মাশরাফি, তাসকিনের পর তামিম
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন চলছিল নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে, ঠিক সেই সময় ম্যাচ ছাপিয়ে আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে। বিশেষ করে আগের রাত থেকে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক শুরুর পর এই আগ্রহ যেন আকাশ ছুঁয়েছে। বেশির ভাগের প্রশ্ন একটাই- তামিম কি থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে? তামিম নিজের ফিটনেস নিয়ে মুখ খোলার পর জানা গেছে ‘আনফিট’ তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে চান না অধিনায়ক সাকিব আল হাসান। কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও একই মত। হয়েছেও তাই। দেশসেরা এই ওপেনারকে বাদ দিয়েই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষনা করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় তামিমকে নিয়ে যে বিতর্ক হয়েছে, তা দেখে অবাক হওয়ার কিছু নেই। ১৯৯৯ সালে বাংলাদেশের অভিষেক বিশ্বকাপে বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দলে অর্ন্তভুক্তি নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল। অবশেষে সমর্থকদের চাওয়া, মানববন্ধন আর সমালোচনার পর তাকে নিয়েই বিশ্বসেরা মঞ্চে গিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের প্রেক্ষাপট একটু ভিন্ন ছিল। সেবার দল ঘোষণার আগেই বিতর্ক শুরু হয়েছিল- উইকেটকিপিংয়ে কে? মুশফিকুর রহিম না খালেদ মাসুদ পাইলট? পরে অবশ্য দু’জনের মধ্যস্থতায় জয়টা হয়েছিল মুশফিকেরই।
২০১১ বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। নিজেকে ফিট দাবি করলেও নির্বাচকেরা সেবার মাশরাফিকে বিশ্বকাপ দলে রাখেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির সেই কান্না এখনো মনে রেখেছেন অনেকেই। এ নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল। ২০১৫ বিশ্বকাপের আগে আইনি ঝামেলায় জড়িয়ে ৮ জানুয়ারি জেলে গিয়েছিলেন পেসার রুবেল হোসেন। পরে জামিন নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন রুবেল। এরপর গত বিশ্বকাপে তাসকিন আহমেদের দলে সুযোগ না পাওয়া নিয়েও আলোচনা হয়েছে। চোট থেকে সেরে ওঠা তাসকিনের ম্যাচ ফিটনেস নেই বলেছিলেন নির্বাচকেরা। আর এ কারণে বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অঝোরে কেঁদেছিলেন তাসকিন। এর পর নিজেকে বদলে আগুনো বোলিং নিয়ে ক্রিকেটে ফিরেছেন এই পেসার।
এবারের নাটকটা বেশ রোমাঞ্চকর। বাংলাদেশের ক্রিকেটে আগের দিনটি কেটেছে নানা রকমের গুঞ্জন আর নাটকীয়তার মধ্যে। ছুটি কাটিয়ে ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনাতেই বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেছেন, ‘সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ অর্ধেক ফিট কোনো খেলোয়াড়কে নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’ ইঙ্গিতটি যে তামিমকে নিয়ে তা বুঝতে বাকি থাকার কথা নয় কারো।
মধ্যরাতে বোর্ড প্রধান পাপন, হাথুরুসিংহে ও সাকিবের জরূরী বৈঠকের আলাপ যে বিশ্বকাপের স্কোয়াড বাছাই করা নিয়েই ছিল তা অনুমেয়। জানা গেছে, মূলত দুটি ইস্যুতে সংশয় কাটাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। একমত হতে পারছে না সব পক্ষ। একটি তামিমের চোট, আরেকটি মাহমুদউল্লাহ রিয়াদকে নেওয়া-না নেওয়া। পিঠের চোট কাটিয়ে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেন তামিম। বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে যাওয়ায় পরেরটিতে ব্যাটিংয়ের সুযোগ পান এই অভিজ্ঞ ওপেনার। খেলেন ৪৪ রানের ইনিংস। তবে সেদিন ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, ব্যাটিং উপভোগ করলেও অস্বস্তিও বোধ করেছেন। তার চোটের যে ধরন, তাতে টানা খেলার নিশ্চয়তাও দিতে পারছেন না।
অস্বস্তি বোধ করায় গতকাল হওয়া তৃতীয় ওয়ানডে থেকে ছুটি নিয়ে নেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম। কোচ হাথুরুসিংহে ও বর্তমান অধিনায়ক সাকিব চান পুরো ফিট স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যেতে। কিন্তু চোট যে কোনো সময় গুরুতর হতে পারে, এই ব্যাপারে তামিম নির্বাচকদের অবহিত করেছেন বলে জানা গেছে। ফলে তৈরি হয়েছে জটিলতা। সেই জটিলতা নিরসেন নাটকের শেষটা হয়েছে হৃদয়ভঙ্গকারী ঐ খবরে- তামিম নেই। এই সিদ্ধান্তের জেরেই কি-না গতকাল ম্যাচের মাঝপথেই দলের ড্রেসিংরুম ছেড়েছেন তার ভাই ও দলের ম্যানেজার নাফিস ইকবাল। জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় খেলা শুরুর আগেই ড্রেসিংরুম ছেড়ে চলে গেছেন তিনি। পরে জানা গেছে, নাফিসকেও বিশ্বকাপে দলের ম্যানেজার হিসেবে চান না সাকিবও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা
বই পায়নি চার লাখ শিক্ষার্থী
‘ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন’
১৭ দিন ধরে চিলমারী-রৌমারী নৌ রুটে বন্ধ ফেরি চলাচল
মেসি-সুয়ারেসের সাথে আবার এক হচ্ছেন নেইমার
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
সহদেবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন ৪৪ টাকা
অস্কার প্রতিযোগিতায় শক্ত অবস্থানে বাংলা ছবি 'পুতুল'
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক
মার্কিন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, নতুন বিল পাশ
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
দেশীয় ফ্রিজ এসি-মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম
বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা