প্রোটিয়াদের বিধ্বস্ত করে সমতায় সিরিজ শেষ করল ভারত
১৫ ডিসেম্বর ২০২৩, ০২:২১ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:২২ এএম
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে হার যে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় দলের আত্মবিশ্বাসে কোন চির ধরাতে পারেনি সেটির প্রমাণ পাওয়া গেল পরের ম্যাচেই।ব্যাট বলে একচেটিয়া আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছে সূর্য কুমার যাদবের দল।জোহানেসবার্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত ক্যাপ্টেনের অনবদ্য শতকের উপর ভর করে ৭ উইকেটে ২০১ রান। রান তাড়ায় ১৩.৫ ওভারেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।স্বাগতিকদের অল্পতে গুটিয়ে দেওয়ার মূল কাজটি করেন ভারতীয় লেগ স্পিনার কুলদীপ যাদব।মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই বোলার। ১০৬ রানের জয়টি টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়।এই ম্যাচ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম ব্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডিএল মেথডে পাঁচ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তবে এদিন ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের এমন বিপর্যয় আঁচ করা যায়নি। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন মার্করাম । তবে প্রথম দুই ওভারে ভারত ২৯ রান তুলে ফেললেও তৃতীয় ওভারে দারুণভাবে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে শুবমান গিল (৬ বলে ৮ রান) ও তিলক বার্মাকে (১ বলে ০) ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
তবে দ্রুত দুই উইকেট হারানোর চাপ ভারত সামলে নেয় ক্রিজে আসা ক্যাপ্টেন সূর্য কুমারের ব্যাটে। যশস্বী জয়সোয়ালকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে নেন ভারতীয় ক্যাপ্টেন।প্রোটিয়া বোলারদের সমানে পিটিয়ে দুজনে মিলে মাত্র ৬৯ বলে যোগ করেন ১১১ রান।যাতে বড় অবদান সূর্য কুমারের। জয়সোয়াল ৪১ বলে ৬০ রান করে আউট হলেও থামেনি সূর্য কুমারের ঝড়ো ব্যাটিং।চতুর্থ উইকেটে রিংকু সিংকে নিয়ে ৪৭ রান যোগ করেন সূর্যকুমার,যাতে রিংকুর অবদান ছিল মাত্র ১৪ রান।৩২ বলে ৫০ ছোঁয়া সূর্যকুমার পরের ৫০ রান করেন আর মাত্র ২৩ বলেই।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ শতক। ক্রিকেটের ছোট সংস্করণে এর থেকে বেশি সেঞ্চুরি আর কারও।তবে শতকের পরেই এই সূর্য কুমার আউট হয়ে গেলে শেষ দুই ওভার এর রান পায়নি ভারত।এরপরেও ভারত থামে ২০১ রানে।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় স্বাগতিকেরা। সিরাজের প্রথম ওভার মেডেন দেওয়া আফ্রিকা ম্যাচে আর ফিরতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় প্রোটিয়া ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার।১৪তম ওভারে পাঁচ বলের মধ্যে ৩ উইকেট নেওয়া কুলদীপ যাদব এর আগেও নেন ২ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি