শরিফুলের জোড়া আঘাত
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
দশম ওভারে গিয়ে বল হাতে প্রথম সফলতা পেল বাংলাদেশ। ফিন অ্যালেনকে ডিপ ফাইন লেগে ক্যাচ বানানোর পরের বলেই অভিষিক্ত ডেন ফক্সক্রফটকে ক্লিন বোল্ড করে দেন শরিফুল ইসলাম।
২৬ বলে ২৮ করে ফিরলেন অ্যালেন। অভিষেকে দ্বিতীয় কিউই হিসেবে গোল্ডেন ডাকের শিকার হলেন ফক্সক্রফট।
নিউ জিল্যান্ড ১০ ওভারে ৪৯/২।
দুইশর আগেই শেষ বাংলাদেশ
বিশ্বকাপ অভিযানে রওনা দেওয়ার আগে আবারও ফুটে উঠলো বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা। আপন আঙিনায় সিরিজ বাঁচানোর ম্যাচে দুইশ রানের সংগ্রহও গড়তে পারল না দল। নিউ জিল্যান্ডের বোলারদের সামনে ৩৫ ওভারের আগেই গুটিয়ে গেছে নামজুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিউইদের স্রেফ ১৭২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। দলটি ৩ রানে হারায় শেষ ৪ উইকেট।
ব্যাট হাতে একাই লড়েছেন শান্ত। করেছেন সর্বোচ্চ ৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান মাহমুদউল্লাহর।
অ্যাডাম মিলনে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে নেন ট্রেন্ট বোল্ড ও কোল ম্যাকনকি। দ্বিতীয় ম্যাচে একাই ৬ উইকেট নেওয়া ইশ সোদি এদিন ৬ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ৩৪.৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।
ইনিংসে ফিফটি জুটি কেবল একটি। ৩৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৫৯ বলে ৫৩ রান যোগ করেন শান্ত। পানি পানের বিরতি থেকে ফিরেই নিউ জিল্যান্ড অধিনায়ক ফর্গুসনে আঘাত। ফর্গুসনের লাফিয়ে ওঠা বল ব্যাটে লেগে স্টাম্পের উপর পড়ে। চেষ্টা করেও বল আটকাতে পারেননি মুশফিক। আউট হন ২৫ বলে ২ ছক্কায় ১৮ রান করে।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানের জুটিতে মাহমুদউল্লাহকে পেয়েছিলেন শান্ত। বোলিংয়ে ফিরেই উইকেট তুলে নেন মিলনে। কট বিহাইন্ড হয়ে যান মাহমুদউল্লাহ।
দলকে একাই টানছিলেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিতে পারেননি মেহেদি হাসানও। বোল্টের বলে কট বিহাইন্ড হন মেহেদী। সপ্তম ব্যাটার হিসেবে আউট হন ওয়ানডাউনে নামা শান্ত। ম্যাকনকির বলে এলবিডব্লিউ হয়ে হন অধিনায়ক। এর আগে ৮৪ বলে ১০ চারে করেন ৭৬ রান।
ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ঠিক দুই-এক মিনিট আগে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে ঢেকে দেওয়া হয় পিচ। ২০ মিনিট পর শুরু হয় খেলা। নতুন বলে প্রথম আঘাত হানেন মিলনে। অভিষিক্ত জাকির হোসেনকে দ্বিতীয় ওভারেই ইনসাইড এজ বোল্ড করে দেন সিরিজে প্রথম সুযোগ পাওয়া এই পেসার।
পরের ওভারের প্রথম বলে তানজিদ হাসানকে স্লিপে ক্যাচ বানান বোল্ট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে বোল্টের প্রথম উইকেট এটি। শুরুর এই ধাক্কা সামলে উঠার আগেই আবারও মিলনের আঘাত। ডাউন দা উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন তাওহিদ হৃদয়।
সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে বড় ব্যবধানে। সবশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো কিউইরা। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ব্ল্যাক ক্যাপ বাহিনী।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৭১ (তানজিদ ৫, জাকির ১, শান্ত ৭৬, হৃদয় ১৮, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২১, মেহেদি ১৩, নাসুম ৭, হাসান ১, শরিফুল ১, খালেদ ০*; অতিরিক্ত ১০; বোল্ট ৬-০-৩৩-২, মিলনে ৬.৩-০-৩৪-৪, সোদি ৬-০-৪০-০, ফার্গুসন ৬-০-২৬-১, রবিন্দ্র ৫-১-২০-১, ম্যাকনকি ৫-০-১৮-২)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
একজনের সুদের টাকার ঘটনায় অন্যজনকে হত্যা
ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা
বই পায়নি চার লাখ শিক্ষার্থী
‘ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন’
১৭ দিন ধরে চিলমারী-রৌমারী নৌ রুটে বন্ধ ফেরি চলাচল
মেসি-সুয়ারেসের সাথে আবার এক হচ্ছেন নেইমার
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
সহদেবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন ৪৪ টাকা
অস্কার প্রতিযোগিতায় শক্ত অবস্থানে বাংলা ছবি 'পুতুল'
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক
মার্কিন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, নতুন বিল পাশ
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
দেশীয় ফ্রিজ এসি-মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম