রেকর্ডের মালা গেঁথে চূড়ায় দক্ষিণ আফ্রিকা
০৮ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
ভারতের মাটিতে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রানের বন্যা বয়ে যাবে- এমন কথা আগেই বলা হয়েছিল। যার আভাস মিলেছে প্রস্তুতি ম্যাচ থেকেই। চূড়ান্ত লড়াইয়ে শুরুর ম্যাচেই দেখা গেল ব্যাটারদের দাপট। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের ব্যাটিং ছিল ঝড়ের পূর্বাভাস। রাচীন রবীন্দ্র ও ডেভন কনওয়ে খেলেন বিধ্বংসী ইনিংস। তবে টুর্নামেন্টের তৃতীয় দিন গতকাল দক্ষিণ আফ্রিকা যা করেছে, তাকে এককথায় বলা যায় ‘তা-ব’। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের রেকর্ডবুকটাই বদলে ফেলেছে প্রোটিয়ারা!
এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে রীতিমতো রানের উৎসবে মেতেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। তিন ব্যাটারের ব্যাটিং তা-বে দিশেহারা হয়ে যান লঙ্কান বোলাররা। তিন সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছে ৪২৮ রানের পাহাড় সম সংগ্রহ। এমন রানবন্যার দিনে দিল্লির দর্শকরা সাক্ষী হয়েছেন বিশ্বকাপের দুই নতুন রেকর্ডের।
বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই প্রেটিয়া ব্যাটার। মার্করাম মাত্র ৪৯ বলে পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন এই আইরিশ ব্যাটার। ভারতের ব্যাঙ্গালুরুতেই কেভিন খেলেছিলেন তার ম্যাচ জেতানো সেই ইনিংসটি। দীর্ঘ এক যুগ পর সেই ভারতের মাটিতেই ফের নতুন রেকর্ড হলো। এবার তা গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার মার্করাম। এর আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির কীর্তিটি ছিল ৫২ বলে। সেটায় জুড়ে আছে এবি ডি ভিলিয়ার্সের নাম।
মার্করাম ছাড়াও কাল সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০, আর রাসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে খেলেন ১০৮ রানের ইনিংস। এর আগে আরো তিনটি ওয়ানডেতে এক ইনিংসে তিন সেঞ্চুরির ঘটনা ঘটলেও বিশ্বকাপে এটিই প্রথম। বিধ্বংসী তথ্য হচ্ছে, তিন সেঞ্চুরির চার ম্যাচের তিনটিই দক্ষিণ আফ্রিকার দখলে!
এই ত্রয়ীর সেঞ্চুরিতে ভর করেই এদিন বিশ্বকাপের আরও এক নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের দলীয় সংগ্রহে এর আগে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার নাম। নিজ দেশের মাটিতে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অজিরা। কাল ৪২৮ রান করে তাদের ছাড়িয়ে গেল প্রোটিয়ারা।
ডি কক, ভ্যান ডার ডুসেন এবং মার্করামের সেঞ্চুরি ছাড়াও এদিন আলো ছড়ান ডেভিড মিলার। নিজের ২২ বলের ছোট ইনিংসে তিনি করেন ৩৯ রান। বল হাতে লঙ্কান বোলাররা এদিন ছিলেন অসহায়। দলের সবচেয়ে সফল বোলার দিলশান মাদুশাঙ্কা ২ উইকেট পেলেও ৮৬ রান খরচ করেছেন। কাসুন রাজিথা ১ উইকেট পান ৯০ রান দিয়ে। মাথিশা পাথিরানা এবং দুনিথ ওয়েল্লালাগে যথাক্রমে ৯৫ ও ৮১ রান দিয়ে পান একটি করে উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে