বাংলাদেশের বিপক্ষে ‘তরুণ’ নিউজিল্যান্ড দল
০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। ১৩ সদস্যের এই দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ব্যস্ত সূচির বিষয়টি মাথায় রেখে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সুযোগে দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ তিন ক্রিকেটার।
সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বুধবার ঘোষিত এই সিরিজের দলে আছেন কেবল সাত জন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
বিশ্রামের কারণে নেই কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। চোটের কারণে নেই মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলিকে। নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী লেগ স্পিনার আদি অশোক। তাঁদের মধ্যে অশোকের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। বাকিরা এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তিনজনই নিউজিল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন।
তিন ম্যাচের সিরিজে শেষ দুটি ওয়ানডের জন্য দলে থাকবেন অশোক। শুধু প্রথম ম্যাচের জন্য রাখা হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধিকে।
প্রথমবার দলে আসা তিন জনেরই অভিষেকের ভালো সম্ভাবনা আছে। ২১ বছর বয়সী অশোক এখন পর্যন্ত ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৪টি। এই সংস্করণে ১৭ ম্যাচে ২৭ উইকেট উইল ও’রোকের। তার জন্ম অবশ্য ইংল্যান্ডে।
ক্লার্কসনের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ৬৮ লিস্ট ‘এ’ ম্যাচে তিনটি শতকে তার রান ১ হাজার ৭৪৮। পেস বোলিংয়ে উইকেট ২৭টি।
বিশ্রাম শেষে এই সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। হাই-পারফরম্যান্স কোচ ডিন ব্রাউনলি ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন। বোলিং কোচ হিসেবে থাকবেন গ্রায়েম অ্যালড্রিজ।
১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ নেলসন ও নেপিয়ারে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), উইল ইয়াং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত