জামালের স্মরণীয় টেস্টে বিপদে পাকিস্তান
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
আগের দিন শেষ হওয়া কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্য রানে ৬ উইকেট হারিয়ে ইতিহাসের জন্ম দিয়েছিল ভারত। তার রেশ না কাটতেই এবার অস্ট্রেলিয়াকেও অনেকটা তেমন হতাশা উপহার দিল পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট হাতে বিষ্ময় উপহার দেওয়া আমের জামালের বোলিং তা-বে গতকাল তৃতীয় দিনে ১০ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছে অজিরা।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৯ রানে গুটিয়ে ১৪ রানের লিড পায় পাকিস্তান। কিন্তু ভাঙা পিচ, বলের অসম বাউন্স- এমন হয়ে যাওয়া উইকেটে বিপদে পাকিস্তানও। ৬৮ রান তুলতেই তারা হারিয়েছে ৭ উইকেট। দিন শেষে তাদের লিড ৮২ রানের। দিনের শেষ ওভারের আগের ওভারে তিন উইকেট তুলে নেন জস হেইজেলউড। সব মিলিয়ে শেষ সেশনে ৭৮ রানে পড়েছে ১১ উইকেট।
সিডনি টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে অ্যালেক্স কেয়ারি আর মিচেল মার্শের ৮৪ রানের জুটিতে বড় লিডের স্বপ্ন বুনছিল অস্ট্রেলিয়া। কেয়ারিকে বোল্ড করে জুটি বিচ্ছিন্ন করেন স্পিনার সাজিদ খান। এরপর নিজের টানা দুই ওভারে দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে উল্টো লিড এনে দেন জামাল। ৫ উইকেটে ২৮৯ রানে থাকা অস্ট্রেলিয়া ২৯৯ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ৩১৩ রান করা প্রথম ইনিংসে নয়ে নেমে ৮২ রানের ইনিংস উপহার দেওয়া জামাল বল হাতে ৬৯ রানে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ইতোমধ্যে ১৭ উইকেট নেওয়া হয়ে গেছে এই পেস অলরাউন্ডারের।
১১৬ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতির আগে টানা দুই ওভারে স্টিভেন স্মিথ (৮৬ বলে ৩৮) ও মার্নাস লাবুশেনকে (১৪৭ বলে ৬০) তুলে নেন যথাক্রমে মির হামজা ও আগা সালমান। ভাঙে ১৭৯ বলে ৭৯ রানের জুটি। দ্বিতীয় সেশনে ট্রাভিস হেডকে (২৯ বলে ১০) এলবিডব্লিউ করে লিডের আশা জাগান জামাল। এরপরই পাকিস্তানকে হতাশ করে ১৩৮ বলে ৮৪ রানের জুটি গড়েন মার্শ ও কেয়ারি। চা বিরতির পর সাজিদ জুটি ভাঙার পর একে একে মার্শ (১১৩ বলে ৫৪), প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হেইজেলউডকে শিকারে পরিণত করেন জামাল।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করে দেন মিচেল স্টার্ক। পরের ওভারে হেইজেলউডের বলে কট বিহাইন্ড অধিনায়ক শান মাসুদ। কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর ৫৬ রানের জুটি গড়েন অভিষিক্ত সাইম আয়ুব ও বাবর আজম। ৫৩ বলে ৩৩ রান করে নাথান লায়নের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আয়ুব। ৫২ বলে ২৩ রান করে হেডের বলে কট বিহাইন্ড বাবর। হেইজেলউডের এক ওভারে ফেরেন প্রথম সিøপে ক্যাচ দিয়ে ফেরেন সউদ শাকিল ও আগা সালমান। দুজনের মাঝে বোল্ড হন সাজিদ খান। ৯ রানে ৪টি শিকার ধরেন হেইজেলউড। আমের জামালকে (৩ বলে ০*) নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান (১৮ বলে ৬*)। প্রথম ইনিংসে এই দুজনের ফিফটিতেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৩১৩ ও ২য় ইনিংস : ২৬ ওভারে ৬৮/৭ (আইয়ুব ৩৩, বাবর ২৩, শাকিল ২, রিজওয়ান ৬*, জামাল ০*; স্টার্ক ১/১৫, হেইজেলউড ৪/৯, কামিন্স ০/১৭, লায়ন ১/১৬, হেড ১/৭)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : (আগের দিন ১১৬/২) ১০৯.৪ ওভারে ২৯৯ (লাবুশেন ৬০, স্মিথ ৩৮, হেড ১০, মার্শ ৫৪, কেয়ারি ৩৮, লায়ন ৫; সাজিদ ১/৭৩, হামজা ১/৫৩, জামাল ৬/৬৯, সালমান ২/৪৩)। তৃতীয় দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপি
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি