সেই শামিতেই মজেছে ভারত
১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
দলের প্রথম চার ম্যাচে বেঞ্চ গরম করেছেন। হার্দিক পান্ডিয়ার চোটে কপাল খোলে মোহাম্মদ শামির। প্রথম সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন তিনি দারুণভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৫ উইকেট নেন ৫৪ রান দিয়ে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ শিকার ধরেন ২২ রান দিয়ে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ¯্রফে ১৮ রানে নেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট পান ১৮ রানে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেই কেবল কোনো উইকেট তিনি পাননি। এরপর গতপরশুর সেমি-ফাইনালে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে তো আগুনে বোলিং!
গতপরশু ৫৭ রানে ৭ উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন ব্লাকক্যাপসদের ফাইনাল স্বপ্ন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে আগে ব্যাট করে ভারতের ৩৯৮ রানের জবাবে ৩২৭-তে থামে কিউইরা। ৭০ রানের জয়ে ফাইনালে পা রাখে রোহিত-কোহলির ভারত।
বল হাতে নিয়ে এদিন ম্যাচে নিজের প্রথম বলেই মাতেন উইকেট উদযাপনে! দুর্দান্ত শুরুর সেই ধারা ধরে রেখে, রান বন্যার ম্যাচেও উইকেট শিকারের উৎসবে মেতে ওঠেন শামি। ৩৩ বছর বয়সী ভারতীয় পেসার শততম ওয়ানডে খেলার উপলক্ষটা রাঙালেন রেকর্ড গড়া বোলিংয়ে, অসংখ্য রেকর্ড-কীর্তিতে নাম লিখিয়ে। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে দুই দল মিলিয়ে রান হয়েছে মোট ৭২৪। শতক করেছেন তিন জন। প্রথম ব্যাটসম্যান হিসেবে শতকের ‘ফিফটি’ করে ভিরাট কোহলি গড়েছেন ইতিহাস। তবে, সবাইকে ছাপিয়ে ম্যাচের সেরা শামি।
বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই প্রথম ভারতীয় বোলার হিসেবে ৭ উইকেটের স্বাদ পেলেন তিনি। এই সংস্করণে ভারতের আগের সেরা বোলিং ছিল স্টুয়ার্ট বিনির ৪ রানে ৬ উইকেট, ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল আশিষ নেহরার। ২০০৩ আসরে ইংল্যান্ডের বিপক্ষে এই পেসার ৬ উইকেট নিয়েছিলেন ২৩ রান দিয়ে। পঞ্চম বোলার হিসেবে বিশ্বকাপে ৭ উইকেট পেলেন শামি। তবে একটি জায়গায় তিনি ছাপিয়ে গেছেন আগের চার জনকে। বিশ্বকাপের নকআউট পর্বে এই স্বাদ পাওয়া প্রথম বোলার যে তিনিই। নকআউট পর্বে আগের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোরের। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
শামির অর্জন আছে আরও। প্রথম বোলার হিসেবে এক বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। সব মিলিয়ে বিশ্ব মঞ্চে পাঁচ উইকেট পেলেন তিনি চারবার। এটিও কোনো বোলারের সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন তিনবার এই স্বাদ পাওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। অবিশ্বাস্য ফর্মে থাকা শামির এবারের বিশ্বকাপে মোট শিকার এখন পর্যন্ত ২৩টি। ভারতের বোলারদের মধ্যে এক আসরে রেকর্ড এটি। ২০১১ সালে দলকে চ্যাম্পিয়ন করার পথে আরেক পেসার জাহির খান নিয়েছিলেন ২১ উইকেট। এক বিশ্বকাপে শামির চেয়ে বেশি উইকেট আছে ¯্রফে দুজনের। ২০০৭ আসরে গ্লেন ম্যাকগ্রা ২৬টি ও ২০১৯ আসরে স্টার্ক নিয়েছিলেন ২৭ উইকেট। অবিশ্বাস্যভাবে শামির এই ২৩ উইকেট হয়ে গেল ¯্রফে ৬ ম্যাচ খেলেই!
এদিন ষষ্ঠ ওভারে বল হাতে পেয়েই ডেভন কনওয়েকে ফিরিয়ে ৩০ রানের শুরুর জুটি ভাঙেন শামি। নিজের পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও। কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের তৃতীয় উইকেট জুটি ভারতের গলার কাঁটা হয়ে যায় একটা সময়। এর মধ্যে আবার উইলিয়ামসনের ক্যাচও ফেলেন শামি। পরে অবশ্য বল হাতে তিনিই ১৮১ রানের বিস্ফোরক জুটি ভেঙে ভারত শিবিরে ফেরান স্বস্তি। ওই ওভারে তিন বলের মধ্যে উইলিয়ামসন ও টম ল্যাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে জোড়া ধাক্কা দেন শামি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা।
নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানই শামির শিকার। সেঞ্চুরিয়ান মিচেলকে ফিরিয়ে তিনি পূর্ণ করেন পাঁচ উইকেট। আর ৪৯তম ওভারে টিম সাউদি ও লকি ফার্গুসনের উইকেট নিয়ে ম্যাচের ইতি টেনে দেওয়ার পাশাপাশি উঠে যান নতুন উচ্চতায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ