সৌম্যের পর ফিরলেন শান্তও
১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
প্রথমে ফিল্ডিংয়ে ক্যাচ মিস ও খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থতার ধারা বজায় রাখলেন অবিশ্বাস্যভাবে বার বার দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার। ভালো শুরুর পর উইকেট দিয়ে আসলেন নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশও বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই পড়ে গেছে চাপে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৫২ রান। ৩০ ওভারে ২৪৪ রান করতে হবে জিততে হলে।
ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দুই চার মেরে রানের গতি বাড়িয়ে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ইশ সোধির করা পরের ওভারে আবারও দ্রুত রানের খোঁজে তিনি বিলিয়ে দিয়েছেন নিজের উইকেট।
লেগ স্টাম্পের ওপর করা ফুল লেংথ ডেলিভারি রিভার্স সুইপ খেলার চেষ্টা করেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটে লাগেনি বল। সোজা আঘাত করে স্টাম্পে। বিদায়ঘণ্টা বাজে ২ চারে ১৩ বলে ১৫ রান করা শান্তর।
বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন সৌম্য। বিশ্বকাপের পর একই দলের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি ফিরেছেন খালি হাতে।
অ্যাডাম মিল্নের লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে মুভ করা ডেলিভারি খোঁচা মারেন সৌম্য। তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সৌম্য।
ফিল্ডিংয়ে এই ল্যাথামের ক্যাচই ছেড়েছিলেন সৌম্য। যার চরম মূল্য দিতে হয়েছে দলকে।
বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল নিউজিল্যান্ড
তিন দফা বৃষ্টির বাধায় পড়ে ম্যাচের দৈর্ঘ্য কমে আসা ম্যাচে সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি পাননি টম ল্যাথাম। তবে ঝড়ো ব্যাটিংয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন উইল ইয়াং। এই জুদনের ব্যাটে বাংলাদেশের বোলারদের শুরুর ধাক্কা সামলে লড়াইয়ের বড় পুঁজি পেল নিউজিল্যান্ডও।
ডানেডিনের ইউনিভার্সিটি ওপেনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার তিন দফায় হানা দেয় বৃষ্টি। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩০ ওভারে। তাতে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ২৩৯ রান। শেষ ৮ বলেই তারা হারায় ৪ উইকেট। চারজনই হন রান আউটের শিকার। তবু শেষ ১০.৪ ওভারে ১৩১ রান যোগ করে তারা! তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয়েছে ২৪৪ রান।
ঝড়ের সবচেয়ে ঝাপটা গেছে সৌম্য সরকারের উপর দিয়ে। ৬ ওভারে তিনি দিয়েছেন ৬৩ রান। মেহেদী হাসান মিরাজের ৬ ওভার থেকে এসেছে ৫৩ রান। খরুচে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ৬ ওভারে দিয়েছেন ৪৭ রান।
শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ৬ ওভারে দিয়েছেন ২৮ রান করে। শরিফুল নিয়েছেন দুটি উইকেট।
৮৪ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে শেষ ওভারে রান আউট হন ইয়াং। ১৮ রানে সৌম্য সরকারের হাতে জীবন পাওয়া ল্যাথাম ৭৭ বলে ৯টি চার ও ৩ ছক্কায় করেন ৯২ রান।
শরিফুল ইসলামের প্রথম ওভারেই এক বলের ব্যবধানে দুই উইকেট হারায় কিউইরা। রাচিন রবিন্দ্রকে কট বিহাইন্ডের পর দ্বিতীয় স্লিপে হেনরি নিকোলসকে ক্যাচ বানান শরিফুল। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
এরপর ১৪৫ বলে ১৭১ রানের জুটি গড়েন ল্যাথাম ও ইয়াং। এই জুটিই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। যদিও জুটি ভাঙার দারুণ সুযোগ এসেছিল। দশম ওভারে ল্যাথামের ক্যাচ স্লিপে দাঁড়িয়ে দুই হাতে চেষ্টা করেও নিতে পারেননি সৌম্য। সে সময় ১৮ রানে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।
বৃষ্টির বাধায় খেলা শুরু হয় এক ঘণ্টা ১০ মিনিট পর। এরপর ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। পরে ২০তম ওভারে আবার হানা দেয় বৃষ্টি। লম্বা সময় খেলা বন্ধ থাকার পর আবার ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৩০ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩০ ওভারে ২৩৯/৭ (ইয়াং ১০৫, রাচিন ০, নিকোলস ০, ল্যাথাম ৯২, চ্যাপম্যান ২০, ক্লার্কসন ১, ব্লান্ডেল ১, মিল্ন ১*; শরিফুল ৬-১-২৮-২, হাসান ৬-০-২৮-০, মুস্তাফিজ ৬-০-৪৭-০, সৌম্য ৬-০-৬৩-০, মিরাজ ৫-০-৫৩-১, আফিফ ১-০-১৭-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না জনগণ: সারজিস আলম
কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাট
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি