ভবিষ্যতের অধিনায়ক পেয়ে গেছেন হাথুরু
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের পরীক্ষা চলছে। মিরপুর টেস্টেও তা পরখ করা যাবে। এরপর নিউজিল্যান্ড সফর তো আছেই। তবে চান্ডিকা হাথুরুসিংহের কাছে এখনই বিপুল পরিমাণে নম্বর পেয়ে পাস করে গেছেন শান্ত। অধিনায়ক ও নেতা হিসেবে এর মধ্যেই কোচের মনে দাগ কাটতে পেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সামনে তাকিয়ে নিয়মিত অধিনায়কের দায়িত্বে শান্ত জোর দাবিদার হবে বলেও বিশ্বাস কোচের।
শান্তর নেতৃত্বের পথচলা শুরু বিশ্বকাপের ঠিক আগে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচ দিয়ে। পরে বিশ্বকাপেও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুটি ম্যাচে তিনি নেতৃত্ব দেন। ওই তিন ম্যাচের কোনোটিতে বাংলাদেশ জিততে পারেনি। শান্তর নেতৃত্বের ছাপও তখন খুব বেশি চোখে পড়েনি আলাদা করে। তবে ভারপ্রাপ্ত দায়িত্বে সিলেট টেস্টে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেটির প্রশংসা হচ্ছে চারপাশে। বাংলাদেশ ম্যাচটি বড় ব্যবধানে জিতেছে বলেই শুধু নয়, টেস্ট চলার সময় তার ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন থেকে শুরু করে নানা সিদ্ধান্ত গ্রহণ ও সর্বোপরি কতৃত্ব, সব কিছু দিয়েই তিনি নজর কাড়েন।
দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে বুঝিয়ে দিয়েছেন, অধিনায়কত্বের চাপ তাকে কাবু করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ জয়টা তো তার অধিনায়কত্বের বিজ্ঞাপন হয়েই গেছে। গতকাল দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে আলাদা করে তুলে ধরলেন শান্তর অধিনায়কত্ব ও নেতৃত্বের দুটি দিকই, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দুটি ব্যাপার। তার অধিনায়কত্ব ছিল অসাধারণ। ট্যাকটিক্যালি সে ছিল দারুণ। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছিল সে। ফিল্ডিং সাজানোও ছিল খুব ভালো। কখনও কখনও অপ্রথাগত ছিল, তবে খুবই কার্যকর। তার নেতৃত্বও ছিল দুর্দান্ত। পারফরম্যান্স দিয়ে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শ্রদ্ধা আদায় করে নিতে পেরেছে সে এবং সেই মানও দাবি করতে পেরেছে। আমার মনে হয়, তার অপেক্ষায় লম্বা ভবিষ্যৎ।’
দেশের ক্রিকেটের এখন যে বাস্তবতা, তাতে নিয়মিত অধিনায়কের দায়িত্বে পরিবর্তন আসাটা অবশ্যম্ভাবী। এখনও আনুষ্ঠানিকভাবে তিন সংস্করণেই অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিশ্বকাপে যাওয়ার আগেই টি স্পোর্টসে সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপের পর আর ওয়ানডের নেতৃত্বে তিনি থাকবেন না। তার ক্যারিয়ার ও জীবন এখন যে অবস্থায় আছে, সঙ্গে রাজনৈতিক ব্যস্ততাও বাড়ছে, তাতে হয়তো টেস্ট ক্রিকেটেও তাকে আর দেখা যাবে না। কিংবা অবসর না নিলেও খেলবেন বেছে বেছে। টেস্ট ও ওয়ানডেতে তাই নতুন কোনো নিয়মিত অধিনায়ক ঘোষণা হওয়াটা এখন ¯্রফে সময়ের ব্যাপার। হাথুরুসিংহেও বললেন আপাতত সেই সময়ের জন্য অপেক্ষা করতে, ‘তাকে (শান্তকে) অধিনায়ক করা বা না করার সিদ্ধান্ত তো বোর্ডের। উপযুক্ত সময় এলে নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নেবে।’ সেই সময়টা যখন আসবে, শান্ত কি জোরাল দাবিদার থাকবেন? এই প্রশ্নে কোচের ছোট্ট উত্তর, ‘অবশ্যই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত