আফ্রিকা সফরের ভারতীয় দলে অনেক চমক
০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা খেলবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এজন্য বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তবে দুজনেই আছেন টেস্ট দলে।
রোহিতের জায়গায় ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল। আর টি–টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ভারতের নেতৃত্বে তিনি।
তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ওয়ানডে থেকে বাদ পড়েছেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। সামনেই টি২০ ওয়ার্ল্ড কাপ। সেই জন্যই পূর্ণশক্তির স্কোয়াড গড়া হয়েছে টি-২০’তে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা খেয়াল করেই হেভিওয়েট দল ঘোষণা করা হয়েছে দীর্ঘতম ফরম্যাটে। প্রোটিয়াজ সফরে ভারত তিনটে করে টি২০ এবং ওয়ানডে খেলবে। টেস্ট খেলবে দুই ম্যাচের সিরিজের।
হার্দিক পান্ডিয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। সামনেই টি-২০ বিশ্বকাপ। সেই জন্যই পূর্ণশক্তির স্কোয়াড গড়া হয়েছে টি-২০’তে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা খেয়াল করেই হেভিওয়েট দল ঘোষণা করা হয়েছে দীর্ঘতম ফরম্যাটে।
ওয়ানডে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। কিছুদিন আগেই চোট সারিয়ে ফিট হয়েছেন রজত পতিদার। তাঁকেও ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে। টানা ওয়ানডে ক্রিকেট খেলার পর সূর্যকুমার যাদবকে এই ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার।
অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে আর ভাবা হয়নি টেস্ট স্কোয়াডে। রাহানের জায়গায় শ্রেয়াস আইয়ারকে কেন ভাবা হয়েছে, তাঁর যুক্তিও মিলেছে। এর আগে রাহানেকে যখন টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল, তাঁকে চোট পাওয়া শ্রেয়াসের বিকল্প হিসেবে স্বল্পমেয়াদি ভিত্তিতে ভাবা হয়েছিল। আর শ্রেয়াস এখন পুরোপুরি চোটমুক্ত হওয়ায় আর ফিরে তাকানো হয়নি অজিঙ্কা রাহানের দিকে।
প্রোটিয়াজ সফরে ভারত তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে। টেস্ট খেলবে দুটি। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
ভারতের টি–টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ভারতের ওয়ানডে দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া