লিটনও ফিরলেন, খুব চাপে বাংলাদেশ
১৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম
আস্থার প্রতীক হয়ে থাকা লিটন দাস আউট হয়ে গেলেন। ধৈর্যহারা হয়ে জাদেজাকে ছক্কা হাঁকাতে গিয়ে মিড অফে ধরা পড়লেন এই ওপেনার।
১৩৭ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ৮২ বলে ৭ চারে ৬৬ রান করে ফিরলেন লিটন।
আসা-যাওয়ার মাঝে ব্যাটসম্যানরা
শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ইনিংসটা টেনে নিতে পারলেন না মিরাজও। শান্তর পর তিনিও ফিরলেন দ্রতই। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পিছন থেকে বামে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন কিপার।
মিরাজের অবদান ১৩ বলে ৩। স্কোর: ২৪.৩ ওভারে ১৩০/৩। লিটনের এবারের সঙ্গী হৃদয়।
অধিনায়ক ফিরলেন দ্রতই
১৭ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। এবার ফিরলেন নাজমুল হোসেন শান্ত। তিনিও হয়েছেন এলবিডব্লিউ। এবার বোলার রবীন্দ্র জাদেজা।
১৭ বলে ৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। লিটনের নতুন সঙ্গী মিরাজ।
স্কোর: ২১ ওভারে ১১৩/২
ফিফটি করেই ফিরলেন তানজিদ
বিশ্বকাপের ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড উপহার দিয়ে ফিরেছেন তানজিদ হাসান। ৪১ বলে ফিফটি পূর্ণ করার পর টেকেন মাত্র ২ বল।
কুলদিপ যাদবের কুইকারে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন তানজিদ। করেছেন ৪৩ বলে ৫১ রান। ৫টি চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং রানের জুটি এখন তানজিদ-লিটনের ৯৩। আগের সর্বোচ্চ ছিল ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রান।
স্কোর: বাংলাদেশ ১৮ ওভারে ১০৩/১
ওপেনিংয়ে ভারতের বিপক্ষে রেকর্ড জুটি
তানজিদ-লিটন বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়ে ফেলেছেন। আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে মিরপুরে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৫৬ রান।
এই জুটি অবিচ্ছিন্ন আছেন ১৪ ওভারে ৯০ রানে। লিটন ৩৭ ও তানজিদ ৫০ রানে ব্যাট করছেন। ৪১ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করলেন তানজিদ।
সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আসরের ১৭তম ম্যাচটি বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, টস জিতলে তিনি বোলিং নিতেন।
বাংলাদেশ দলে পরিবর্তন দুটি। সাকিবের সাথে নেই তাসকিন আহমেদও। একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। ভারত দলে কোনো পরিবর্তন নেই।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপরের দুই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় টাইগাররা।
অন্যদিকে নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আফগানিস্তানকে ৮ উইকেটে এবং চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে ৭ উইকেটে হারায় রোহিত শর্মার দল।
কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। কিন্তু সাম্প্রতিক সময়ে উপমহাদেশীয় প্রতিদ্বন্দিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ।
দুই দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে আছে বিশ্বকাপের আগ মুর্হূতে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপের একটি ম্যাচও।
এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং হার ৩১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় তিনটিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেশীর ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত