিনি প্রথমে দক্ষিণ আফ্রিকা দলের অংশ ছিলেন না। স্মিথের কব্জির চোট তাকে সুযোগ করে দেয়। তারপরে ক্যামেরন গ্রিনের কনকাশন সাব হিসাবে একাদশে ফিরে নিজেকে প্রমাণ করেন। প্রথম দুই ওয়ানডেতে করেন যথাক্রমে অপরাজিত ৮০ ও ১২৪ রান। হেড যদি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তবে ১৫ জনের দলে ঢোকার সম্ভাবনা আছে লাবুশেনের।
বিশ্বকাপের ১৫ জনের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৮ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে এ মাসের ২২, ২৪ ও ২৭ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেয়ারি, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ