ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

তিন বল টিকলেন হৃদয়

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম

ছবি: ফেসবুক

সিঙ্গেল, ছক্কা, আউট! এই হলো হৃদয়ের একাদশে ফেরা ইনিংসের গল্প। ১৪০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে বাংলাদেশ।

লেগ স্পিনার উসামা মিরের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন হৃদয়।

আবারও শাহিনের আঘাত

বোলিংয়েফিরেই আবারও উইকেটের দেখা পেলেন শাহিন শাহ আফ্রিকা। এবার তার শিকার থিতু হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১তম ওভারে ১৩০ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

৭০ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রানে আউট হলেন তিনি। এটি শিাহিনের তৃতীয় শিকার।

লিটনের বিদায়ে ভাঙল জুটি

আগা সালমানের স্পিনে মিডউইকেটে ক্যাচ প্রাকটিস করিয়ে সাজঘরে ফিরলেন লিটন। ভাঙল চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি। ১০২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।

৬৪ বলে ৪৫ রান লিটনের। স্কোর: ২১ ওভারে ১০২/৪

 

লিটন-মাহমুদউল্লাহ জুটির ৫০

দুই ধাপ প্রমোশন পেয়ে পাঁচে নেমে দারুণ ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসের সাথে ইনিংস মেরামত করছেন তিনি। তৃতীয় উইকেটে দুজনের জুটি ৬৩ বলে স্পর্শ করে ৫০ রান।

শুরুতে খোলসবন্দি লিটন দাস একটু মেলে ধরছেন নিজেকে। ৩ উইকেট হারানোর চাপ থাকলেও ইতিবাচক আছেন মাহমুদউল্লাহও। ৫১ বলে ৩৩ রানে আছেন লিটন, ৩৫ বলে ৩১ রানে রিয়াদ।

১৭ ওভারে …/৩।

মুশফিকও ফিরলেন ৫ রানেই

ব্যাটিং অর্ডারে বদল এনেও উইকেটে আসা-যাওয়ার চিত্র বদলায়নি বাংলাদেশের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত চারে নামা মুশফিকুর রহিমও ফিরলেন।

হারিস রউফের বলে কট বিহাইন্ড হয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা ব্যাটার। করেছেন স্রেফ ৫ রান। ২৩ রানেই নেই ৩ উইকেট।

গত মার্চের পর এই প্রথম নিজের প্রিয় পজিশন চারে নামলেন মুশফিক। তাওহিদ হৃদয়ের উত্থানে সম্প্রতি তাঁকে পাঠানো হচ্ছিল ছয় নম্বরে। আজ হৃদয় ফিরেছেন একাদশে, কিন্তু নিজের পুরোনো চার নম্বরে ফিরেছেন মুশফিক।

স্কোর: ৬ ওভারে ২৩/৩

শুরুতেই নেই ২ উইকেট

ম্যাচ শুরু হতে না হতেই দুই উইকেট হারাল বাংলাদেশ। দুটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে তানজিদ হাসান এলবিডব্লিউ করার পর নিজের দ্বিতীয় ওভারে স্কয়ার লেগে নাজমুল হোসেন শান্ত হক ক্যাচ আউট।

বিনা রানে এক উইকেটের পর ছয় রানে দ্বিতীয় উইকেট হারাল টাইগাররা। স্কোর: ৩ ওভারে ৬/২

তানজিদ হাসানের উইকেটটি ছিল শাহিন শাহ আফ্রিদির ক্যারিয়ারের ১০০তম। ওয়াসিম আকরাম, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খানের পর পাকিস্তানের চতুর্থ বাঁহাতি পেসার হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি।

পেসারদের মধ্যে ১০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে আফ্রিদি দ্রুততম, তাঁর লাগল ৫১ ম্যাচ। তিনি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে (৫২ ম্যাচ)।

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। কোলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৩১তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর আড়াইটায়।

বাংলাদেশের একাদশে একটি পরির্বতন। মেহেদি হাসানের জায়গায় এসেছেন তাওহিদ হৃদয়। মানে একজন ব্যাটসম্যান বাড়ানো হয়েছে।

পাকিস্তান একাদশে পরিবর্তন তিনটি। বাদ পড়েছেন ইমাম-উল হক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। ফখর জামান, আগা সালমান ও উসামা মির ফিরেছেন দলে। উসামা অবশ্য আগের ম্যাচে দলে এসেছিলেন শাদাবের কনকাশন-বদলি হিসেবে।

টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বললেন, তাদের হারানোর কিছু নেই। তাঁর কাছে মনে হচ্ছে শুষ্ক উইকেট। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

আগের ছয় ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি। সমান সংখ্যক ম্যাচে পাকিস্তান জিতেছে দুটিতে।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, বাজে পারফরমেন্সের কারণে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে বাংলাদেশ দল। সবশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ টানা পাঁচটিতে পরাজিত হয়েছে টাইগাররা।

তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবেলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিলো টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাৎতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিলো দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিলো পাকিস্তান।

কাল জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান উভয় দলেই আসতে পারে কিছু পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

দুইবার এগিয়ে গিয়েও জেতা হলো না মায়ামির

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো