ফের ‘নতুন শুরুর স্বপ্ন’ দেখিয়ে বিশ্বকাপ যাত্রা
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
অনেক ঘটনা, অনেক নাটকীয়তার পর সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে ভারতে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। যাওয়ার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, যা কিছু হয়ে গেছে সেসব পেছনে রেখে সামনে তাকাতে চান তারা, করতে চান নতুন শুরু। গতকাল বিকেল চারটায় ভাড়া করা বিমানে চড়ে ভারতের গৌহাটির উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল। রওয়ানা হওয়ার আগে দলের হয়ে বিমানবন্দরে কথা বলেন সুজন। শেষ মুহূর্তে তামিম ইকবালের বাদ পড়া, সাকিবের নেতৃত্ব ছাড়তে চাওয়ার মতো খবরও দলের ভেতর তৈরি করে গুমোট আবহ। তবে সুজন জানান, এসব ঘটনা পেছনে ফেলে এখন কেবল নতুন শুরুর দিকে তাকিয়ে দল, ‘যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ। আজকে নতুন একটা দিন শুরু করেছি। আমি বিশ্বাস করি, ছেলেরা সেভাবে আত্মবিশ্বাসী থাকবে।’
বিশ্বকাপের আগে মাঠের বাইরের মতো মাঠের ভেতরেও দলের অবস্থা ছিল নাজুক। এশিয়া কাপে ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়। মিরপুরের মাঠে এক যুগের বেশি সময় পর এমন পরিস্থিতিতে পড়তে হয় বাংলাদেশকে। তবে এই সিরিজের ফল নিয়ে এতটা চিন্তিত হতে চান না সুজন, ‘নিউজিল্যান্ড সিরিজটা খারাপ ছিল আমরা জানি। আমাদের অনেকে খেলেনি। নিউজিল্যান্ডের অনেকে খেলেনি। তবে বিশ্বকাপ একটা আলাদা মঞ্চ। আমরা সময় পাচ্ছি বিশ্বকাপের আগে। দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি, নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি। একটা স্বপ্ন আছে। সেটা বাস্তবায়ন করা খুব গুরুত্বপূর্ণ। সেটার জন্য শুধু আমাদের খেলোয়াড়রা না, আমাদের সাপোর্ট স্টাফ— সবাইকে এক সুঁতোয় থাকতে হবে। যেটা হয়েছে, সেটা ঠিক করার কিছু নেই। সামনের দিনটা দেখতে হবে। আশা করি, ভালো হবে।’
গৌহাটি পৌঁছে আজ অনুশীলন করবে বাংলাদেশ দল। আগামীকাল বাসপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। আগামী সোমবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে আছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপর ধর্মশালায় যাবে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর সেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।
প্রতিবারের মতো এবারও ‘নতুন শুরু’র স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপে গেছে বাংলাদেশ দল। বৈশ্বিক আসরে যা নিয়মিত মুখবদ্ধ। ২০১৫ বিশ্বকাপে সেরা দল নিয়ে বাংলাদেশের সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল খেলা। এবার আরো নাজুক অবস্থা নিয়ে গেছে ভারতে। তাতে করে দলটি কেমন করে সেটিই এখন দেখার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ