ভারতকে পিচ বেছে নেওয়ার সুযোগ দেয়ায় চটেছেন লয়েড
১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতকে পিচ পরিবর্তন করার অনুমতি দেওয়ায় আইসিসির ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। লয়েড আইসিসির দুর্বলতার সমালোচনা করেন এবং জোর দিয়ে বলেন যে বিশ্বকাপ আইসিসির, ভারতের নয়।
নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচটি যেই পিচে আয়োজনের কথা ছিল, সেই পিচে আয়োজন করা হয়নি। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই এই অভিযোগ ছড়িয়ে পড়ে। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ঘরের মাঠে সুবিধা নিতে ও নিউজিল্যান্ডের পেসাররা যাতে সুবিধা নিতে না পারে সেজন্য আগের ব্যবহৃত পিচে খেলা হবে সেমিফাইনাল ম্যাচটি। এই প্রতিবেদনই সত্য হয়েছে। ভারত আগে ব্যাট করে সংগ্রহ করে ৩৯৭ রান।
এই ঘটনায় আইসিসির ওপর ক্ষেপেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ডেভিড লয়েড। যদিও আইসিসির পক্ষ থেকে অ্যান্ডি অ্যাটকিনসন জানিয়েছেন যে আইসিসিকে না জানিয়েই বিসিসিআই পিচ পরিবর্তন করেছে।
লয়েড শুরুতেই টুর্নামেন্ট নিয়ে বলেন, ‘এই টুর্নামেন্ট ভারতের নয়। তারা এটি হোস্ট করছে না। এটা তাদের দেশে ঘটছে, কিন্তু এটা আইসিসির ইভেন্ট, তাদের নয়। পিচের ডিরেক্টর অ্যান্ডি অ্যাটকিনসনের উচিত এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য মাঠের সিদ্ধান্ত নেওয়া, ভারতীয় বোর্ড বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেশকে নয়।’ তারপর আইসিসিকে দোষ দেন লয়েড, ‘বুধবারের সেমিফাইনালের জন্য ভারতকে পিচ বেছে নেওয়ার অনুমতি দিয়ে আইসিসি অসাধারণ দুর্বলতা দেখিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে, এটি একটি ব্যবহৃত খেলায় পরিণত হয়েছিল, তাত্ত্বিকভাবে নিউজিল্যান্ডের চেয়ে তাদের বোলারদের পক্ষে ছিল।’
তিনি বলেন নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন পিচে খেলার সাহস থাকা উচিত ছিল ভারতের, ‘এটা অপ্রয়োজনীয় কারণ ভারত বিশ্বকাপের সেরা দল। তাদের নিয়ম ভঙ্গ করার দরকার নেই। তাদের যে কোনো মাঠে জেতার সামর্থ্য রয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তা করার সাহস থাকা উচিত ছিল।’ লয়েড আরো যোগ করেন, ‘আইসিসির উচিত ছিল পিচ পরিবর্তনের ভারতের দাবিকে “না” বলা। আইসিসির উচিত ছিল ভারতকে বলা, যদি তারা নতুন উইকেটে খেলতে না চায়, তাহলে তারা ম্যাচটি বাতিল করে দেবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ