নাঈমের চোট ‘গুরুতর নয়’
০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
দলে তার মূল দায়িত্ব বোলিং। কিন্তু প্রয়োজনে যেন ব্যাট হাতেও অবদান রাখতে পারেন নেটে চলছিল তারই অনুশীলন। এসময় ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন নাঈম হাসান। তবে বোর্ড সংশ্লিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এই অফ স্পিনারের চোট গুরুতর নয়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিকরা।
ম্যাচের আগের দিন সকালে ইনডোরের বাইরের নেটে ব্যাটিং অনুশীলনের সময় নেট বোলার মুকিদুল ইসলামের একটি ডেলিভারি খেলতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঘাত পান নাঈম। এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি ২৩ বছর বয়সী এই অফ স্পিনারকে।
নেটের পাশেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেন নাঈম। এসময় আঘাত পাওয়া স্থান থেকে রক্ত ঝরতে দেখা যায়। আঙুল ফুলে যাওয়াও ছিল স্পষ্ট।
নাঈমের চোটের ব্যাপারে দেশের শীর্ষ একটি অনলাইন পোর্টালকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানান, চিন্তার কিছু হয়নি।
“দল থেকে নাঈম হাসানের চোটের ব্যাপারে আমাদের (চিকিৎসা বিভাগ) কাছে কিছু জানানো হয়নি। সেলাই লাগলে বা অন্য কোনো কিছুর প্রয়োজন হলে তো জানানো হতো। যেহেতু কিছু বলা হয়নি, আশা করছি সব কিছু ঠিক আছে।”
দেড় বছর পর টেস্ট খেলতে নেমে সিলেটে দারুণ বোলিং করেন নাঈম। দুই ইনিংস মিলিয়ে উইকেট যদিও নিতে পেরেছিলেন কেবল ৩টি, তবে তার বোলিং ছিল বেশ ক্ষুরধার। কিউই ব্যাটসম্যানদের বেশ বিপাকে ফেলেন তিনি। বিশেষ করে, কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানও অস্বস্তিতে পড়েছেন তাকে সামলাতে। সবকিছু ঠিক থাকলে মিরপুর টেস্টেও তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
নাঈমের চোট নিয়ে সংবাদ সম্মেলনে তার সিলেটের পারফরম্যান্সের প্রশংসা করেন কোচ চান্দিকা হাথুরুসিংহে।
“সে জাতীয় লিগের সর্বোচ্চ উইকেটশিকারি। আত্মবিশ্বাস ও ভালো ছন্দ নিয়ে এসেছে। ম্যাচেও সেটি দেখা গেছে। নিজের ভূমিকা সে নিখুঁতভাবে পালন করেছে। সময় বুঝে সে আক্রমণ করেছে, কখনও আবার রক্ষণাত্মক বোলিং করেছে। ব্যাটসম্যানদের মনে অনেক সংশয়ের জন্ম দিয়েছে। এমনকি কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানকেও সে অস্বস্তিতে ফেলেছে। তার বোলিংয়ে আমি মুগ্ধ।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত