ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
ঢাকা টেস্ট

আশা জাগিয়েও হার বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আশা জাগিয়েও হার মেনে নিলো স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে নিউজিল্যান্ড। অথচ এ ম্যাচে জয়ের সম্ভাবনা ছিল স্বাগতিকদেরই। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত জাতিকে হারই উপহার দিলেন নাজমুল হোসেন শান্তরা। ফলে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথবার সিরিজ জেতা আর হলো না টাইগারদের। নিউজিল্যান্ডের সঙ্গে দশ দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় ড্র। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ঘরের মাঠে দুই টেস্টের দু’ম্যাচই ড্র করে সিরিজ অমিমাংসিতভাবে শেষ করেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে প্রথম ম্যাচে হেরে, মাউন্ট মঙ্গানুইয়েতে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ ড্র করেছিল দু’দল। টেস্টে এটাই ছিল কিউইদের মাঠে তাদের বিপক্ষে প্রথম ড্র টাইগারদের।

এবার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ১৫০ রানে হারিয়েছিল বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় ম্যাচেও জয়ের পথেই ছিল স্বাগতিকরা। তবে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো পুঁজি এনে দিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। যার খেসারত দিতে হলো ম্যাচ হেরে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসানের হাফসেঞ্চুরিতে ৩৫ ওভারে মাত্র ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের ৭০ রানের জুটিতে ৩৯.৪ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলে ৪ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড ৩৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে করেছিল ১৮০ রান।

কিউইদের সামনে মাত্র ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিল বাংলাদেশ। বোলাররা চেষ্টা করেছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলাররা মাত্র ৬৯ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিলিপস ও স্যান্টনারের ওয়ানডে স্টাইলে ব্যাটিংয়ের সামনেই মুখ থুবরে পড়তে হয় বাংলাদেশকে।

মূলত ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়েই দ্বিতীয় টেস্টটি জিততে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারেন স্বাগতিক ব্যাটাররা। দ্রুত রান তুলতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দেন তারা। পিচে বল প্রচুর টার্ন করলেও সেভাবে সর্তক হয়ে খেলেননি মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। এক ওপেনার জাকির হাসান ছাড়া বাকিরা যাচ্ছে-তাই ব্যাট করেন। ফলে অল্প পুঁজিতেই থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অ্যাজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় স্বাগতিক দল। কিন্তু অপর প্রান্ত ধরে রেখে খেলছিলেন জাকির হাসান। চাপের মুখে থেকেও নিজ টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। নাজমুল হোসেন শান্ত মুুুুুমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির। দ্বিতীয় ইনিংসে কাল দিনের শুরুটা ভালো করলেও অল্প কিছুক্ষণের মধ্যেই হোঁচট খায় বাংলাদেশ। এরপর তো খেই হারিয়ে বসেন ব্যাটাররা। অ্যাজাজের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে মুমিনুল (১৯ বলে ১০) ফেরার পর একে একে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শরিফুল ইসলাম। ব্যাট করতে নেমে পিচে সেটই হতে পারেননি মুশফিকুর রহিম। খেলেন মাত্র ১২ বল। ৯ রান তুলে স্যান্টনারের ঘূর্ণিতে স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে ধরা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর স্যান্টনারের দ্বিতীয় শিকার হন শাহাদাত। ১১ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন এই ডানহাতি। ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ মিরাজও। মাত্র ৩ রান করে অ্যাজাজের বলে ক্যাচ তুলে দেন তিনি। নুরুল হাসান সোহান বরাবরের মতোই ব্যর্থ। এদিন তো রানের খাতাই খুলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ডাক মেরে অ্যাজাজের বলে এলবিডব্লিউ হন তিনি। ফলে দেড়শ’র আগেই গুটিয়ে বাংলাদেশের সম্ভাবনাময়ী ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৫৭ রানে ৬ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল। মিচেল স্যান্টনার ৫১ রানে পান ৩টি উইকেট।

অল্প পুঁজি নিয়ে লড়াইয়ে ছিল বাংলাদেশ। ৩৩ রানেই নিউজিল্যান্ডের ৩ গুরুত্বপূর্ণ ব্যাটার ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসকে ফিরিয়েছিল তারা। এরপর দলীয় সংগ্রহ ৫১ রানে নিতে আরও দুই উইকেট হারায় কিউইরা। বোলিং সহায়ক পিচ হওয়ার কারণে দ্রুতই নিজেদের দায়িত্ব পালনে উঠেপড়ে লাগেন টাইগার বোলাররা। শুরুটা করেছিলেন পেসার শরিফুল ইসলাম। লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই কিউই ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করেন শরিফুল। ১৫ বলে ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন কনওয়ে। কেন উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতে ছিল টাইগাররা। তবে তাইজুলের ঘূর্ণি স্বস্তি এনে দেয় টিম বাংলাদেশকে। বাঁহাতি এই স্পিনারকে সামনে এসে পুল করতে গিয়ে বলটি মিস করেন উইলিয়ামসন। মুহূর্তেই বলটি লুফে নিয়ে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক সোহান। দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে ২৪ বলে ১১ রান করে ফেরত যান উইলিয়ামসন। এরপর ব্যাট করতে আসা নিকোলসকেও পিচে থাকতে দেননি মিরাজ। এলবিডব্লিউ করে ৩ রান করা এই কিউই ব্যাটারকে ফেরান ডানহাতি স্পিনার। ল্যাথামকে (৬০ বলে ২৬) শান্তর ক্যাচ বানান মিরাজ। তাইজুলের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ব্লাান্ডেল। কিউইদের জয়ে অবদান রাখা ব্যাটার ড্যারিল মিচেলও মিরাজের শিকার হন। এই ইনিংসে ৩৬ বলে ১৯ রান করে শান্তর হাতে ধরা পড়েন মিচেল। শেষ পর্যন্ত ফিলিপস ৪৮ বলে ৪০ ও স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ৫২ রানে ৩ ও তাইজুল ইসলাম ৫৮ রানে ২টি উইকেট পান। ম্যাচসেরা হন গ্লেন ফিলিপস আর সিরিজ সেরার পুরস্কার পান তাইজুল ইসলাম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার