‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ’
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আজ থেকে। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারও চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন স্পিন অলরাউন্ডার শুভাগত হোম। তার প্রত্যাশা, প্রথম ম্যাচ জিততে পারলে পুরো টুর্নামেন্টটাই সহজ হয়ে যাবে। আর ম্যাচ জয়ের ক্ষেত্রে ১৬০/১৭০ রান হলেই সেটা লড়াকু পুঁজি হবে বলে বিশ্বাস তার। বিপিএল শুরু হচ্ছে, নিজেদের প্রস্তুতি কেমন? গতকাল এ বিষয়ে জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি। অনুশীলনটা ভালোভাবে করার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমনভাবেই নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই খেলবো। আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে আমাদের।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘গেল বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল । আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং- বোলিং বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটিং বোলিং দুই বিভাগই যেন দলগুলো ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেট চাই।’
অধিনায়কত্বের বিষয়টা নতুন চ্যালেঞ্জ কি না? বিপিএল টুর্নামেন্টটাকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নে শুভাগতের উত্তর, ‘চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আমার। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি,আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়। দলে তানজিদ তামিম, দীপু, শহিদুল, আলামিনদের মতো তরুণ খেলোয়াড় আছে। সব মিলিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। সবাই খুবই হেল্পফুল, সবাই সবার ভূমিকাটা জানে, সবাই সবার ভূমিকাটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’
টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলের মিস ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। চট্টগ্রামের অধিনায়ক আরও বলেন, ‘এসব নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এটা ব্যবস্থাপনার অংশ। বিসিবি, ব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজিরা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। এখানে আমার যে ভূমিকা, আমি সেটাই পালন করার চেষ্টা করছি।’ প্রতিপক্ষ নিয়ে স্টাডি করা হয়েছে কি না? কিংবা এই উইকেটে কত রান হলে জেতা যাবে? জানতে চাইলে শুভাগত হোম বলেন, ‘এটা আসলে এখনই বলা যাচ্ছে না। শেষ বছর এখানে অনেক রান উঠেছে। তেমন যদি উইকেট হয়, তাহলে ১৬০/১৭০ এর মতো রান বেশ লড়াকু পুঁজি হবে।’ নিজেদের প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক বলেন, ‘আমরা গতবার ডেথ ওভারে পেস বোলিংয়ে বেশ স্ট্রাগল করেছি। এবার সেভাবে আমরা গোছানোর চেষ্টা করেছি এবং আমরা ভালো পেস বোলার পেয়েছি, স্পিনারও আছে। তো সে বিষয়টা হয়তো এবার আমরা রিকভার করতে পারব।’
সব মিলিয়ে এবারের বিপিএলে খুব আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। তার কথায়, ‘এ বছর আমাদের যে দল হয়েছে, যে খেলোয়াড় আছে, তাতে সবাই আত্মবিশ্বাসী যে, আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ, আমরা সে লক্ষ্যের দিকেই মনোযোগটা দিচ্ছি। আশা করছি আমরা প্লে অফ খেলতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান