বিপিএল দিয়ে ফেরার আশা সাকিবের
১২ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম
একে তো চোট, তার সাথে যোগ হয়েছে নির্বাচনকালীন ব্যস্ততা। মাঠে ফিরতে তাই ধারণার চেয়ে বেশিই সময় লাগছে সাকিব আল হাসানের। মাসখানেক পেরিয়ে গেলেও চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি বলে জানালেন বাংলাদেশের এই ক্রিকেটার। তবে বিপিএল দিয়ে ফেরার আশার কথা শোনালেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গত মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান সাকিব। সেরে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগবে বলে দলের পক্ষ থেকে তখন জানানো হয়। তাই সম্ভাবনা ছিল নিউজিল্যান্ড সফরে তাকে পাওয়ার।
তবে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও নেই সাকিব। এর মাঝে আবার নাম লিখিয়েছেন রাজনীতিতে। ক্ষমতাসীন দল আওয়ামী লিগের হয়ে মাগুরা–১ আসন থেকে তিনি অংশ নিচ্ছেন ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে। সব মিলিয়ে বিপিএলের আগে মাঠে ফেরার সম্ভাবনা কমই দেখছেন সাকিব।
যুক্তরাষ্ট্রে সোমবার একটি মত বিনিময় সভায় এমনটিই জানিয়েছেন সাকিব,“আশা ছিল, নিউ জিল্যান্ডে যাব। দল এখন মাত্র যাচ্ছে। আমার ধারণা ছিল, ৪ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাব। দুই দিন আগেও এখানে চিকিৎসক দেখিয়েছি, তিনি বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করে তারপর পুনর্বাসন শুরু করতে। যতটুকু সময় লাগার কথা, তার চেয়ে বেশি লাগছে। ৬ সপ্তাহের মতো লাগবে (সুস্থ হতে)।”
“তারপরে পুনর্বাসন প্রক্রিয়া করে এরপর ফিটনেস আসতে আসতে বিপিএলের আগে আসলে আমি খুব বেশি উপায় দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে, এদিকটা নিয়ে ব্যস্ত থাকব। স্বাভাবিকভাবে বিপিএল থেকে খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকে খুব ভালোভাবে ফিট হয়ে খেলতে পারব।”
সাকিবের কথায় মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে আসার বার্তাও, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’
এখনই কোনো সংস্করণ থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা নেই বলেও জানালেন সাকিব,“তিন সংস্করণে খেলছি এখনও। আশা করব যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে, কখন কী হতে পারে। এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়ার।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত