তাইজুলে হেরাথের ‘ছায়া’
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সিলেট টেস্ট দিয়ে শেষ হয়েছে বিসিবির সঙ্গে রাঙ্গনা হেরাথের প্রায় আড়াই বছরের সম্পর্ক। আপাতত বাংলাদেশ দলের সঙ্গে দেখা যাবে না তাকে। তবে তিনি না থাকলেও আছে তার ছায়া। সেটিও বাংলাদেশ ক্রিকেটের সময়ের সেরা লেগ স্পিনার তাইজুল ইসলামের মাঝেই। এটুকু দেখে চমকে উঠতে পারেন অনেকে। ৪৩৩ টেস্ট উইকেট শিকারি স্পিন বোলিং গ্রেটের সঙ্গে তাইজুলের তুলনায় ভ্রু কুঁচকে ওঠাও অস্বাভাবিক নয়। তবে এই ছায়া যিনি দেখতে পাচ্ছেন, তার কথাকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। চান্ডিকা হাথুরুসিংহে তো দুইজনকেই দেখেছেন খুব কাছ থেকে। বোলিংয়ের একটি জায়গায় হেরাথের সঙ্গে তাইজুলের মিল দেখতে পান বাংলাদেশ কোচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয়বারে ৬ উইকেট নিয়েছেন তিনি। বার্তা দিয়েছেন আড়াল থেকে আলোর পথে যাত্রার। বোলিং আক্রমণের নেতা হিসেবে ম্যাচে পূর্ণ কর্তৃত্ব দেখিয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার। টেস্ট ক্রিকেটে তাইজুলের এমন পারফরম্যান্স নতুন নয়। অভিষেকের পর থেকেই সাদা পোশাকের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন তিনি। কিন্তু সেভাবে তার ওপর পড়েনি মনোযোগের আলো। কখনও সাকিব আল হাসান, আবার কখনও মেহেদী হাসান মিরাজের আড়ালে পড়েছেন বাঁহাতি এই স্পিনার।
সিলেট টেস্ট ছিল উজ্জ্বল ব্যতিক্রম। সাকিবের অনুপস্থিতিতে যে দায়িত্ব পড়েছে কাঁধে, তা পুরোটাই দারুণভাবে পালন করেছেন তাইজুল। দুই ইনিংসেই তিনি ফিরিয়েছেন প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে। ম্যাচের যে কোনো পর্যায়ে তার হাতে বল দিয়ে নির্ভার থাকতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওই ম্যাচে তাইজুলের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচও। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে তাইজুলের বোলিংয়ে হেরাথের প্রভাবের কথা বললেন হাথুরুসিংহে, ‘সে (তাইজুল) খুবই ধারাবাহিক। এই ম্যাচে (সিলেটে) আমি তার পরিপক্বতা দেখেছি। তার সঙ্গে রাঙ্গনা হেরাথ অনেক ট্যাকটিক্যাল কাজ করেছে। সে যেভাবে ব্যাটসম্যানদের সেট-আপ করে, হেরাথের সঙ্গে অনেকটা মিল আছে। আমার মনে হয়, সে লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলবে।’
ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাইজুল যে দেশের ক্রিকেটে আগ্রহ বা মনোযোগের কেন্দ্রে থাকেন না, তা জানেন হাথুরুসিংহেও। কারণটাও তিনি বোঝেন। তবে দলের কাছ থেকে তাইজুল পূর্ণ মনোযোগই পান বলে জানালেন বাংলাদেশের প্রধান কোচ, ‘যখন সে ভালো করে, তাকে নিয়ে আপনাদের (সংবাদমাধ্যম) কথা বলতেই হবে। তাকে নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি। নিজের অনুশীলনের ব্যাপারে সে খুবই স্বচ্ছ ধারণা রাখে এবং যা করতে চায় সুনির্দিষ্টভাবে করে। মানসিকভাবে খুবই শক্ত সে। তার ওপর সাধারণত সেভাবে আলো পড়ে না, কারণ আমাদের আরেকজন বিশ্ব মানের ক্রিকেটার আছে, সাকিব (আল হাসান)। বেশিরভাগ ম্যাচে তাকে পার্শ্ব চরিত্র হিসেবে খেলতে হয়েছে। তবে তার রেকর্ড অসাধারণ। প্রায় দুইশ উইকেট তার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত