পাকিস্তানকে ধবলধোলাই করেই ছাড়লেন বিদায়ী ওয়ার্নার
০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম
পাকিস্তানকে ধবলধোলাই করেই ছাড়লেন বিদায়ী ওয়ার্নার
ভগ্ন পিচ, অসম বাউন্স- এমন কঠিন উইকেটেও বিদায়ী টেস্ট ইনিংসে দুর্দান্ত ব্যাট করলেন ডেভিড ওয়ার্নার। মামুলি লক্ষ্যে মার্নাস লাবুশেনের সঙ্গে উপহার দিলেন ফিফটি ইসিংস। পাকিস্তানও অস্ট্রেলিয়া সফর শেষ করল তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়ে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে পূরণ করেছে অস্ট্রেলিয়া। এই হারে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো পাকিস্তানের।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে ২৯৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন চা বিরতির পর আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। ১০ রানের মধ্যে অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট তুলে নিয়ে ১৪ রানের লিডও পেয়েছিল তারা। কিন্তু সফরে অন্য ইনিংসের মতো এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অব্যহত রাখে শান মাসুদের সেতৃত্বাধীন দলটি।
ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে শেষ উইকেটে অবিশ্বাস্য জুটিতে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন জামাল। নয়ে নেমে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। পরে বল হাতেও ৬৯ রানে ৬ উইকেট নিয়ে জমিয়ে দেন লড়াই। দল হারলেও শেষ পর্যন্ত তাই ম্যাচসেরা জামালই।
৩৮ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজসেরা অজি দলপতি প্যাট কামিন্স।
৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ১৭.১ ওভারে এদিন হাতের ৩ উইকেট হারিয়ে ৪৭ রান যোগ করতে পারে দলটি।
সকালের সেশনে ১৩.৪ ওভার ক্রিজে কাটিয়ে দেন জামাল–রিজওয়ান। ২৮ রান করা রিজওয়ানকে নাথান লায়ন ৪০তম ওভারে তুলে নিলে ভাঙে তাঁদের ৪২ রানের জুটি। ১৮ রান করা জামাল পরের ওভারে প্যাট কামিন্সের শিকার হন। এরপর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ১৬ রানে ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩৬ রানে ৩ উইকেট লায়নের।
লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই উসমান খাজাকে এলবিডব্লিউ করে লড়াইয়ের আভাস দিয়েছিলেন সাজিদ খান। কিন্তু এরপর সফরকরীদের আর সুযোগ দেননি ওয়ার্নার ও লাবুশেন। দুজনে গড়েন ১১৮ রানের জুটি। ৭৫ বলে ৭ চারে ৫৭ রান করে ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হন ওয়ার্নার, সাজিদের বলে এলবিডব্লিউ হয়ে।
সব মিলিয়ে ১১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২০৫ ইনিংসে ২৬টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটিতে ৪৪.৫৯ গড়ে ৮ হাজার ৭৮৬ রান ওয়ার্নারের। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৩৩৫ রানের।
যখন তিনি মাঠ ছাড়ছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয় নিশ্চিত করেন মারনাস লাবুশেন। ৭৩ বলে ৯ চারে ৬২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস :৩১৩
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৯৯
পাকিস্তান ২য় ইনিংস: ১১৫ (সাইম ৩৩, রিজওয়ান ২৮, বাবর ২৩ ; হ্যাজলউড ৪/১৬, লায়ন ৩/৩৬)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৩০/২ ( লাবুশেন ৬২*, ওয়ার্নার ৫৭ ; সাজিদ ২/৪৯)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: আমের জামাল।
সিরিজ সেরা: প্যাট কামিন্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা