ভারতীয়দের ঘৃণ্যতার শিকার হেডের শিশুকন্যাও!
২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

উৎসবের সব প্রস্তুতিই ছিল ভারতের। অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতবে ভারত, পুরো দেশ বাঁধভাঙ্গা আনন্দে মেতে উঠবে- এমনই সব প্রস্তুতি। গ্রুপ পর্বে অসাধারণ পারফরম্যান্স শিরোপার ব্যাপারে আশাবাদী করে তুলেছিল ভারতকে। কিন্তু ফাইনালে স্বাগতিক দেশের সব স্বপ্ন গুড়িয়ে দিয়ে লক্ষাধিক দর্শকের সামনে ভারতের নাকের ডগা দিয়ে শিরোপা ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টজুড়ে এমন দুর্দান্ত ক্রিকেট খেলার পর ফাইনালে এমন হার সহ্য করতে পারেননি ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। হারের পর রাগে-ক্ষোভে পাগল হয়ে সাইবার বুলিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয়রা।
অজিদের ফাইনাল জেতানোর নায়ক ট্রাভিস হেড। ফাইনাল ম্যাচে ভারতের দর্শকদের স্তব্ধ করে দিয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হেড। তার এমন ম্যাচজেতানো সেঞ্চুরি দেখে কষ্টে যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন ভারতীয়রা। ইন্টারনেটে ট্রাভিস হেড এবং তার স্ত্রীকে আক্রমণ করে নানা ধরনের বাজে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছেন ভারতীয়রা। যেসব কথা প্রকাশ্যে আনারও অযোগ্য। হেডের ছোট্ট ১ বছরের কন্যা শিশুকেও ছাড়েনি ভারতীয়রা। নানা ধরনের বাজে ইঙ্গিত এবং কুরুচিপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ছোট সেই বাচ্চাটিকেও। হেডের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তার স্ত্রী-সন্তানকে ধর্ষণের হুমকি দিচ্ছেন উগ্র ভারতীয় সমর্থকরা! যা নিঃসন্দেহে খুবই লজ্জাজনক কান্ড।
অবশ্য এমন কদর্য আক্রমণ ও হীন মানসিকতার নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমী। এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হেডের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রামান। ভারতীয় বংশোদ্ভূত ভিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে লিখেছেন, ‘যত ঘৃণার বার্তা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমি নিজের অবস্থানে থাকার চেষ্টা করছি। আমি বিশ্বাস করতে পারছি যে এটি আমাকে বলতে হচ্ছে যে ভারতীয় হওয়া সত্ত্বেও যে কেউ তার জন্মভূমিকে সমর্থন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দলে আমার স্বামী এবং আমার সন্তানের বাবা খেলে। শান্ত হন এবং এমন আগ্রাসী মানসিকতা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ করুন।’
ভারতীয়দের রাগের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে তারা নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকেও আক্রমণ করে বসেছে। কিন্তু নিশামের দল নিউজিল্যান্ড আবার বিদায় নিয়েছে ফাইনালের আগেই। অর্থাৎ ফাইনালে না খেলা একটি দলের ক্রিকেটারকে আক্রমণ করে বসেছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। কেন করেছেন? কে জানে? নিশাম অবশ্য চুপ থাকেননি। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে সেই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। কিছু মেসেজের স্ক্রিনশটও স্টোরিতে দিয়েছেন নিশাম। বেশিরভাগ মেসেজের ভাষা ছিল খুবই বাজে যা প্রকাশের অযোগ্য। একজন লিখেছেন, ‘আরে তোমরা তো ফাইনালেই খেলতে পারো না, আগে ফাইনালে খেলতে আসো তারপর আমাদের দল নিয়ে কথা বলো।’ নিশাম অবশ্য হাসিতে ফেটে পড়েছেন এমন মেসেজ দেখে। স্টোরিতে নিশাম লিখেছেন, ‘গত রাতে তো আমি খেলা দেখিনি। আমার মনে হয় অস্ট্রেলিয়া জিতেছে নাকি?’ শেষে একটি স্টোরিতে ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে নিজের দুই হাতের মধ্যাঙ্গুলি দেখানো একটি ছবি পোস্ট করেছেন নিশাম। সাথে লিখেছেন, ‘এটা সেসব মানুষের জন্য যারা জানে না অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভিন্ন দুইটি দেশ।’
ঘরের মাঠের বিশ্বকাপে বেশ ভালোই খেলছিল ভারত। তবে তাদের ছন্দপতন হয়েছে ফাইনালে গিয়ে। আর এতেই যেন একদম তেলেবেগুনে জ্বলে উঠেছেন ভারতের সমর্থকরা। অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন সাইবার বুলিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানের এক ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের বিয়ারশেবা

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান হোয়াইট হাউসের

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

মেসি ম্যাজিকে মায়ামির জয়

মুক্তির আগেই দাপুটে অবস্থানে ‘এমথ্রিগান ২.০’

ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

টেকসই সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা