৪৪ বছর বয়সী তাহিরের ইতিহাস
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম দুই আসরেই ফাইনালে উঠেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টানা দুই ফাইনাল খেলেছিল ষষ্ঠ ও সপ্তম আসরে। সব মিলিয়ে প্রথম ১০ আসরের ৫টিতে ফাইনাল খেললেও প্রতিবারই রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। অবশেষে ষষ্ঠ ফাইনালে এসে শিরোপার দেখা মিলেছে গায়ানার। গতকাল সিপিএলের ১১তম আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এত দিন সিপিএল ফাইনালে নাইট রাইডার্স মানেই ছিল শিরোপা জয়। চারবার ফাইনাল খেলে প্রতিবারই ট্রফি হাতে তুলেছিল দলটি। আজ সেই নাইট রাইডার্সই গায়ানার কাছে পাত্তা পায়নি। প্রভিডেন্সে প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইট রাইডার্স। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আসে কিসি কার্টির ব্যাট থেকে। অন্যদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু মার্ক ডেয়াল (১৬) ও চ্যাডউইক ওয়ালটন (১০)।
নাইট রাইডার্সের ব্যাটিংকে এভাবে ধসিয়ে দেওয়ার কাজটি হয় দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের পেস এবং ইমরান তাহির ও গুড়াকেশ মোতির স্পিনে। প্রিটোরিয়াস ২৬ রানে নেন ৪ উইকেট। আর ৪ ওভার হাত ঘুরিয়ে গুড়াকেশ মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক তাহির দুই উইকেট নেওয়ার পথে চার ওভারে দেন মাত্র ৮ রান। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। পাকিস্তানি ওপেনার সায়েম আইয়ুব ৪১ বলে ৫২ এবং শেই হোপ ৩২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
৪৪ বছর বয়সে শিরোপা জিতিয়ে আপ্লুত তাহির। পুরস্কার বিতরণীতে কথা বলার শেষে কেঁদেই ফেললেন এই প্রোটিয়া। তার ধন্যবাদের তালিকাটাও বেশ দীর্ঘ হলো। রবিচন্দ্রন অশ্বিন নাকি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন, টুর্নামেন্ট জিতবে তাহিরের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তাঁকেও আলাদা করে ধন্যবাদ দিয়েছেন গায়ানার এই অধিনায়ক। অথচ তাঁকে এবার দায়িত্ব দেওয়ার সময় হাস্যরসের শিকারও হতে হয়েছে। তাহির নিজেই বলেছেন, ‘এ প্রতিযোগিতায় আসার আগে সবাই আমাকে নিয়ে মজা করছিল যে আমি অধিনায়ক হয়েছি। আমার মনে হয়, সেগুলো আমাকে উজ্জীবিত করেছে। এর ফলে তাদেরকে আসলে ধন্যবাদই জানাতে চাই।’
এদিন ফাইনাল শুরুর সময়ই একটা ইতিহাসও হয়ে গেছে তাহিরের। আইসিসির প‚র্ণ সদস্যদেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনালে অধিনায়কত্বের রেকর্ড এখন তার। শিরোপা জয় সে উপলক্ষকে যেন পরিপ‚র্ণতা দিয়েছে। ম্যাচ শুরুর সময় তাহিরের বয়স ছিল ৪৪ বছর ১৮১ দিন। তাহির টপকে গেছেন গ্যারেথ বাটিকে। ২০২০ সালে টি-টোয়েন্টি বøাস্টের ফাইনালে নটিংহামশায়ারের বিপক্ষে সারেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্যাটি, সে দিন তার বয়স ছিল ৪২ বছর ৩৫৭ দিন। মহেন্দ্র সিং ধোনি, মিসবাহ-উল-হক ও রাহুল দ্রাবিড়- এ তালিকা বেশ সমৃদ্ধই। অবশ্য একটা ক্ষেত্রে তাহির অন্য সবার চেয়ে আলাদা। এই পাঁচজনের মধ্যে একমাত্র তিনিই শিরোপাও জিতেছেন। সব মিলিয়ে সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনাল খেলার রেকর্ডটি লুক্সেমবার্গের টনি হোয়াইটম্যানের। ২০২০ সালে কনটিনেন্টাল কাপে লুক্সেমবার্গের হয়ে রোমানিয়ার বিপক্ষে খেলেছিলেন ৫২ বছর ১০৪ দিন বয়সী হোয়াইটম্যান।
এমনিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড তুরস্কের ওসমান গোকেরের। ২০১৯ সালে রোমানিয়ার বিপক্ষে কনটিনেন্টাল কাপে খেলার দিন তার বয়স ছিল ৫৯ বছর ১৮১ দিন। আইসিসির প‚র্ণ সদস্যদেশগুলোর মধ্যে রেকর্ডটি অস্ট্রেলিয়ার ব্র্যাড হগের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এ বাঁহাতি রিস্ট স্পিনার খেলতে নেমেছিলেন ৪৩ বছর ৪৫ দিন বয়সে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশু সহ নিহত ৪৯ ফিলিস্তিনি
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ সফর, দেশবাসীর নিকট দোয়া চাইলেন কায়কোবাদ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের
সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি