নিভৃতেই দেশে ফিরলেন বিশ্বজয়ী কামিন্সরা!
২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পুরো আসরে দাপটের সঙ্গে খেলেছে স্বাগতিক ভারত। লিগ পর্ব থেকে সেমিফাইনাল টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর ফাইনালে থামলো উড়ন্ত ভারত। গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি বিশ্বকাপের জমজমাট ফাইনালে ভারতকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। অথচ দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয়দের হারিয়ে যারা শিরোপা জিতল, তারা অনেকটা নীরবেই দেশে ফিরলেন। দেশে তাদের বরণ করে নিতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃপক্ষ। ভারত থেকে গতকাল সকালে সিডনি বিমানবন্দরে পৌঁছায় অধিনায়ক প্যাট কামিন্সসহ অজি ক্রিকেট দলের একাংশ। বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই নিজেদের মালামাল বহন করে নিয়ে যাচ্ছিলেন প্যাট কামিন্স। এ সময় অস্ট্রেলিয়ান সরকার কিংবা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বজয়ীদের বরণ করে নেওয়ার মতো কোনো আয়োজন করা হয়নি। এমনকি ফুলেল শুভেচ্ছাও জানাতে দেখা যায়নি কাউকে। ছিল না কোনো অভ্যর্থনা কিংবা ভক্তদের ঢল। বিশ্বজয় করে আসার পরও অজি ক্রিকেট দল কোনো ধরনের অভ্যর্থনা না পাওয়ায় বিস্মিত ক্রিকেটভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরণের প্রতিবাদও জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিলি পয়েন্ট নামের একাউন্টে প্যাট কামিন্সদের বিমানবন্দরের একটি ভিডিও পোস্ট করে এক ভক্ত লেখেন,‘এয়ারপোর্টে প্যাট কামিন্সদের স্বাগতম। দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপের খেলা সম্প্রচার করা হয়নি।’ একই ভিডিও অন্য আরেকজন পোস্ট করে লিখেছেন, ‘প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার একটি বিমানবন্দরে পৌঁছেছেন। শুধু কয়েকজন ক্রীড়া সাংবাদিক ছবি তুলছেন। পাশাপাশি সাধারণ যাত্রীরা তাদের নিজস্ব কাজকর্ম করছেন।’ আরেকজন লেখেন, ‘কোনো উত্তেজনা নেই! প্যাট কামিন্স বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রহণ করার জন্য লোক নেই।’ তবে সিডনি বিমানবন্দরে পৌঁছে অভ্যর্থনা না পেলেও উপস্থিত সংবাদিকদের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘প্রতি আধা ঘণ্টা পরপরই মনে পড়ছে, আমরা মাত্রই বিশ্বকাপ জিতেছি এবং আবার রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও বিশ্বকাপ জয়ের নেশায় বুদ হয়ে আছি। বিশ্বকাপ জয়ের মোহ এখনও কাটেনি।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ ট্রফি ধরে রাখা ও সর্বশেষ বিশ্বকাপ জয়ের কারণে চলতি বছরকে অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত হিসেবে অভিহিত করেন কামিন্স। সব মিলিয়ে অজিরা এ বছর বিশ্বক্রিকেটে সেরা দল। এ প্রসঙ্গে কামিন্স বলেন,‘দারুণ একটি বছর। এমন অর্জন দিয়ে শেষ করা, অসাধারণ। আমার মতে, খেলোয়াড়রা তাদের লিগ্যাসি তৈরি করেছে। প্রতি চার বছরে বিশ্বকাপে একবার খেলার সুযোগ পান তারা। বিশেষ করে ভারতের মতো জায়গায় খেলাটা, যথেষ্ট কঠিন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে দেশের বাইরে অ্যাশেজ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় ছিল। আমরা এর চেয়ে ভালো কিছু পরিকল্পনা করতে পারতাম না। আমরা সত্যিই তৃপ্ত।’
বিশ্বকাপ ট্রফি নিয়ে কামিন্সের সঙ্গে দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজলউডরা। আজ থেকে ভারতে স্বাগতিকদের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরবেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলসহ বাকি সদস্যরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভেজাল টমেটো বীজে সিলেটে সর্বনাশ কৃষকদের
উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -ড.এম আসাদুজ্জামান
রাগে র্যাকেট-ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়