ঢাকাকে জেতাতেই ‘পক্ষপাতমূলক’ আম্পায়ারিং!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম

নাজমুল ইসলামের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি সুইপ করলেন জাকির হাসান। শুরুতে রানের কথা ভাবলেও পরে ফেরত যান ক্রিজে। তার আগেই এলবিডব্লিউর জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। বিস্মিত জাকির ক্রিজে দাঁড়িয়েই ঝাড়েন ক্ষোভ। ড্রেসিং রুমে ফেরার পথে আম্পায়ারের দিকে কিছু বলতেও দেখা যায় তাকে। সিলেট অধিনায়কের এই ক্ষোভ যেন তার পুরো দলেরই ভাবনার বহিঃপ্রকাশ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে পঞ্চম রাউন্ডে ঢাকার বিপক্ষে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের প্রধান কোচ রাজিন সালেহও। ঢাকাকে চ্যাম্পিয়ন করতে পক্ষপাতমূলক আম্পায়ারিং কিনা, সে প্রশ্নও তুলেছেন সাবেক এই অধিনায়ক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিলেটকে ৫২ রানে হারিয়েছে ঢাকা। ২১০ রানের লক্ষ্যে ম্যাচের শেষ দিন ১৫৭ রানে গুটিয়ে গেছে সিলেট। এই জয়ে এক আসর পর ফের জাতীয় লিগের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। সব মিলিয়ে এটি তাদের সপ্তম শিরোপা। ম্যাচের শেষ দিন জাকির, আগের দিন অমিত হাসানের এলবিডব্লিউ নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে যথেষ্টই। তৃতীয় দিনের শেষ ভাগে অমিতকে করা শুভাগত হোমের বলটি খালি চোখেই দেখা যাচ্ছিল, লেগ স্টাম্প লাইনের বাইরে। সুইপ খেলার চেষ্টায় অমিত ব্যর্থ হলে বল লাগে প্যাডে, আঙুল তুলে দেন আম্পায়ার।

গতকাল জাকির খেলেন অফ স্টাম্প লাইনের বাইরে থেকে। সেটি তার প্যাডে আদৌ লেগেছে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন সিলেটের কোচ, ম্যানেজার। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দিতে সময় নেননি খুব একটা। এছাড়া প্রথম ইনিংসে শাহানুর রহমান, শামসুর রহমানের এলবিডব্লিউ সিদ্ধান্তগুলোও ছিল যথেষ্ট সংশয়পূর্ণ। ফিল্ডিংয়ের সময়েও সিলেটের অফ স্পিনার নাঈম আহমেদের একাধিক জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়াররা। খালি চোখে সেগুলো দেখে আউট মনে হলেও, আম্পায়ারের মন গলাতে পারেননি সিলেটের ফিল্ডাররা।

ম্যাচ শেষে শীর্ষস্থানীয় এক নিউজ এজেন্সির সঙ্গে আলাপে এমন আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সিলেটের প্রধান কোচ রাজিন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় খেলা তো এটাই, জাতীয় লিগই। এখানে যদি এমন নিম্ন মানের আম্পায়ারিং হয়, এভাবে খেলা খুবই দুঃখজনক। একটা আউটেই তো খেলা বদলে যায়। আমাদের (বোলিংয়ের সময়) ৩-৪টা আউট দেয়নি। আমাদের (ব্যাটিংয়ের সময়) আবার ২-৩টা ভুল আউট দিয়েছে। এরকম করে আসলে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা যায় না। অনেক প্রতিভাবান ক্রিকেটাররা এসবের কারণে হারিয়ে যাচ্ছে। ওরা তো এমনিতেই সুযোগ পায় খুব কম। এর মধ্যে এমন আম্পায়ারিং হলে এসব ক্রিকেটাররা কী করবে?’

আম্পায়ারিং নিয়ে সামাজিক মাধ্যমে আগেই নিজের রাগ ঢেলে দিয়েছেন রাজিন। তৃতীয় দিন সিলেটের প্রধান কোচ লিখেছেন, ‘জাতীয় লিগে ক্রিকেটে আম্পায়ারিং অতিব নিম্নমানের। কারো কোনো জবাবদিহিতা নেই। এভাবে হারিয়ে যাচ্ছে অনেক খেলোয়াড়।’ পরে ম্যাচ শেষে আম্পায়ারদের ছয়টি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘ঢাকাকে জেতানোর জন্য...।’ এই বিষয়ে প্রশ্ন করা হলে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের দিকে ইঙ্গিত করেন রাজিন, ‘প্রথম দিক থেকেই আম্পায়ারিং খুব বাজে হচ্ছে। সিদ্ধান্তগুলো যেন ঢাকার দিকেই যাচ্ছে। ঢাকাকে জেতানোর জন্যই এমন করছে কিনা, জানি না। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমাদের বলতো, আমরা সরে যেতাম। এমন চললে প্রতিযোগিতামূলক ক্রিকেট কীভাবে হবে? ঢাকার ক্রিকেটাররা আবেদন করলেই আউট দিয়ে দিচ্ছে। এরকম তো হতে পারে না।’

গত কয়েক বছর ধরে পিচ ভিশন ক্যামেরার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো ইউটিউবে সরাসরি সম্প্রচার করে বিসিবি। আম্পায়ারিংয়ে স্বচ্ছতা আনতে আরও কিছু ক্যামেরা ব্যবহার করে জাতীয় লিগে থার্ড আম্পায়ার রাখার দাবি তুললেন সিলেটের প্রধান কোচ, ‘এখানে কিছু বলার নেই আসলে। কারও কোনো দায়বদ্ধতা নেই। যেন দায়সারা অবস্থায় চলছে জাতীয় লিগ। প্রথম শ্রেণির ক্রিকেটে যদি অন্তত থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকে, তাহলে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে। আম্পায়ারের ভুলগুলো শুধরে নিতে পারলে আমাদের ক্রিকেটারদের ফায়দা হবে। টেস্টেও আমাদের ভালো হবে।’

রাজিন জানালেন, আম্পায়ারিংয়ের বিষয়ে দলীয় আলোচনা করে বিসিবিতে চিঠি দেওয়ার কথা ভাবছেন তারা। তবে সিলেটের ম্যানেজার ফরহাদ কুরেশি বললেন, আনুষ্ঠানিক অভিযোগের সুযোগ নেই তাদের। তাই আম্পায়ারদের প্রতিবেদনে নিজেদের অভিযোগগুলো জানিয়েছেন তারা, ‘এখানে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা যায় না। ম্যাচে যে আম্পায়ারদের প্রতিবেদন থাকে, সেখানে আমরা লিখে জানিয়ে দেই যে, কোন ধরনের ভুল হচ্ছে। দেখুন, যে কারও ভুল হতেই পারে। এক-দুইটা মাঝেমধ্যে হয়ে যায়। কিন্তু ৩-৪টা হওয়ার মানে এখানে অন্য কোনো সমস্যা আছে।’

আলোচিত এই ম্যাচে শুরুতে আম্পায়ার ছিলেন গাজী সোহেল ও শাহিন আল আসাদ। ৬২টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে গাজী সোহেলের। ম্যাচের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তার জায়গায় বাকি অংশে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ওয়াহিদ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ