বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
রোহিত শর্মা আর বিরাট কোহলি কক্ষপথেই রেখেছিলেন দলকে। দুজন আউট হওয়ার পর সেই ধারা ধরে রাখতে পারেননি ভারতের বাকি ব্যাটসম্যানরা। টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারছে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার ভারতকে ৬৬ রানে হারিয়েছে অজিরা। টপ অর্ডারদের ঝড়ো ব্যাটিংয়ে তারা স্বাগতিকদের ৩৫৩ রানের লক্ষ্য দেয়। ৪৯.৪ ওভারে ২৮৬ রানে আটকে যায় রোহিত শর্মার দল।
দক্ষিণ আফ্রিকা সফরে টানা তিন ম্যাচ হারের পর ভারতে এসে টানা দুই ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। অবশেষে জয়ের দেখা পেল দলটি।
লক্ষ্য তাড়ায় ২১তম ওভারে ভারতের রান ছিল ১ উইকেটে ১৪৪ রান। খুনে মেজাজে উইকেটে ছিলেন রোহিত ও কোহলি। এসময় ৫৭ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৮১ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ফেরেন রোহিত। ভাঙে দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৭০ রানের জুটি।
এর আগে ৬৫ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটিতে রোহিতের সঙ্গী ছিলেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ভারতীয় ইনিংসে ত্রিশোর্ধো জুটি কেবল আর একটি। চতুর্থ উইকেটে লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার যোগ করেন ৫৪ বলে ৫২ রান।
কোহলির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ বলে ৫৬ রান। ৪৩ বলে ৪৮ রান করেন আয়ার।
ভারতের ইনিংসের শীর্ষ তিন ব্যাটারই ম্যাক্সওয়েলের শিকার। চোট কাটিয়ে দলে ফেরা এই স্পিন অলরাউন্ডার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে নেন ৪ উইকেট। সাথে দুটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরাও তিনিই।
চোট কাটিয়ে ফেরা আরেক বোলার ৭ ওভারে ৫৩ রানে নেন ১ উইকেট। উইকেটের দেখা পেয়েছেন বাকি বোলাররাও।
এর আগে টপ অর্ডারে ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথরা। ঝড় তোলেন মার্নাস লাবুশেনও। ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে মার্শের। ফিফটি পেয়েছেন ওয়ার্নার, স্মিথ ও লাবুশেন।
টসজয়ী অজিরা ৮ ওভারেই স্কোরবোর্ডে জমা করে ৭৮ রান। এরপর ওয়ার্নার ফেরেন ৩৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে প্রসিদ্ধ কুষ্ণর বলে কট বিহাইন্ড হয়ে। দ্বিতীয় উইকেটে ১১৯ বলে ১৩৭ রানের জুটি গড়েন স্মিথ ও মার্শ। মার্শকে কাভারে ক্যাচ বানান কুলদিপ যাদব। ৮৪ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রান করেন মার্শ। দলীয় স্কোর তখন ২৮ ওভারে ২ উইকেটে ২১৫।
স্মিথ-লাবুশেন জুটি বেশিদূর যেতে পারেনি। করে ২১ বলে ২৭। ৬১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান স্মিথ।
এরপর অ্যালেক্স ক্যারি ও গ্লেন ম্যাক্সওয়েলকে থিতু হতে দেননি জাসপ্রিত বুমরাহ। ক্যামেরন গ্রিনকে ফেরান কুলদিপ। প্রত্যাশিত ঝড় তুলতে না পারায় রানের জোয়ারে পড়ে ভাটা। তবে তখনও উইকেটে ছিলেন লাবুশেন।
সপ্তম উউকেটে লাবুশেন-কামিন্স জুটি থেকে আসে ৩৯ বলে ৪৬ রান। ৪৯তম ওভারে বুমরাহকে উড়াতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন লাবুশেন। তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৯ চারে ৭২ রান। কামিন্স অপরাজিত থাকেন ২২ বলে ১৮ রানে।
এই ম্যাচে না খেললেও প্রথম দুই ম্যাচে ১৭৮ রান করা শুবমান গিল হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫২/৭ (ওয়ার্নার ৫৬, মার্শ ৯৬, স্মিথ ৭৪, লাবুশেন ৭২, ক্যারি ১১, ম্যাক্সওয়েল ৫, গ্রিন ৯, কামিন্স ১৯*, স্টার্ক ১*; অতিরিক্ত ৯; বুমরাহ ১০-০-৮১-৩, সিরাজ ৯-০-৬৮-১, কৃষ্ণ ৫-০-৪৫-১, জাদেজা ১০-০-৬১-০, সুন্দর ১০-০-৪৮-০, কুলদিপ ৬-০-৪৮-২)।
ভারত: ৪৯.৪ ওভারে ২৮৬ (রোহিত ৮১, সুন্দর ১৮, কোহলি ৫৬, আয়ার ৪৮, রাহুল ২৬, সুর্যকুমার ৮, জাদেজা ৩৫, কুলদিপ ২, বুমরাহ ৫, সিরাজ ১, কৃষ্ণ ০*; অতিরিক্ত ৬; স্টার্ক ৭-০-৫৩-১, হ্যাজেলউড ৮-০-৪২-২, কামিন্স ৮-০-৫৯-১, গ্রিন ৬.৪-০-৩০-১, ম্যাক্সওয়েল ১০-০-৪০-৪, তানভির ১০-০-৬১-১)।
ফল: অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ২-১ ভ্যবধানে জয়ী।
ম্যাচ সেরা: গ্লেন ম্যাক্সওয়েল।
সিরিজ সেরা: শুবমান গিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ