শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরলেন সাকিব

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম

ছবি: বিসিবি

উইকেটে রান পেতে লড়ছিলেন। ইফতিখারের করা ৩৭তম ওভারে টানা তিন বাউন্ডারিতে খোলসবন্দি হওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকলেন না। গুরুত্বপূর্ণ সময়ে তাকে হারিয়ে বিপাকে বাংলাদেশ।

১৮৫ রানে সপ্তম উইকেটের পতন। হারিসের বলে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে সাকিব ফিরলেন ৬৪ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করে। ইনিংসের বাকি এখনও প্রায় ১১ ওভার। উইকেট হাতে তিনটি।

তিন বল টিকলেন হৃদয়

সিঙ্গেল, ছক্কা, আউট! এই হলো হৃদয়ের একাদশে ফেরা ইনিংসের গল্প। ১৪০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে বাংলাদেশ।

লেগ স্পিনার উসামা মিরের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন হৃদয়।

আবারও শাহিনের আঘাত

বোলিংয়েফিরেই আবারও উইকেটের দেখা পেলেন শাহিন শাহ আফ্রিকা। এবার তার শিকার থিতু হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১তম ওভারে ১৩০ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

৭০ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রানে আউট হলেন তিনি। এটি শিাহিনের তৃতীয় শিকার।

লিটনের বিদায়ে ভাঙল জুটি

আগা সালমানের স্পিনে মিডউইকেটে ক্যাচ প্রাকটিস করিয়ে সাজঘরে ফিরলেন লিটন। ভাঙল চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি। ১০২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।

৬৪ বলে ৪৫ রান লিটনের। স্কোর: ২১ ওভারে ১০২/৪

 

লিটন-মাহমুদউল্লাহ জুটির ৫০

দুই ধাপ প্রমোশন পেয়ে পাঁচে নেমে দারুণ ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসের সাথে ইনিংস মেরামত করছেন তিনি। তৃতীয় উইকেটে দুজনের জুটি ৬৩ বলে স্পর্শ করে ৫০ রান।

শুরুতে খোলসবন্দি লিটন দাস একটু মেলে ধরছেন নিজেকে। ৩ উইকেট হারানোর চাপ থাকলেও ইতিবাচক আছেন মাহমুদউল্লাহও। ৫১ বলে ৩৩ রানে আছেন লিটন, ৩৫ বলে ৩১ রানে রিয়াদ।

১৭ ওভারে …/৩।

মুশফিকও ফিরলেন ৫ রানেই

ব্যাটিং অর্ডারে বদল এনেও উইকেটে আসা-যাওয়ার চিত্র বদলায়নি বাংলাদেশের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত চারে নামা মুশফিকুর রহিমও ফিরলেন।

হারিস রউফের বলে কট বিহাইন্ড হয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা ব্যাটার। করেছেন স্রেফ ৫ রান। ২৩ রানেই নেই ৩ উইকেট।

গত মার্চের পর এই প্রথম নিজের প্রিয় পজিশন চারে নামলেন মুশফিক। তাওহিদ হৃদয়ের উত্থানে সম্প্রতি তাঁকে পাঠানো হচ্ছিল ছয় নম্বরে। আজ হৃদয় ফিরেছেন একাদশে, কিন্তু নিজের পুরোনো চার নম্বরে ফিরেছেন মুশফিক।

স্কোর: ৬ ওভারে ২৩/৩

শুরুতেই নেই ২ উইকেট

ম্যাচ শুরু হতে না হতেই দুই উইকেট হারাল বাংলাদেশ। দুটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে তানজিদ হাসান এলবিডব্লিউ করার পর নিজের দ্বিতীয় ওভারে স্কয়ার লেগে নাজমুল হোসেন শান্ত হক ক্যাচ আউট।

বিনা রানে এক উইকেটের পর ছয় রানে দ্বিতীয় উইকেট হারাল টাইগাররা। স্কোর: ৩ ওভারে ৬/২

তানজিদ হাসানের উইকেটটি ছিল শাহিন শাহ আফ্রিদির ক্যারিয়ারের ১০০তম। ওয়াসিম আকরাম, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খানের পর পাকিস্তানের চতুর্থ বাঁহাতি পেসার হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি।

পেসারদের মধ্যে ১০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে আফ্রিদি দ্রুততম, তাঁর লাগল ৫১ ম্যাচ। তিনি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে (৫২ ম্যাচ)।

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। কোলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৩১তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর আড়াইটায়।

বাংলাদেশের একাদশে একটি পরির্বতন। মেহেদি হাসানের জায়গায় এসেছেন তাওহিদ হৃদয়। মানে একজন ব্যাটসম্যান বাড়ানো হয়েছে।

পাকিস্তান একাদশে পরিবর্তন তিনটি। বাদ পড়েছেন ইমাম-উল হক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। ফখর জামান, আগা সালমান ও উসামা মির ফিরেছেন দলে। উসামা অবশ্য আগের ম্যাচে দলে এসেছিলেন শাদাবের কনকাশন-বদলি হিসেবে।

টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বললেন, তাদের হারানোর কিছু নেই। তাঁর কাছে মনে হচ্ছে শুষ্ক উইকেট। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

আগের ছয় ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি। সমান সংখ্যক ম্যাচে পাকিস্তান জিতেছে দুটিতে।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, বাজে পারফরমেন্সের কারণে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে বাংলাদেশ দল। সবশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ টানা পাঁচটিতে পরাজিত হয়েছে টাইগাররা।

তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবেলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিলো টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাৎতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিলো দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিলো পাকিস্তান।

কাল জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান উভয় দলেই আসতে পারে কিছু পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত