বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলাই হয়নি!
০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ এএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির দাপটে খেলাই হয়নি। ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে আগের রাতে তুমুল বৃষ্টি হয়েছে। আর গতকাল ম্যাচের দ্বিতীয় সকাল থেকেই টানা গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেছে। অবস্থাদৃষ্টে বোঝাই যাচ্ছিলো এমন বৃষ্টি থামার কথা না। আর ঝরতে থাকলে খেলা শুরু হওয়ারও কোনো সম্ভাবনা নেই। খেলা শুরুর পূর্বশর্তই ছিল বৃষ্টি থামতে হবে। যদি বৃষ্টি থেমে যেত তাহলে মাঠ ভেজা থাকলেও খেলা শুরু করার উজ্জ্বল সম্ভাবনা ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা এতটাই উন্নত যে,বৃিিষ্ট থামার এক ঘণ্টার কম সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব। আশা ছিল হয়ত দুপুরের পর আকাশ পরিষ্কার হলে শেষ সেশনে খেলা হতেও পারে। কিন্তু তা আর হয়নি, কাল বৃষ্টিতে ভেসেই গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দীর্ঘ সময় অপেক্ষার পর এদিন দুপুর ১টা ৫৬ মিনিটে বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আজ যথারীতি সকাল ৯টা ১৫ মিনিটে তৃতীয়দিনের খেলা শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য আশা জাগাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস জানায়, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পুরোপুরি মেঘমুক্ত নীল না থাকলেও বৃষ্টি হবেনা বলেই জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির কারণে কাল যে ৯০ ওভারের এক ওভারও খেলা হয়নি, সে ঘাটতি পোষানোর জন্যই খেলার সময় এগিয়ে আনা হয়েছে। আজ ৯০ ওভারের পরিবর্তে ৯৮ওভার খেলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এভাবে বাকিদিনগুলোয় প্রতি সেশনে সময় এদিক ওদিক করে একদিন পুরো খেলা না হওয়ার সময়টা পুষিয়ে দেয়ার চেষ্টা থাকবে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গতপরশু রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। কাল এ প্রতিবেদন লেখার সময় (রাত ৮টা) গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল। যদিও পরশু প্রথম দিনের খেলা নির্বিঘেœ শেষ হয়েছে। এদিন স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬২.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দলের পক্ষে ৮৩ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপিস আর মিচেল স্যান্টনার যথাক্রমে ৩১ ও ৬৫ রানে পান ৩টি করে উইকেট। অ্যাজাজ প্যাটেল ৫৪ রানে নেন ২ উইকেট।
জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৪৬ রান করতেই ৫ সেরা ব্যাটারকে হারায় কিউইরা। শেষ পর্যন্ত ১২.৪ ওভারে ৫ উইকেটে মাত্র ৫৫ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। দিন শেষে ড্যারিল মিচেল ১০ বলে ১২ ও গ্লেন ফিলিপস ৬ বলে ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ১৭ রানে ৩ ও তাইজুল ইসলাম ২৯ রানে ২টি উইকেট পান। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা বাকি থাকতেই প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে আছে।
ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে বৃষ্টি ও ঝড়ের তোড়ে ৫ দিনের ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টিতে ধুয়ে মুছে যাওয়ায় খেলা স্বাভাবিকভাবেই তৃতীয় দিনে গড়ালো। টেস্ট ক্রিকেট তিনদিনে শেষ হওয়ার নজির আছে ভুরি ভুরি। এমনকি দু’দিনে টেস্ট শেষ হওয়ার নজিরও কিন্তু খুব কম নয়। ইতিহাস জানাচ্ছে, মোট ২৫ বার টেস্ট দু’দিনে ইতি ঘটেছে। বাংলাদেশ যখন ২০০৩ সালে প্রথম টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সাবেক অজি ক্রিকেটার ডেভিড হুক্স কটাক্ষ করে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারবে না বাংলাদেশ। টেস্ট দু’দিনেই শেষ হবে।’ কিন্তু তা হয়নি। দুই টেস্ট ম্যাচের কোনোটাই দুই দিনে শেষ হয়নি। পরশু প্রথম দিনে ১৫ উইকেটের পতন ঘটায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচটিও দুই দিনে শেষ হয়ে যেতে পারে, এমন ধারণা জন্মেছিল অনেকের মনে। এখন দ্বিতীয় দিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় টেস্ট দুই দিনে শেষ না হয়ে ঠিকই খেলা তৃতীয় দিনে গেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত