ফিলিপস-স্যান্টনার জুটিতে বাংলাদেশের হতাশাজনক হার
০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অল্প পুঁজি নিয়েও জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে আর চাপ ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ হতে হলো গ্লেন ফিলিপস ও মিচেল স্যন্টনারের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটির কাছে।
আলোচিত মিরপুর টেস্টে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিন শনিবার চা বিরতির পরপরই ১৩৭ রানের লক্ষ্য পূরণ করে নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করল কিউইরা। সিলেটে প্রথম টেস্ট জিতেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
শূন্য রানে বেঁচে যাওয়া ফিলিপস ৪৮ বলে এক ছক্কা ও চারটি চারে করেন ৪০ রান। তার সঙ্গে ৭৭ বলে ৭০ রানের জুটি উপহার দেওয়া স্যান্টনার ৩৯ বলে তিন চার ও এক ছক্কায় করেন ৩৫ রান। মূলত এই জুটির কাছেই হেরে গেছে বাংলাদেশ।
উইকেট নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ফিলিপসের ব্যাটেই ১৮০ রান তুলেছিল কিউইরা। প্রথম ইনিংসে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন এই মিডলঅর্ডার। বল হাতেও প্রথম ইনিংসে ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ফিলিপসই।
২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় প্রথম সেশনেই। এদিন স্বাগতিকরা ব্যাট করতে পেরেছে কেবল ১১৫ মিনিট। ২৭ ওভার খেলে ১০৬ রান যোগ করতে হারিয়েছে শেষ ৮ উইকেট। শেষ ৭ জুটির কোনোটিই যেতে পারেনি ২০ পর্যন্ত। জাকির হাসান (৫৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ছাড়াতে পারেনিন ১৫।
৫৭ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার এজাজ প্যাটেল। আরেক বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৩ উইকেট নেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৮০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৮/২) ৩৫ ওভারে ১৪৪ (জাকির ৫৯, মুমিনুল ১০, মুশফিক ৯, শাহাদাত ৪, মিরাজ ৩, সোহান ০, নাঈম ৯, তাইজুল ১৪*, শরিফুল ৮; প্যাটেল ১৮-১-৫৭-৬, স্যান্টনার ১১-০-৫১-৩, সাউদি ৬-১-২৫-১)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৭) ৩৯.৪ ওভারে ১৩৯/৬ (ল্যাথাম ২৬, কনওয়ে ২, উইলিয়ামসন ১১, নিকোলস ৩, মিচেল ১৯, ব্লান্ডেল ২, ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*; শরিফুল ৫-২-৯-১, মিরাজ ১৬.২-২-৪৭-৩, তাইজুল ১৪-২-৫৮-২, নাঈম ৩-০-১৫-০, মুমিনুল ১-০-৪-০)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজ শেষ ১-১ সমতায়
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস (৩/৩১, ৮৭ ও ৪০*)
ম্যান অব দা সিরিজ: তাইজুল ইসলাম (২৮ রান ও ১৫ উইকেট)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত