লায়নের থাবায় বিধ্বস্ত পাকিস্তান
১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ন্যাথান লায়ন বল করতে আসার আগেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে পাকিস্তান। তবে দারুণ এক মাইলফলকের হাতছানি থাকায় ঠিকই লাইমলাইটে ছিলেন অজি অফ স্পিনার। নিজের দিকে সব আলো কেড়ে নিতে ভুল করেননি তিনি। পাকিস্তানকে বিধ্বস্ত করার দিনে টেস্টে স্পর্শ করেছেন ৫০০ উইকেট। গতকাল পার্থে ৪৫০ রানের বিশাল লক্ষ্যে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ¯্রফে ৮৯ রানে গুটিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ইনিংসে দারুণ বল করে কাজটা এগিয়ে রেখেছিলেন লায়ন। ৫০০ উইকেটের ঠিকানা স্পর্শ করতে দরকার ছিলো ¯্রফে এক উইকেট। তবে তার বোলিং পাওয়ার আগেই তছনছ হয়ে যাচ্ছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। অবশেষে পাকিস্তানের ৭ম উইকেট হিসেবে ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান লায়ন। খানিক পর আমির জামালকেও বোল্ড করে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে পান ১৮ রানে ২ উইকেট, এর আগে প্রথম ইনিংসে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার নিয়েছিলেন ৬৬ রানে ৩ উইকেট। পার্থের গতিময় বাউন্সি পিচে পেসারদের ঝলকের মাঝে তাই আলোটা ঠিকই নিজের উপর নিতে পেরেছেন ৩৬ পেরুনো বোলার। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট পেলেন লায়ন। তার উপরে আছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ৭০৮ উইকেট ও গ্লেন ম্যাকগ্রা ৫৬৩। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮ম অবস্থানে লায়ন। তার আগে ৫০০ উইকেট নিয়েছেন আরও ৭ জন।
২ উইকেটে ৮৪ রান নিয়ে নেমে চতুর্থ দিনে উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়ার লিড নিয়ে যান পাহাড়ের চূড়ায়। ৫ উইকেটে ২৩৩ রান তুলে ঠিক ৪৫০ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে চেপে ধরে অজিরা। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-প্যাট কামিন্স মিলে ৫৬ রানে ৫ উইকেট ফেলে দেন পাকিস্তানের। লায়ন বল হাতে নেওয়ার আগেই পড়ে যায় ৪ উইকেট। ম্যাচে তখন একটাই দোলাচল লায়নের ৫০০ উইকেট এদিন হবে তো? সমর্থকদের অবশ্য বেশি অপেক্ষায় রাখেননি লায়ন। ক্ল্যাসিকাল অফ স্পিনে গতিময়-বাউন্সি পিচেও দেখান নিজের মুন্সিয়ানা।
বোলারদের কেউ নন, ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার মূল নায়ক মিচেল মার্শ। ঘরের মাঠে দুই ইনিংসেই রান পান তিনি। ৯০ ও ৬৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। দারুণ দাপুটে জয়ে পাকিস্তানিদের হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যাটারদের ছন্দহীনতা, পেসারদের গতির ঘাটতি সিরিজের বাকি দুই টেস্টে চিন্তায় রাখবে শান মাসুদের দলকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন