কনওয়ে-রবীন্দ্রর ব্যাটে যত রেকর্ড
০৬ অক্টোবর ২০২৩, ০৮:৫২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ০৮:৫২ এএম
এবারের বিশ্বকাপের উদবোধনী ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তাতে ধরা দিয়েছে অনেকগুলো রেকর্ড। দুজনের অপরাজিত শতকে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে নিউজিল্যান্ড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃহস্পতিবার ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৮২ বল হাতে রেখে পেরিয়ে যায় দলটি। দ্বিতীয় উইকেটে ২১১ বলে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রবীন্দ্র।
৮৩ বলে ক্যারিয়ারের পঞ্চম ও ইংল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন কনওয়ে। ছক্কা হাঁকিয়ে ৩৬ বলে ফিফটি করা রবীন্দ্র ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ৮২ বলে।
১২১ বলে ১৯ চার ও ৩ ছক্কায় ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। রবীন্দ্রর ব্যাট থেকে আসে ৯৬ বলে ১১টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২৩ রান। বল হাতেও এক উইকেট নেওয়া রবীন্দ্রর হাতে ওঠে ম্যাচসেরার পুরষ্কারও।
এবার দেখে নেওয়া যাক কনওয়ে-রবীন্দ্র জুটির বেশ কিছু রেকর্ড:
>> নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি এটিই। তারা পেরিয়ে যায় উইল ইয়াং ও মার্টিন গাপটিলের ২০৩ রানের জুটির আগের রেকর্ড।
>> ২৮৩ রানের লক্ষ্য নিউ জিল্যান্ড ছুঁয়ে ফেলে ৩৬.২ ওভারে। ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম ২৫০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয় এটি। আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০১৫ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত ২৬০ রান তাড়া করে জিতেছিল ৩৬.৫ ওভারে।
>> দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রবীন্দ্র। বিশ্বকাপে যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ এবং নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি এটি। ১৯৯৬ আসরে চতুর্থ উইকেটে লি জার্মন ও ক্রিস হ্যারিসের ১৬৮ রানের জুটি ছিল কিউইদের আগের রেকর্ড।
>> এই ম্যাচে কনওয়ের অপরাজিত ১৫২ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ওপরে আছে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্টিন গাপটিলের অপরাজিত ২৩৭ ও ১৯৭৫ আসরে ইষ্ট আফ্রিকার বিপক্ষে গ্লেন টার্নারের অপরাজিত ১৭১।
>> বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দেড়শ রানের ইনিংস খেলা প্রথম ব্যাটসম্যান কনওয়ে। ২০১৫ আসরে শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নের অপরাজিত ১৩৯ ছিল আগের সর্বোচ্চ।
>> এই ম্যাচের দিন রবীন্দ্রর বয়স ২৩ বছর ৩২১ দিন, বিশ্বকাপে নিউ জিল্যান্ডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। তার আগে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন ন্যাথান অ্যাস্টল, ২৪ বছর ১৫২ দিন। ১৯৯৬ আসরে তিনিও সেঞ্চুরি করেছিলেন আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে।
>>বিশ্বকাপের একই ম্যাচে এই প্রথম নিউ জিল্যান্ডের একাধিক ব্যাটসম্যান শতকের স্বাদ পেলেন।
>> এ দিন ব্যাটিংয়ে ইংল্যান্ডের সবাই দুই অঙ্ক স্পর্শ করেন। ছেলে কিংবা মেয়েদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে কোনো দলের ১১ ব্যাটারই অন্তত ১০ রান করলেন। এর আগে ১০ জনের দুই অঙ্ক ছোঁয়ার নজির দেখা গেছে পাঁচবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট