ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
বিশ্বকাপ দলে ‘চোট-বদল’

ভারত দলে অশ্বিন, অস্ট্রেলিয়ায় অ্যাগার

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে ছিটকেই গেলেন ভারতীয় স্পিনার আকসার প্যাটেল। তার ছিটকে পড়ায় কপাল খুলেছে আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে আকসারের পরিবর্তে এই অভিজ্ঞ স্পিনারকে দলভুক্ত করেছে ভারত।

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। তখনই জানা ছিল কোয়াড্রিসেপ স্ট্রেনের চোটে ভুগছেন এই স্পিনার। তবে ধারণা করা হয়েছিল বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে এখনও পুরো সুস্থ নন। পুরো ফিট হতে আরও অন্তত তিন সপ্তাহ সময় লাগবে বলেই আনা হয় এই পরিবর্তন। অবশ্য এই পরিবর্তনটা আসছে তা আগেই অনুমিত ছিল। যে কারণে গুয়াহাটি ভারতীয় দলের সঙ্গে আগেই যোগ দিয়েছিলেন অশ্বিন। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটি সফরের ছবিতে দেখার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টি। তবে অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।
অশ্বিন ছাড়াও ভারতের বিশ্বকাপ দলে রয়েছে আরও দুইজন স্পিনার -রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। তবে তারা দুইজনই বাঁহাতি স্পিনার। দলে একমাত্র অফস্পিনার অশ্বিন। তাতে নিঃসন্দেহে বৈচিত্র্য বাড়ল ভারতীয় বোলিং আক্রমণে। এশিয়া কাপের দলে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দলে নেওয়া হয়েছিল অশ্বিনকে। প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফিরে প্রথম দুটি ম্যাচ খেলেন পান ৪ উইকেট। প্রথম ম্যাচে ৪৭ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ৪১ রানে পান ৩ উইকেট। তাতেই বিশ্বকাপ দলে জায়গা হয় তার।

এদিকে, প্রত্যাশা ছিল টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে যাবেন অ্যাস্টন অ্যাগার। কিন্তু শেষ পর্যন্ত ফিট হয়ে ওঠেননি এই বাঁহাতি স্পিনার। তার পরিবর্তে জায়গা মিলেছে মার্নাস লাবুশেনের। তবে হাত ভেঙে যাওয়ার পরও অজি দলে টিকে গেছেন ট্রাভিস হেড। শুরুর দিকে না পেলেও শেষ দিকে পাওয়ার প্রত্যাশা করছে দলটি। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। এর আগে গতপরশু রাত পর্যন্ত শেষবারের মতো কোনো কারণ ছাড়াই দল পরিবর্তন করার সুযোগ ছিল। সেখানে কেবল একজনই পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। যদিও এই পরিবর্তনের উপযুক্ত কারণও ছিল তাদের।

চোটের কারণে সবশেষ ভারত সিরিজেও ছিলেন না অ্যাগার। বেশ কিছুদিন ধরে কাফের ইনজুরিতে ভুগছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান সন্তান সম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন এবং সকলেই আশা করেছিল যে সময়মতো ফিট হয়ে যাবেন অ্যাগার। কিন্তু সেটা আর হয়ে উঠল না।

অ্যাগারকে না পাওয়া স্বাভাবিকভাবে বড় ধাক্কা অজিদের জন্য। কারণ ভারতের মাটিতে এই স্পিনার কার্যকরী হয়ে উঠতে পারতেন। তবে আগের দিন ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে গ্ল্যান ম্যাক্সওয়েলের বোলিং আশা জাগিয়েছে তাদের। ১০ ওভার বল করে ৪০ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন তিনি। তবে চোটে আছেন ট্রাভিস হেডও। এই চোট থেকে সেরে উঠতে আরও চার সপ্তাহ সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আসরের শেষ দিকে হলেও তাকে চাইছে দলটি। যে কারণে টিকে আছেন তিনি। তবে সেক্ষেত্রে শুরুর দিকে স্কোয়াডে কেবল ১৪ জন সদস্য থাকবে তাদের।

ভারতের বিশ্বকাপ দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্য্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা

ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা

সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী

মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন

লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে

লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে

গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার

গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার

গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন

চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন

চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা

গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া

গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া

সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪

সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪

টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা

টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা

ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট

ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট

কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি

কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের

ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ

ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ

আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ

আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ

পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি

পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি