মিরাজ-সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
বিশ্বকাপে নিজেদের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল রশিদ-নবীদের শুধু হারায়ইনি, রীতিমতো উড়িয়ে দিয়েছে। ব্যাটে-বলে দুই জায়গাতেই আফগানদের ওপর প্রাধান্য বিস্তার করেছে বাংলাদেশ। আর বাংলাদেশকে এই জয়ে মূলত পথ দেখিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাকিব।
এমনকি নেতৃত্বগুণেও সবাইকে মুগ্ধ করেছেন সাকিব। ম্যাচ শেষে তাই বিশ্লেষকদের কাছ থেকেও বাহবা পাচ্ছেন এ দুজন। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’- এ সাকিব ও মিরাজের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
বল হাতে গতপরশু ৯ ওভারে ৩ মেডেনসহ ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। এরপর ব্যাটিংয়ে খেলেন ৫৭ রানের দারুণ এক ইনিংস। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা মিরাজ যেখানেই সুযোগ পাচ্ছেন, নিজেকে মেলে ধরছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাঁকে প্রশংসায় ভাসিয়ে রমিজ বলেছেন, ‘৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।’
মিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে মন্তব্য করে সাবেক পিসিবি সভাপতি যোগ করেছেন, ‘এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক-দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এর পর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটে সঙ্গে ৫০ রান- এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
এ সময় অধিনায়ক সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন রমিজ। কঠিন পরিস্থিতিতে দলকে সাকিবের পথ দেখানোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।’
এই জয় বাংলাদেশকে সামনের ম্যাচগুলোতেও বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন রমিজ, ‘আর সামনে এই জয়টা নিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী বোধ করবে। পাশাপাশি এটাও অনুভব করবে যে বিশ্বকাপে তারাও আছে। সব মিলিয়ে খুবই দৃঢ় পারফরম্যান্স। আর যে বড় ব্যবধানে তারা আফগানিস্তানকে হারিয়েছে, নেট রান রেটেও অনেক সুবিধা পাবে।’
এই আত্মবিশ্বাস কাজে লাগানোর সুযোগ খুব দ্রুতই পাবেন সাকিব-মিরাজরা। একই ভেন্যুতে আগামীকালই যে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী