স্কোরবোর্ডে বৈষম্য! পাকিস্তানের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
এশিয়ার দল অস্ট্রেলিয়া সফরে গেলেই চোখে পড়বে একাধিক বিতর্কিত ঘটনা। শ্রীলঙ্কার পর এবার বৈষম্যের শিকার হল পাকিস্তান। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে শান মাসুদের দল। সেই ম্যাচ চলার সময় বৈষম্যের শিকার হলেন বাবর আজমরা। টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠা স্কোরকার্ডে দেশের নামই বদলে গেল! সেইজন্য ক্রিকেট অস্ট্রেলিয়া সমালোচনার মুখে পড়লে, পাকিস্তান দলের কাছে চাইতে বাধ্য হয়েছে।
৬ ডিসেম্বর থেকে মানুকা ওভালে শুরু হয়েছে এই প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান ব্যাট করার সময় দেখা যায় দলের নাম ‘পাক’ -এর বদলে লেখা রয়েছে ‘পাকি’। সোশাল মিডিয়ার যুগে সেই ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এমনকি গোটা দুনিয়াতে ছড়িয়ে থাকা পাকিস্তানের মানুষরাও প্রতিবাদে মুখর হয়ে ওঠে। কারণ, ইউরোপের দেশগুলিতে পাকিস্তানের নাগরিকদের হেনস্থা করার জন্য ‘পাকি’ নামে ডাকা হয়। আর তাই ব্যাপারটা মেনে নিতে পারেনি পাকিস্তান দল।
তবে সেই ছবি ভাইরাল হতেই ভুল শুধরে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আবার ‘পাক’ লেখা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ‘তথ্য দেয়ার সময় গ্রাফিকের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল। কেউ ইচ্ছা করে সেটা করেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেয়া হয়েছে। তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়। আমরা ক্ষমাপ্রার্থী।’
অতীতেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছিল ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তিন দেশ। এবার তো স্যর ডন ব্র্যাডম্যানের দেশে পা রেখেই সমস্যার মুখে পড়েছিল পাকিস্তান। নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয়েছিল ক্রিকেটারদের। এবার আরও বড় সমস্যার মুখে পড়ল পাকিস্তান দল।
তবে অক্রিকেটীয় কারণে সমস্যার মুখে পড়লেও, বাইশ গজের লড়াইয়ে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করেছে পাকিস্তান। টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রান তুলেছিল পাক দল। অধিনায়ক শান মাসুদ ২৯৮ বলে ২০১ রান করেন। তার দ্বিশতরানের ইনিংস ১৪টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। সরফরাজ আহমেদ করেন ৪৭ বলে ৪১ রান।
অন্যদিকে সাবেক অধিনায়ক বাবর করেন ৪০ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রধানমন্ত্রী একাদশ ২ উইকেটে ১৪৯ রান তুলেছে। ফলে এখনও ২৪২ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান দল। ১৪ ডিসেম্বর থেকে পারথে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে আয়োজিত হবে চিরাচরিত বক্সিং ডে টেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত