ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

লঙ্কানদের উড়িয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

ছবি: বিসিবি

টপ অর্ডারের ফর্মহীনতা ভাবাচ্ছিল বাংলাদেশকে। সেই দুশ্চিন্তা কিছুটা হলেও দুর করতে পেরেছেন তানজিদ হাসান, লিটন দাসরা। উপরের সারির ব্যাটাররা রান পেলে যে পরের ব্যাটারদের জন্য কাজটা বেশ সহজ হয়ে যায় তার প্রমাণ মিলল বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও। আত্মবিশ্বাসের সাথে দারুণ ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার দেওয়া মাঝারি মানের লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় বাংলাদেশও।

টস জিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে খুব বেশি ডানা মেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি অন্যদেরও মিলিগ প্রচেষ্ঠায় ৪৯.১ ওভারে ২৬৩ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। ৪৮ বল আর ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

তবে গোয়াহাটিতে হওয়া শুক্রবারের ম্যাচে চিন্তার বিষয়ও আছে। এই ম্যাচে খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পেসার মুস্তাফিজুর রহমানের সাথে এই ম্যাচে ছিলেন না সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ।

সাকিবের না খেলা নিয়ে শোনা যাচ্ছে দুই রকম তথ্য। ম্যাচ শুরুর দিকে ধারাভাষ্যকার দিনেশ কার্তিক বলেন বৃহস্পতিবার অনুশীলনে ফুটবল খেলার সময় পায়ে চোট পেয়েছেন সাকিব। তবে চোট কতটা গুরুতর তা জানাননি কার্তিক। আরেক সূত্র বলছে, সাকিবের চোট ডান পায়ের গোড়ালিতে।

ওদিকে হিন্দুস্তান টাইমসের খবর, বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। তাঁর পায়ে বেশ ভালো ব্যথা রয়েছে এবং অনেকটা বাজেভাবে ফুলে গেছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তার কেলার সম্ভাবনা কম। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে পত্রিকাটি। আবারও এমনও শোনা যাচ্ছে, চোট নয়, বিশ্রামে আছেন তিনি।

ব্যাটিং অনুশীলনটা ভালোই হয়েছে তানজিদের। লিটনও দিয়েছেন ছন্দে ফেরার আভাস। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২০.৪ ওভারে ১৩১ রান। ৫৬ বলে ১০ চারে ৬১ রান করে দুশান হেমন্তর স্পিনে বাউন্ডারিতে ধরা পড়েন লিটন। তানজিদ আউট হন ২৮তম ওভারে লাহিরু কুমারাকে হাঁকাতে গিয়ে। ৮৮ বলে ১০টি চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন এই তরুণ বাঁহাতি ব্যাটার। দলীয় রান তখন ২ উইকেটে ১৮৮।

লিটন আউট হওয়ার পর তিনে নামেন মিরাজ। তাওহিদ হৃদয় আউট হন প্রথম বলেই, দুনিথ ভেল্লালাগেকে বেরিয়ে এসে মারতে গিয়ে। বাকি পথ মিরাজ আর মুশফিক পাড়ি দেন সহজে। ৬৪ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন মিরাজ। মুশফিক করেন ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫।

দিনের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। নতুন বলে সফলতা পাননি তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা। প্রথম সফলতা মেলে ১৫তম ওভারে। শ্রীলঙ্কার ওপেনিং জুটি ততক্ষণে শতরান পেরিয়ে গেছে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন বোলাররা। ত্রিশোর্ধো জুটি হয়েছে আর একটি। সর্বোচ্চ ৬৮ রান আসে ওপেনার পাথুম নিশানকার ব্যাট থেকে। ৫৫ রান করেন ধরাঞ্জয়া ডি সিলভা। ৩৪ রান করে আহত অবসরে যান ওপেনার কুসল পেরেরা।

বাংলাদেশ ব্যবহার করেছে ৭ বোলার। এর মধ্যে বোলিং কোটা পূর্ণ করেছেন কেবল মিরাজ। ১০ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তবে ৯ ওভারে ৩৬ রান ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মেহেদি হাসান। ৭ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য তাসকিন।

একই সময়ে শুরু হওয়া দিনের অন্য ম্যাচে ব্যাটিং অনুশীলন ভালো হলেও বোলিং অনুশীলনটা ভালো হয়নি পাকিস্তানের। নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ৩৪৫ রান। ৯৪ বলে ১০৩ রান করে উঠে গেছেন মোহাম্মদ রিজওয়ান। ৮৪ বলে ৮০ রান করেছেন বাবর আজম। ৫৩ বলে ৭৫ রান সৌদ শাকিলের। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন আঘা সালমান।

জবাবে ৩৮ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে কিউইরা। দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়েকে তুলে নেন দলে ফেরা হাসান আলী। এরপর রাচিন রবীন্দ্র ও চোট কাটিয়ে ফেরা কেন উইলিয়ামসন গড়েন ১৭৯ রানের জুটি। ৭২ বলে ৯৭ রান করে আউট হন রবীন্দ্র। ৫০ বলে ৫৪ রান করে উঠে যান উইলিয়ামসন। ড্যারি মিচেলও সেচ্ছায় মাঠ ছাড়েন ৫৭ বলে ৫৯ রান করে। ৪১ বলে অপরাজিত ৬৫ রান করেন মার্ক চাপম্যান।

একই দিন দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির বাধায়।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.১ ওভারে ২৬৩ (নিশানকা ৬৮, পেরেরা ৩৪, কুসল ২২, সামারাবিক্রমা ২, আসালাঙ্কা ১৮, ধনাঞ্জয়া ৫৫, শানাকা ৩, করুনারত্নে ১৮, ভেল্লালাগে ১০, হেমন্ত ১১, কুমারা ১৩*; অতিরিক্ত ৯, তাসকিন ৭-০-২৯-০, তানজিম ৫.১-০-৩৩০১, শরিফুল ৫-০-৩৫-১, নাসুম ৮-০-৫১-১, হাসান ৫-০-৪৪-০, মেহেদি ৯-০-৩৬-৩, মিরাজ ১০-০-৩২-১)।

বাংলাদেশ: ৪২ ওভারে ২৬৪/৩ (তানজিদ ৮৪, লিটন ৬১, মিরাজ ৬৭*, হৃদয় ০, মুশফিক ৩৫*; অতিরিক্ত ১৭; রাজিথা ৬-০-৩৯-০, মাদুশনাকা ৭-০-৩২-০, কুমারা ৬-০-৩০-১, ভেল্লালাগে ৮-০-৫৭-১, পাথিরানা ৪-০-৪২-০, হেমন্ত ৯-০-৪৫-১, ধনাঞ্জয়া ২-০-১২-০)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ