ভারতের বিরুদ্ধে এবার টস জালিয়াতির অভিযোগ
১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবারের দিনটি ছিল নানান কারণেই ঐতিহাসিক। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বকাপের ফাইনালে ওঠার ম্যাচে বিরাট কোহলির গড়েন ৫০তম শতরানের বিশ্ব রেকর্ড। অনেকগুলো রেকর্ড গড়ে মোহাম্মদ শামি নেন ৭ উইকেট। রোহিত শর্মা গড়েন ছক্কার রেকর্ড। এমন রেকর্ডময় স্বরণীয় ম্যাচটিতেই অবাক করার মতো এক অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সিকন্দর বখত। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি অভিযোগ করেন, রোহিত শর্মা রীতিমতো জালিয়াতি করে টস জেতেন। এর আগে ভারতের বিপক্ষে ভিন্ন পিচে খেলা ও বল পাল্টানোর অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।
অবশ্য শুধু সিকন্দার নন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার অনেক ক্রিকেট সমর্থককই দাবি করেছেন যে বুধবার প্রথম সেমিফাইনালে নাকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টসের সময় কয়েন না দেখেই ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট বলে দেন যে টসে জিতেছে ভারত। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এদিন সেমিফাইনালে কয়েন ফ্লিপ করেন রোহিত। টসে জেতে ভারত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। ম্যাচে টস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের প্রথম ৫০ ওভারে বোলারদের জন্য পিচে বিশেষ কিছু ছিল না। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসারদের মুখে হাসি ফোটায়নি ওয়াংখেড়ের পিচ। কিন্তু ফ্লাডলাইটের আলো দ্বিতীয় ইনিংসের শুরুর ১০ ওভারে পিচ থেকে সুবিধা আদায় করে নেন পেসাররা। বল সিম এবং সুইং হচ্ছিল। তারপর অবশ্য পিচটা পুরো ব্যাটারদের জন্য হয়ে যায়। কিছুটা হেসে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির অনুষ্ঠানে সিকন্দর, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রাটা একটু দূরে ফেলেন, প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে। নিজের চাওয়া অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’
ভারতের এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে রোহিতের টস জয়ের হার ৫০ শতাংশ।
সিকন্দারের বক্তব্যের ক্লিপটিও তিনি সামাজিত যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সিকন্দরের সেই বক্তব্যের মধ্যেই এবার বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচের ফুটেজ দেখানো হয়। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, আফগানিস্তান-নিউজিল্যান্ড, পাকিস্তান-নিউজিল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তানের মতো ম্যাচের টসেরও ফুটেজ দেখানো হয়। তাতে বোঝানোর চেষ্টা করা হয় যে রোহিতই একমাত্র দূরে কয়েন ফেলছেন। মোটামুটি কাছেই কয়েন ফেলেছেন বাকি অধিনায়করা। যে তালিকায় আছেন বাবর আজম, কেন উইলিয়ামসনরা। শুধু তিনি নন, নেটিজেনদের একাংশও সেই অভিযোগ তুলেছেন। শ্রীলঙ্কার এক নেটিজেন বলেন, ‘টসের ভিডিয়োটা বাববার দেখুন। কয়েন দেখার আগেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বলে দেন যে ভারত টস জিতেছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া