অদ্ভুতুড়ে ইনিংসে লঙ্কান লজ্জার এক দিন...
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
এবারের ওয়ানডে বিশ্বকাপে একটি ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। গতপরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করা ভারত যেখানে তুলেছে ৩৫৭ রান, সেই একই উইকেটে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তাতে অদ্ভুত এক ইনিংসের জন্ম দিয়েছে লঙ্কানর। সেখানে তাদের নামের পাশে যোগ হয়েছে অনাকাক্সিক্ষত অনেক রেকর্ড মালিক। চলুন এক নজরে দেখে আসি কি সেগুলি...
১ শ্রীলঙ্কার উপরের সারির আট ব্যাটার মিলে এদিন চার মেরেছেন মাত্র একটি। ১৯৯৬ বিশ্বকাপের পর, কোন দলের টপ আট ব্যাটার মিলে কোন ম্যাচে এত কম চার মারলেন এই ম্যাচেই। এমনিতে ওয়ানডেতে ২০০০ সাল থেকেও কোন ইনিংসে টপ আট ব্যাটার থেকে সেটি সর্বনিম্ন, যেখানে আটজনের অন্তত পাঁচজন ব্যাট হাতে নেমেছেন।
১ ১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। বিশ্বকাপে কোন টেষ্ট খেলুড়ে দেশ ২০ রানের কমে ৬টি উইকেট হারিয়ে ফেলল এই প্রথম। আর সবমিলিয়ে এর আগে বিশ্বকাপে একবার এর কমে কোন দল প্রথম ৬ উইকেট হারিয়েছে। সেটিতেও অবদান শ্রীলঙ্কার, তবে ভিন্ন ভূমিকায়। ২০০৩ বিশ্বকাপে কানাডার ৬ উইকেট তুলে নিয়েছিল লঙ্কান বোলাররা ১২ রানেই।
১- পাঁচ নাম্বারে নেমে ২৪ বল খেলে মাত্র এক রান করেছেন চারিথ আসালাঙ্কা। কমপক্ষে ২৪ বল খেলে এত কম রান করার নজির, টেস্ট খেলুড়ে দেশের টপ সাতে নামা ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে আর কারোরই নেই। যেকোন পজিশনে দেখতে গেলেও, টেস্ট খেলুড়ে দেশের আর একজনকেই পাওয়া যায়। ১৯৯৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিওন কিং খেলেছিলেন ৩০ বলে ১ রানের ইনিংস, নেমেছিলেন দশ নাম্বারে অজিদের বিপক্ষে সে ম্যাচে।
২- এদিন মুম্বাইয়ে শ্রীলঙ্কার প্রথম পাঁচ ব্যাটার মিলে করেছেন মাত্র দুই রান। যা ওয়ানডে ইতিহাসেই কোন দলের প্রথম পাঁচ ব্যাটারের থেকে আসা সর্বনিম্ন রান। আর শুধু বিশ্বকাপের বেলায় দেখা যায়, আরও একটি মাত্র ম্যাচে দুই অঙ্কে যেতে পারেননি প্রথম পাঁচ ব্যাটার মিলে। ২০১৫ সালে সেদিনও অবশ্য পাকিস্তান ৮ রান আনতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৩- এক দলের তিনজন ব্যাটার ৮০ এর উপরে রান করেছেন, কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেননি- বিশ্বকাপে এমনটা হয়েছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেই প্রথম। ভারতের ইনিংসে শুবমান গিল ৯২ রান করে আউট হয়েছেন। বিরাট কোহলি সেঞ্চুরি থেকে ১২ রান দূরে ছিলেন। শ্রেয়াস আইয়ার আউট হয়েছেন ৮২ রানে।
৫- বিশ্বকাপে এক ম্যাচে কোন দলের যৌথভাবে সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ডের অংশ হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ডটি হচ্ছে ৫! ভারতের বিপক্ষে মুম্বাইয়ে লঙ্কান পাঁচজন- পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দুসান হেমন্ত, দুশমন্ত চামিরা- সবাই আউট হয়েছেন শূন্য রানে।
৭- শ্রীলঙ্কার সাত ব্যাটার এক রানের বেশি করার আগেই আউট হয়েছেন এদিন। এক অথবা তার কমে রান কোন দলের এত বেশি ব্যাটার বিশ্বকাপে আউট হননি কখনোই। লঙ্কান পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন ভারত-শ্রীলঙ্কা ম্যাচে। সঙ্গে কুসল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা আউট হয়েছেন ১ রান করে। বিশ্বকাপের বাইরে এমনিতেই ওয়ানডেতে শ্রীলঙ্কা এই ঘটনার সাক্ষী হয়েছে প্রথমবারের মতো। ভারতও এই প্রথম কোন দলের সাত ব্যাটারকে এক রান বা তার কমে আউট করেছে।
১৪- লঙ্কান ব্যাটিং অর্ডারের প্রথম সাত ব্যাটার মিলেও যে ১৪ রান করেছেন, সেটিতেও তারা বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে আর কোন দলের প্রথম সাত ব্যাটার মিলে এত কম রান করেননি। এর আগে সর্বনিম্ন ১৯ রান ছিল কানাডার। সেদিন অবশ্য কানাডাকে বিব্রতবোধ করিয়েছিল লঙ্কানরাই। আর কোন ম্যাচে প্রথম সাতজন ব্যাটিংয়ে নেমে সম্মিলিত ২০ রানের কম করেননি।
২৯/৮- ৩০ রান পাড়ি দেওয়ার আগেই লঙ্কানরা যে আট উইকেট হারিয়ে ফেলেছিল, এতেও তারা গড়েছে অনাকাক্সিক্ষত রেকর্ড। বিশ্বকাপে ত্রিশ রানের কমে আট উইকেট হারিয়ে ফেলা প্রথম দল হল তারা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম আট উইকেট সর্বনিম্ন ৩১ রানে হারিয়েছিল কোন দল। সেই দল কানাডা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ২০০৩ বিশ্বকাপের ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা ৩৬ রানে অলআউট করে দিয়েছিল কানাডাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির