আবারও দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া
১৬ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম
আরেকটি সেমিফাইনাল, আরেকটি রোমাঞ্চকর লড়াই এবং দিন শেষে দক্ষিণ আফ্রিকার আরেকটি বিশাদের গল্প। ‘চাপে ভেঙে পড়া’ প্রটিয়ারা এবারও পারল না বিশ্বকাপে নকআউট পর্বের বাধা পেরুতে। তাদের হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের দ্বিতীয় সেমিফাইনালে বার বার রং বদলানোর ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার জয় ৩ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাউন্ডারি হাঁকিয়ে ১৬ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত করেন অধিনায়ক প্যাট কামিন্স।
আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন প্যাট কামিন্সরা। বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হবে ভারত–অস্ট্রেলিয়ার। প্রতিশোধের জন্য এর চেয়ে ভালো মঞ্চ নিশ্চয় পেত না স্বাগতিক ভারত।
এ নিয়ে পাঁচবার টুর্নামেন্টটির সেমিফাইনালে খেললেও কোনোবারই ফাইনালের টিকেট পেল না দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে তিনবারই তাদের বিদায় নিতে হলো অস্ট্রেলিয়ার কাছে হেরে।
বোলারদের জন্য কাজটা কঠিন করে দেন দলের ব্যাটাররা। মাত্র ২১২ রানের সংগ্রহ পায় দল। এরপরও দারুণ লড়াই করে প্রটিয়া বোলিং লাইন-আপ। তবে ফিল্ডিংটা তাদের ভালো হয়নি। অনেকগুলো ‘হাফ চান্স’-এর সুযোগগুলো নিজেদের অনুকূলে নিতে পারলে অন্যরকম হতে পারত ম্যাচের ফল।
অলরাউন্ডার পারফরম্যান্সের পুরষ্কারস্বরূপ ম্যাচসেরার খেতাব পেয়েছেন ট্রাভিস হেড। টার্নিং উইকেটে বল হাতে ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলে ৪৮ বলে ৬২ রান করেন এই ওপেনার।
দক্ষিণ আফ্রিকার আসল লড়াই শুরু হয় টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই ৪ উইকেট হারানোর পর। রেকর্ড গড়া সেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ডেভিড মিলার।
ব্যাট হাতেও অজিদের শুরুটা হয় দুর্দান্ত। ৬ ওভারেই ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নার জুটি যোগ করে ৬০ রান। এরপর লড়াইয়ে ফেরে প্রটিয়ারা।
স্পিনার আক্রমণে এনেই সাফল্য পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে দেন এইডেন মার্করাম। ভাঙে ৬ ওভারে ৬০ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। ১ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ২৯ রান করেন ওয়ার্নার।
পরের ওভারে শূন্য রানে মিচেল মার্শকে ফেরান কাগিসো রাবাদা। কাভারে দারুণ তৎপর ফন ডার ডাসেন লাফিয়ে নেন দুর্দান্ত এক ক্যাচ।
দ্রুত জোড়া উইকেট পতনের পরও থেমে থাকেননি ট্র্যাভিস হেড। একই ছন্দে ব্যাটিং করে স্রেফ ৪০ বলে তুলে নেন ফিফটি। ১৪তম ওভারে অস্ট্রেলিয়া পায় দলীয় শতক।
আক্রমণে এসেই সাফল্য পান কেশভ মহারাজ। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন কয়েকবার অল্পের জন্য বেঁচে যাওয়া হেডকে। ভাঙে ৩৯ বল স্থায়ী ৪৫ রানের জুটি। ৪৮ বলে ৯ চার ও দুই ছক্কায় হেড করেন ৬২ রান।
তাবরাইজ শামসির ষোড়শ ওভারে আম্পায়ার্স কলের সৌজন্যে 'বেঁচে' যান মার্নাস লাবুশেন। একই বোলারের ২২তম ওভারে আম্পায়ার্স কলেই ড্রেসিং রুমের পথ ধরেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান।
এক ওভার পরেই মন্থর উইকেটে তেড়েফুঁড়ে মারতে চাওয়ার মাশুল দেন গ্লেন ম্যাক্সওয়েল। তাবরাইজ শামসির বলে আগেই ব্যাট চালিয়ে বোল্ড হয়ে ফেরেন ৫ বলে ১ রান করে। ১৩৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
ধীরে সুস্থে ব্যাটিং করে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিচ্ছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু হঠাৎই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটসম্যান বাজে এক শট খেলে বল আকাশে তুলে আউট হন কুইন্টন ডি করের হাতে।
খানিক পর জশ ইংলিশ প্রতিরোধও ভাঙেন কোয়েৎজি। ইয়োর্কার ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৩ চারে ৪৯ বলে ২৮ রান করেন ইংলিস। ৪০তম ওভারে ১৯৩ বলে সপ্তম উইকেট হারায় অজিরা। জয় তখনও ২০ রান দূরে।
মিচেল স্টার্ককে নিয়ে দূর্গম পথটুকু পাড়ি দেন অধিনায়ক প্যাট কামিন্স। ফাইনালে ওঠার আনন্দে মাতে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি। আরেকটি বিশাদ সঙ্গি হয় দক্ষিণ আফ্রিকার।
প্রথম ইনিংসেও ছিল অজিদের দাপট। মিচেল স্টার্ক আর জশ হেইজেলউডের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপঅর্ডার। হেনরিক ক্লাসের আর ডেভিড মিলারের ব্যাটে ধ্বস কাটিয়ে না উঠতেই হেডের জোড়া আঘাত। সবকিছু সামলে বুক চিতিয়ে একাই লড়েন মিলার। তুলে নেন দুর্দান্ত শতক।
আসরে লিগ পর্বে তারা ছিল দারুণ ছন্দে। ৯ ম্যাচের ৭টিতে জয় তুলে সেমিফাইনালে ওঠে দ্বিতীয় হয়ে। তবে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরই রীতিমতো ধুঁকতে শুরু করে টেম্বা বাভুমার দল। স্টার্ক ও হ্যাজলউডের জোড়া আঘাতে ১২ ওভারের মধ্যে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার চাপে ভেঙে পড়ার যে প্রবণতা, সেটি তখন প্রবলভাবে ধরা দেয়।
১৪ ওভারে তাদের সংগ্রহ যখন ৪ উইকেটে ৪৪ রান তখন বৃষ্টির বাধায় পড়ে ম্যাচ। খেলা শুরুর এক ঘণ্টার কিছু বেশি সময় যেতেই নামে বৃষ্টি। পরে খেলা শুরু হলেও রিজার্ভ ডে থাকায় কমানো হয়নি ম্যাচের দৈর্ঘ।
পঞ্চম উইকেটে ১১৩ বলে ৯৫ রানের জুটি গড়েন মিলার ও ক্লাসেন। ক্লাসেনকে বোল্ড করে জুটি ভাঙেন অনিয়মিত বোলার হেড। পরের বলেই দুর্দান্ত স্পিনে মার্কো ইয়েনসেনকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। জোড়া আঘাতে আবারও ব্যাকফুটে যায় দক্ষিণ আফ্রিকা।
তবে অপর প্রান্তে দৃঢ়তার সাথে ব্যাটিং চালিয়ে যান মিলার। সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েৎজিকে নিয়ে গড়েন ৭৬ বলে ৫৩ রানের জুটি। জুটি ভাঙেন প্যাট কামিন্স।
অবশ্য এই ভুল আউটে দায় আছে কোয়েৎজিরও। কামিন্সের বাউন্সার তার ব্যাট কিংবা গ্লাভসে লাগেনি। আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেননি কোয়েৎজি ও মিলার। হটস্পটে দেখা যায় বল ছুয়েছে কোয়েৎজির কাধ।
এরপর আরও কিছু সময় চালিয়ে যান মিলার। ১১৫ বলে ৮টি চার ও ৫ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। বিশ্বকাপ ইতিহাসে যা নকআউট পর্বে কোনো ছয় নম্বর ব্যাটসম্যানের প্রথম শতক। এত দিন সর্বোচ্চ ছিল ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কলিন্স কিংয়ের ছয়ে নেমে ৮৬। নকআউটে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিসংও এটিই।
পরের বলেই কামিন্সের শিকার হন ছয়ে নামা এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে ক্লাসেনের ব্যাট থেকে। বিশোর্ধো ইনিংস নেই আর একটিও।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টার্ক। ৫১ রানে ৩টি নিয়েছেন কামিন্সও। দুটি করে নেন হেড ও হেইজেলউড।
বিশ্বকাপের নক আউট পবে ‘চোকার্স’ তকমা থেকে এবারও বেরিয়ে আসা হলো না দক্ষিণ আফ্রিকার। এর আগে ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সালে সেমিফাইনালে খেলেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ১০-১-৩৪-৩, হেইজেলউড ৮-৩-১২-২, কামিন্স ৯.৪-০-৫১-৩, জ্যাম্পা ৭-০-৫৫-০, ম্যাক্সওয়েল ১০-০-৩৫-০, হেড ৫-০-২১-২)
অস্ট্রেলিয়া: ৪৭.২ ওভারে ২১৫/৭ (হেড ৬২, ওয়ার্নার ২৯, মার্শ ০, স্মিথ ৩০, লাবুশেন ১৮, ম্যাক্সওয়েল ১, ইংলিস ২৮, স্টার্ক ১৬*, কামিন্স ১৪*; ইয়ানসেন ৪.২-০-৩৫-০, রাবাদা ৬-০-৪১-১, মার্করাম ৮-১-২৩-১, কুটসিয়া ৯-০-৪৭-২, শামসি ১০-০-৪২-২, মহারাজ ১০-০-২৪-১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু