শচিনকে ছাড়িয়েও শচিনকে ছোঁয়া হলো না কোহলির
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
বিরাট কোহলি মাঠে নামলেই যেন হয় নতুন কোনো রেকর্ড। এই বিশ্বকাপে এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিয়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি নতুন রেকর্ড গড়লেন এই তারকা। নন-ওপেনার হিসেবে বিশ্বকাপে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ড এখন এই ভারতীয় ক্রিকেটারের। এছাড়া সবচেয়ে বেশিবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করার রেকর্ডও এখন তার। তবে এমন ম্যাচেও মিশে থাকলো আক্ষেপের গল্প, সেখানেও হলো জোড়া রেকর্ড!
গতকাল মুম্বাইয়ের ওয়ংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রায় শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারালে মাঠে নামেন কোহলি। এরপর অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন আরও একটি ফিফটি। তাতেই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেন তিনি। এতো বিশ্বকাপে নন-ওপেনার হিসেবে সর্বাধিক ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ছিলেন সাঙ্গাকারা ও সাকিব। এ দুই ক্রিকেটারই ৩৫ ইনিংসে করেছিলেন এই কীর্তি। এদিন লঙ্কানদের বিপক্ষে ফিফটি তুলে নেওয়ায় কোহলির ফিফটি সংখ্যা দাঁড়ালো ১৩’তে। নতুন এই কীর্তি গড়তে কোহলির প্রয়োজন হয়েছে ৩৩ ইনিংস।
তবে সবমিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডটিও শচিনের দখলে। ৪৪ ইনিংসে ২১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই কিংবদন্তি। শচীনের এই রেকর্ড ভাঙার অনেক পেছনে থাকলেও এদিন তার অন্য একটি রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। ব্যক্তিগত ৮৮ রানে মাদুশাঙ্কার বলে আউট হওয়ার আগে চলতি বছরে হাজার পূরণ করেছেন কোহলি। তাতেই পেছনে ফেলে দেন শচীনকে। এ নিয়ে আটবার এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করলেন কোহলি। অর্থাৎ এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশিবার হাজার রান করা খেলোয়াড় এখন তিনি। এর আগে ২০১৯ সালের ক্যালেন্ডার ইয়ারে হাজার রান করে শচীনের সাতবারের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি।
কোহলির হাজার রানের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। এরপর ২০১২ সালে ১৭ ইনিংসে ১ হাজার ২৬, ২০১৩ সালে ৩০ ইনিংসে ১ হাজার ২৬৮, ২০১৪ সালে ২০ ইনিংসে ১ হাজার ৫৪, ২০১৭ সালে ২৬ ইনিংসে ১ হাজার ৪৬০, ২০১৮ সালে ১৪ ইনিংসে ১ হাজার ২০২, ২০১৯ সালে ২৫ ইনিংসে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি। এই বছরে হাজার ছুঁতে এদিন মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ৩৪ রান। ২০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। তবে এদিনও শতকের সুযোগ হাতছাড়া করেন কোহলি। ৯৪ বলে ৮৮ রান করে আউট হয়ে যান তিনি। এক ম্যাচ আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছিলেন ৯৫ রানে। ওয়ানডেতে টেন্ডুলকারের সবচেয়ে বেশি ৪৯ শতকের রেকর্ড ছোঁয়ার অপেক্ষাও তাই বাড়ল কোহলির। তার শতক ৪৮টি। যার একটি করেন চলতি বিশ্বকাপে।
আক্ষেপের গল্প আছে আরো। এক দলের তিনজন ব্যাটার ৮০ রানের বেশি করেছেন, কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেননি- বিশ্বকাপ এমন কিছু দেখলো এই ম্যাচেই প্রথম। কোহলির আগেই শুবমান গিল সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই আউট হয়ে যান। গিলের মতো বিরাট কোহলিকেও দিলশান মাদুশাঙ্কা শিকার বানান। কোহলি ফিরে যান ৮৮ রানের ইনিংস খেলে। শ্রেয়াস আইয়ারও শেষের দিকে ঝড়ো ইনিংস খেলেন। যদিও আউট হয়ে যান ৫৬ বলে ৮২ রান করেই।
বিশ্বমঞ্চে আশির উপরে রান করে সেঞ্চুরির আক্ষেপে এক দলের তিনজন পড়ার অনন্য ঘটনা যেদিন ঘটেছে, সেদিন অবশ্য ভারত ৩৫৭ রানের আগে থামেনি। সেঞ্চুরি না পেলেও দলগতভাবের ভারতের কোন আফসোস থাকবে না তাই। কেননা সেঞ্চুরি ছাড়াই বিশ্বকাপে কোন দল সর্বোচ্চ রান তুলেছে এদিন। লঙ্কানদের বিপক্ষে ভারত ব্যাট থেকে এনেছে ৩৫৭ রান। এর আগে সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে কোনো দল ইনিংসে সর্বোচ্চ ব্যাট থেকে রান পেয়েছে ৩৩০। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, ১৯৮৩ সালে পাকিস্তান সে ঘটনার কারিগর।
বিশ্বকাপের গণ্ডি বাদ দিলে ভারত অবশ্য পিছিয়ে যায় এই রেকর্ডে। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ইনিংসে সবচেয়ে বেশ রান তোলার রেকর্ডটা যে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের শতকবিহীন ব্যাট থেকে ৩৬১ রান আনার নজির আছে। সেটিও আবার দুটি ম্যাচে। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে একবার, আর ২০১৭ সালে বাংলাদেশেরই বিপক্ষে আরও একবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত
ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে: প্রেস সচিব