হতাশার ম্যাচে রোহিতের ‘সেঞ্চুরি’
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
শূন্য রানে ফেরাটা সবসময়ই হতাশার। সেটি যদি হয় দুই ব্যাটসম্যান একই প্রান্তে গিয়ে রান আউট হয়ে, তাহলে তো বিরক্তিও থাকে চরমে! ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাটা এরকমই বিভীষিকা হয়ে উঠেছিল রোহিত শার্মার সঙ্গে। আউট হয়ে বেশ মেজাজ দেখিয়েই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচ শেষে সব ক্ষোভ মিলিয়ে গেছে তার। দল জিতেছে তো বটেই, অনন্য এক প্রাপ্তিও ধরা দিয়েছে তার।
গতপরশু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। এই সংস্করণে রোহিতের শততম জয় এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরির দেখা পাওয়া প্রথম ক্রিকেটার তিনিই। জয়ের অভিজ্ঞতায় তার কাছাকাছি আপাতত নেই কেউ। ৮৬টি জয় নিয়ে রোহিতের পরে আছেন শোয়েব মালিক। অবসর না নিলেও যার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি বলেই ধরে নেওয়া যায়। ৭৩ জয় নিয়ে তালিকার তিনে ভিরাট কোহলি। ৭০টি করে জয় পেয়েছেন যৌথভাবে মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাবি। সবচেয়ে বেশি ১৪৯ ম্যাচ অবশ্য রোহিতই খেলেছেন। পরের ম্যাচে ১৫০ ম্যাচ পূরণ হবে তার প্রথম ক্রিকেটার হিসেবে। শোয়েব মালিকের ৮৬ জয় এসেছে ১২৪ ম্যাচে, কোহলির ৭৩ জয় ১১৫ ম্যাচ খেলে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়ে রোহিতের মতো ফেরার কথা ছিল কোহলিরও। তবে ব্যক্তিগত প্রয়োজনে ম্যাচের আগে সরে যান তিনি। রোহিত ফেরেন অধিনায়ক হয়েই।
মোহালিতে এ দিন ১৫৯ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে প্রথম বলটি ঠেকান রোহিত। পরের বলে একটু ক্রিজ ছেড়ে বেরিয়ে অফ ড্রাইভ খেলেই রান নিতে ছুটতে থাকেন তিনি। দৌড়ে যখন নন স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান প্রায়, তখন হতভম্ব হয়ে দেখেন, সেই প্রান্তের ব্যাটসম্যান শুবমান গিল সেখানেই আছেন! সঙ্গীর দিকে না তাকিয়ে গিল দেখছিলেন ফিল্ডারকে। ভুল বোঝাবুঝি হয়ে যায় তাতেই। রোহিতের তখন আর ক্রিজে ফেরার উপায় নেই। রান আউট হয়ে গিলের ওপর বেশ চটে যান রোহিত। বার দুয়েক হাত ইশারায় বুঝিয়ে দেন তার অসন্তুষ্টি, থেমে ছিল না তার মুখও। মাঠ ছাড়েন তিনি গজরাতে গজরাতে।
ভারতকে অবশ্য সেজন্য বড় মূল্য চুকাতে হয়নি। ৫ চারে ১২ বলে ২৩ রান করেন গিল, তিনে নেমে তিলাক ভার্মা করেন ২৬। এরপর শিভাম দুবের ৪০ বলে অপরাজিত ৬০ আর জিতেশ শার্মার ২০ বলে ৩১ রানের ইনিংসে ১৫ বল বাকি থাকতেই জিতে যায় ভারত। ম্যাচ চলার সময় বেশ কবারই টিভি ক্যামেরায় ধরা হয় ড্রেসিং রুমে থাকা রোহিতকে। সেখানে বেশ হাস্যোজ্জ্বল ও শান্তই দেখা যায় তাকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ধারাভাষ্যকার মুরালি কার্তিক প্রশ্ন করেন, ‘আউট হওয়ার পর আপনাকে এতটা রেগে যেতে আগে কখনও দেখিনি...।’ মুখে চওড়া হাসি নিয়েই উত্তর দেন রোহিত, ‘সত্যি বলতে, এসব মাঠে হয়েই থাকে। এরকম কিছু হলে হতাশ লাগেই। কারণ সবাই চায় টিকে থাকতে এবং দলের জন্য রান করতে। তবে সবসময় সবকিছু পক্ষে আসে না। এটাও বুঝতে হয়। দিনশেষে আমরা ম্যাচ জিতেছি, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি আউট হওয়ার পর চাইছিলাম গিল যেন টিকে থাকে ও বড় ইনিংস খেলে। সে ভালো খেলছিল, কিন্তু আউট হয়ে যায়। তবে সব মিলিয়ে এই ম্যাচ থেকে ইতিবাচক অনেক প্রাপ্তি আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ডাকাতির লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার
মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল
স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সেলিমা রহমান
ভৈরবে হাইব্রিড ডাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ২০ দোকানপাট ভাঙচুর, আহত ৩
নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠিত
টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার
চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের হানা, রুখে দাঁড়িয়েছে হাজারো গ্রামবাসী
রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে : ড. বদিউল আলম
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্র-গুলিসহ আটক ২
১৯ উইকেট পতনের দিনে এগিয়ে পাকিস্তান
আল্লাহর দয়ায় পা ভাঙেনি: শাওন
মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারতে প্রধান বিচারপতি
জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ -আরিফ
টিউলিপের পদত্যাগ ছিল অবধারিত
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : মাহমুদুর রহমান
আ’লীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল: সাদিক রিয়াজ
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন