‘নির্ভার থাকবে নিউজিল্যান্ডই’
১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ক্রিজে ঢোকার আগেই এমএস ধোনির স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন মার্টিন গাপটিল। চার বছর আগের গাপটিলের সেই থ্রো স্টাম্পের সাথে ভেঙে দিয়েছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর হৃদয়ও। ওই একটি রান আউটেই ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। একই ম্যাচের পুনরাবৃত্তিই যেত হতে চলেছে এবার। এবারের বিশ্বকাপেও ফাইনালে যেতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের সামনে সেই নিউজিল্যান্ড বাধা। তবে এবারের পরিস্থিতি নিশ্চিতভাবেই আলাদা। হাতের তালুর মতো চিরচেনা আঙিনা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে ভারত। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ তাই কন্ডিশন ও গ্যালারির হাজার হাজার দর্শকও। তবে ফেভারিট হিসেবে, স্বাগতিক হিসেবে কিংবা ইতিহাসের পুনঃরাবৃত্তি- কারণ যেটাই হোক না কেন এই ম্যাচে ভারতের উপর চাপ থাকবে বলে বিশ্বাস নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রস টেইলরের।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ড দলের। আর এমন আবহে দাঁড়িয়ে ২০১৯ সালের সেই সেমিফাইনালের তুলনা আসাটাই স্বাভাবিক। চার বছর আগেও ওই সেমিফাইনালে ফেভারিট দল হিসেবেই খেলতে নেমেছিল ভারত। আমাদের লক্ষ্য ছিল, যাতে আমরা নেট রানরেটটা ভালো রাখতে পারি। যাতে কোনও ভাবেই পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ না থাকে। এবার ভারত তো আগের বারের থেকেও বেশি ফেভারিট। একে নিজেদের মাঠে খেলা। তার উপরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে তো দুরন্ত ফর্মে ছিল তারা। আমাদের দল হিসাবে হারানোর কিছু নেই। আর এমন পরিস্থিতিতে কিন্তু নিউজিল্যান্ড দল ভয়ঙ্কর হয়ে ওঠে।’
তিনি যোগ করেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে কোনও দলের মুখোমুখি হতে ভারত যদি নার্ভাস থেকে থাকে, তা হল এই নিউজিল্যান্ড দল। তবে এটা মানতেই হবে আমাদের সামনের চ্যালেঞ্জটাও খুব কঠিন। ২০১৯ সালেও ব্যাপারটা এমনটাই ছিল। ওই বিশ্বকাপে দুই দিন ধরে ম্যাচটা হয়েছিল। কারণ ছিল বৃষ্টি। আমার জন্য অম্ভুত একটা পরিস্থিতি ছিল। আমি প্রথম দিন নট আউট ছিলাম। টেস্ট ক্রিকেটেই বিষয়টি খুব নার্ভাস করে দেয়। এখানেও তাই করেছিল। কারণটা ছিল ওয়ানডে বিশ্বকাপ। তার উপর আবার সেমিফাইনালের মতন একটা ম্যাচ। ওয়াংখেড়েতে টস গুরুত্বপূর্ণ হবে। নিউজিল্যান্ড যদি বল এবং ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারে, তাহলে তারা আত্মবিশ্বাস পাবে। দুই ইনিংসেই প্রথম দশ ওভার খুব গুরুত্বপূর্ণ। ভারত ব্যাট করলে আমরা চাইব যাতে ওদের ২-৩ উইকেট পড়ে যায়। তাহলেই তারা চাপে থাকবে। কারণ টপ অর্ডারের প্রথম তিন জনের উপর ওরা খুব ভরসা করে। শুভমন গিল রয়েছে। রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারত যখন বল করছে তখনও গুরুত্বপূর্ণ যেমন রান করাটা, তেমন গুরুত্বপূর্ণ উইকেট বাঁচানো। জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজদের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না।’
ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি টেইলরের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু