টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোহলি ও রোহিতকে নিয়ে অনিশ্চয়তায় ভারত
০৭ জানুয়ারি ২০২৪, ১২:১০ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১০ পিএম
ঘরের মাঠে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শোচনীয় হারের পর ভারতের পুরো ফোকাস এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর টি-টোয়েন্টিতে বর্তমান ভারতের সবচেয়ে আলোচিত বিষয় বিরাট কোহলি আর রোহিত শর্মা। প্রশ্ন হচ্ছে, দলের সবচেয়ে বড় এবং অভিজ্ঞ দুই তারকাকে কি দেখা যাবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে?
এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেননি কোহলি ও রোহিত। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকেই এই সংস্করণ থেকে দূরে রয়েছেন তারা। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ব্যাটিংয়ের এই দুই স্তম্ভ নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী। এক্ষেত্রে প্রশ্ন এসে যায়, নির্বাচকরা কি তাদের দলে নিতে প্রস্তুত?
ওয়ানডে বিশ্বকাপে নিজের নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন রোহিত। এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার চোটের উদ্বেগও রোহিতকে দলে থাকার বিষয়টি বিবেচনায় নিতে পারে। কিন্তু কোহলিকে নিয়ে ভাবনাটা আলাদা।
যদিও ফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই তবে কোহলির স্ট্রাইক রেট হয়ে উঠতে পারে সমস্যার কারণ। পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি রোহিত ও কোহলিকে স্কোয়াডে একসঙ্গে রাখতে আগ্রহী নন।
বিশ্বকাপের বিষয়ে রোহিত ও কোহলির আগ্রহের বিষয়ে জানতে দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকায় যান আগারকার। দুজনই যে খেলতে আগ্রহী, তাও জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বিসিসিআই-এর সচিব জয় শাহ।
দু'জনকেই একাদশে নিলে দলের ভারসাম্য নিয়েও সমস্যা হতে পারে বলে মনে করা যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক জাতীয় নির্বাচক পিটিআইকে বলেছেন, ‘যদি রোহিত, শুভমান গিল, বিরাট, সূর্যকুমার যাদব ও পান্ডিয়া সেরা পাঁচে থাকেন, তবে বাঁহাতি ব্যাটসম্যান কোথায়? এখন, ধরে নেওয়া যাক আপনি কোহলিকে বাদ দিয়ে গিলকে ৩ নম্বরে খেলাবেন আর রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। অজিত (আগারকার) কি তা পারবেন?’
রোহিত ও কোহলি দুজনকেই নিতে হলে বাদ পড়বেন রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষাণ। সেক্ষেত্রে ভারত একজন টপ-অর্ডার ব্যাটিং বিকল্প ও একজন বাঁহাতি কিপার-ব্যাটার বিকল্পকে হারাবে।
একেত্রে রিঙ্কু সিং বা জিতেশ শর্মার মধ্যে একজনকে খেলাতে পারবে ভারত। তখন আবার ভারত পাঁচ জনের বেশি বোলার খেলাতে পারবে না। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে চোট থেকে ফিরে আসার পরে, প্রতিটি ম্যাচে চার ওভার করে বল করতে হবে।
কোহলি ও রোহিতকে নিয়ে তাই মধুর সমস্যায় ভারত। তবে সব প্রশ্নের উত্তর মিলে যেতে পারে দ্রুতই। আগামী বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে দুই দলেরই শেষ টি-টোয়েন্টি সিরিজ এটি। এজন্য ভারত এখনও স্কোয়াড ঘোষণা করেনি। স্কোয়াডের ঘোষণা এলেই হয়তো বোঝা যাবে রোহিত ও কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিকল্পনায় আছেন কি না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপি
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক