সল্টের শতকের পর ব্রুক তাণ্ডব,শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
২২৩ রান।ওয়েস্ট ইন্ডিজের ছুড়েঁ লক্ষ্যটা ছিল পাহাড়সম।কঠিন সেই লক্ষ্যে তাড়া করেতে নেমে ক্যাপ্টেন জস বাটলার ও ফিলিপ সল্টের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল সিরিজ বাঁচানোর জন্য খেলতে নাম ইংল্যান্ড। আগ্রাসী ব্যাটিংয়ে দুই ওপেনার মিলে ১০ ওভার সম্পন্ন হওয়ার আগেই স্কোরকার্ডে তুলে ফেলেছিলেন একশোর বেশি।তবে লক্ষ্য এতটাই বড় ছিল যে দুর্দান্ত শুরুর পরেও শেষ দশ ওভারে প্রয়োজনীয় রান রেট ছিল এগারোর উপরে।আর ক্রমাগত বাড়তে থাকা সেই রান রেটের চাপে ফিফটি পূর্ণ করেই আউট হলেন বাটলার(৩৪ বলে ৫১ রান)। দ্রুত ফিরে গেলেন উইল জেকসও। তবে সল্ট ও লিভিংস্টোন তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলে দলকে ম্যাচে ঠিকিয়ে রেখেছিলেন।
তবে লড়াই চালিয়ে গেলেও জয়ের সমীকরণ আস্তে আস্তে আরও কঠিন হয়ে উঠছিল ইংল্যান্ডের জন্য।শেষ চার ওভারে জয়ের জন্য অতিথিদের দরকার ছিল ৭১ রান।টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কা যুগেও যে সমীকরণ প্রায় অসম্ভবই বলা চলে। আর এই অসম্ভব সমীকরণই ইংল্যান্ড মিলিয়ে ফেলল এক বল বাকি থাকতেই! যাতে
বড় অবদান ফিলিপ সল্টের। ৫৬ বলে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ওপেনার। তার এই ইনিংসের বিশেষ বৈশিষ্ট্য ছিল চার ও ছক্কার মাঝে ব্যবধান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে সল্ট চার মেরেছেন কেবল চারটি,এর বিপরীতে বিশাল বিশাল ছক্কা হাকিয়েছেন নয়টি! তবে তার অসাধারণ এই ইনিংস ও লিভিংস্টোনের লড়াইয়ের (১৮ বলে ৩০ রান) পরেও ১৯ তম ওভার শেষে ম্যাচ সামান্য হলেও ঝুঁকে ছিল ওয়েস্ট ইন্ডিজের দিকেই।শেষ ৬ বলে জয়ের জন্য ইংলিশদের দরকার ছিল ২১ রান।ক্রিজে সদ্য নামা হ্যারি ব্রুক।
অভিজ্ঞ আন্দ্রে রাসেলের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলে চারবারই সীমানা ছাড়া করে তরুণ ব্রুক দেখালেন কেন তাকে ইংল্যান্ডের 'ভবিষ্যৎ' হিসেবে বিবেচনা করা হয়। তীরে এসে তরী ডুবতে যাওয়া ইংল্যান্ড মূলত জয় পেয়েছে ব্রুকের খেলা ৭ বলে ৩১ রানের ঝড়ে।উইন্ডিজ বোলারদের ওপর তান্ডব চালিয়ে এই সাত বলে ব্রুকস হাঁকান ৪টি ছয় ও একটি চার ।এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকলো জস বাটলারের দল।এই হারের পরেও তিন ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে এগিয়ে।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে পুরোটা ভালো হয়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা।অল্পতেই ফেরেন দুই মারকুটে ওপেনাক কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং। পরে নিকোলাস পুরানের ৪৫ বলে ৮২ রানের বিপদ কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় উইন্ডিজ। পুরানের পাশাপাশি সাই হোপ ২৬, রোভম্যান পাওয়েল ৩৯, রাদার্ফোড ২৯ রান করে বড় স্কোর গড়ে তোলার জন্য ভূমিকা রাখেন। আর শেষদিকে ৫ বলে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ রান করেন হোল্ডার। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৩ রানের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না জনগণ: সারজিস আলম
কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাট
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি