বাবরে গর্বিত, ব্যাথিত তারা
১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
অনেকটা অনুমিতই ছিল, হলোও তাই। বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে গতপরশু তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাবর আজম। সেদিনই পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান শান মাসুদকে, টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তবে পাকিস্তানকে চার বছর সেরা ছন্দে রাখা অধিনায়ক বাবরের বিদায়ে মর্মাহত ও ব্যাথিত সতীর্থ, সাবেকরাও। কেননা সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও এই চার বছরে পাকিস্তান ক্রিকেটের অর্জনও কম নয়।
দলনেতা হিসেবে তার বিদায়বেলায় সেই সব অর্জনের কথাই স্মরণ করেছেন বাবরের সতীর্থ ও সাবেক ক্রিকেটাররা।
বাবরের কাছের বন্ধুদের একজন, পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এক্সে (টুইটার) লিখেছেন, ‘অধিনায়ক, তুমি মন থেকেই অধিনায়ক। অবশ্যই তুমি পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তোমার সততা, নিষ্ঠা, ভালোবাসা, চিন্তা ও অধিনায়ক হিসেবে পাকিস্তানের জন্য প্রচেষ্টা প্রশংসনীয়।’ পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলছেন, ‘আপনার অসাধারণ নেতৃত্বের অধীন, সত্যিকারের টিমওয়ার্ক এবং বন্ধুত্বের সাক্ষী হওয়া একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। আপনার অগ্রণী নেতৃত্ব, দলগত ঐক্য ও সাফল্যের প্রতিশ্রুতি প্রশংসনীয়। ব্যাট হাতে নতুন রেকর্ড ভাঙা দেখতে মুখিয়ে আছি।’
স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান এক্সে লিখেছেন, ‘ক্যারিয়ারের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আমি নিশ্চিত তুমি এভাবে আলো ছড়াতে থাকবে।’ আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ইফতিখার আহমদে বলেছেন, ‘তোমার অধিনায়কত্বে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা সম্মানের। আমি সেই সময়কালে অনেক উত্থান-পতনের অংশ ছিলাম। কিন্তু তোমার সহনশীলতা ও সংকল্প সব সময় ওপরের দিকে ছিল। পাকিস্তানের হয়ে তোমার ব্যাটে অনেক রান দেখার জন্য মুখিয়ে আছি, সেটাও ক্রিজের অন্য প্রান্ত থেকে।’
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলী অধিনায়ক বাবরের অধ্যায়কে এখনই শেষ দেখছেন না। এক্সে তিনি লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে তোমার লড়াইয়ের জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত, তুমি শেষবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দাওনি। সবকিছুই ভালোর জন্য ও শেখার জন্য ঘটে। এখন শুধু অনেক রান পাওয়াটাকেই উপভোগ করো। আল্লাহ তোমার মঙ্গল করুন।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক হিসেবে তুমি যা করেছ, সেটার প্রশংসা করতে হয়। দলকে জেতানোর জন্য তোমার যে রান পাওয়ার ক্ষুধা, সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয় সেটা বাড়বে।’
আগের দিন এক্সে এক বিবৃতি দিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এ সময় চার বছরের অধিনায়কত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। তবে সব সময়ই ক্রিকেট-বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ রেখেছি। আজ (কাল) আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব সংস্করণ থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হয়, এটাই সঠিক সময়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া